কলকাতার পরিসংখ্যান দপ্তর (ISI)-তে কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

ISI Kolkata Recruitment 2023 : সমস্ত চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। ভারতীয় পরিসংখ্যান দপ্তরের তরফে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে মোট ১ টি শূন্যপদে Project Linked Junior Research Fellow আবেদন করতে পারবেন। ভরতীয় পরিসংখ্যান দপ্তরের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে আজকের এই আর্টিকেল কি লেখা হয়েছে। সমস্ত কিছু বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি দেখুন।

নিয়োগ সংস্থাIndian Statistical Institute
পদের নামProject Linked Junior Research Fellow
মোট শূন্যপদ০১ টি
বেতন (₹)৩১,০০০/-
চাকরির ধরনসরকারি
আবেদন মোডঅফলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটisical.ac.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

ভারতীয় পরিসংখ্যান দপ্তরে কর্মী নিয়োগ ২০২৩ (ISI Kolkata Recruitment 2023)

পদের নাম (Post Name)

এখানে ভারতীয় পরিসংখ্যান দপ্তরের পক্ষ থেকে Project Linked Junior Research Fellow পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

ISI Kolkata Recruitment 2023-তে মোট ১ টি শূন্যপদে নিয়োগ করানো হবে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

Indian Statistical Institute Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করার জন্য যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Computer Science / Electrical Engineering / Electronics / Information Technology – তে M. E / M. Tech করা থাকলে আবেদনের যোগ্য।

বয়সসীমা (Age Limit)

এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৬ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষতি শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। ১ জানুয়ারি,২০২৩ তারিখ অনুসারে বয়স হিসেব করা হবে।

বেতন (Salary)

ISI Kolkata Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে Project Linked Junior Research Fellow পদে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৩১, ০০০/- টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Apply Process)

ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে / অফলাইনে আবেদন করার কোনো প্রয়োজন নেই। সরাসরি ইন্টারভিউয়ের দিন বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউয়ের স্থানে যথা সময়ে উপস্থিত হতে হবে।

ISI Kolkata Recruitment 2023

আবেদন মূল্য (Application Fee)

ভারতীয় পরিসংখ্যান দপ্তরের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এই পদে আবেদন করার জন্য কোনো আবেদন মূল্য লাগবে না।

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

ভারতীয় পরিসংখ্যান দপ্তরে নিয়োগ ২০২৩ – এ ইন্টারভিউ এর শেষ তারিখ ০৬ মার্চ ২০২৩

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

ভারতীয় পরিসংখ্যান দপ্তরের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে আবেদনকারী চাকরিপ্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র ইন্টারভিউ – এর মাধ্যমে নিয়োগ করানো হবে।

ইন্টারভিউ এর স্থান (Interview Venue)

9th Floor, Satyan Bose Bhavan ( Library Building ) ISI Kolkata, West Bengal

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত১০.০২.২০২৩
আবেদন শুরু০৬.০৩.২০২৩
আবেদন শেষ০৬.০৩.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here.

F.A.Q

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment