ইন্ডিয়ান সিকিউরিটি প্রেসে ১০৮টি শূন্যপদে কর্মী নিয়োগ, বেতন ১৮,৭৮০ টাকা থেকে শুরু

ISP Nashik Junior Technician Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী ইন্ডিয়ান সিকিউরিটি প্রেস, নাসিকে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট সুখবর রয়েছে। এখানে সব মিলিয়ে মোট ১০৮ টি শূন্যপদে Welfare Officer এবং Junior Technician পদে নিয়োগ করানো হবে। এখানে নির্বাচিত প্রার্থীদের ১৮,৭৮০ থেকে ১,০৩,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী ১৬ আগষ্ট ২০২৩ তারিখ পর্যন্ত। এখানে আবেদন করা জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

নিয়োগ সংস্থাIndian Security Press
পদের নামWelfare Officer এবং Junior Technician
মোট শূন্যপদ১০৮ টি
বেতন (₹)১৮,৭৮০ – ১,০৩,০০০/-
আবেদন মোডঅনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটispnasik.spmcil.com
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

ইন্ডিয়ান সিকিউরিটি প্রেসে নিয়োগ ২০২৩

পদের নাম

ইন্ডিয়ান সিকিউরিটি প্রেস, নাসিকের পক্ষ থেকে যে পদে নিয়োগ করানো হবে সেটি হলো – Welfare Officer এবং Junior Technician

মোট শূন্যপদ

ISP, Nashik এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ১০৮ টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদে সংখ্যা নিচে ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

পদের নামশূন্যপদের সংখ্যা
Welfare Officer০১ টি
Junior Technician১০৭ টি

শিক্ষাগত যোগ্যতা

এখানে Welfare Officer পদে আবেদন করার জন্য প্রার্থীদের যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অথবা ডিগ্ৰী কমপ্লিট করে থাকতে হবে এবং Junior Technician পদে আবেদন করা জন্য প্রার্থীদের যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে আইটিআই কমপ্লিট করে থাকতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

বয়সসীমা

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ম ১৮ বছর বয়স থেকে সবোর্চ্চ ৪০ বছর বয়সের মধ্যে হতে হবে।

বেতন

এখানে নির্বাচিত প্রার্থীদের যে পরিমাণ বেতন দেওয়া হবে সেগুলি পদ অনুযায়ী বেতন সম্পর্কে নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

পদের নামবেতন (₹)
Welfare Officer২৯,৭৪০ – ১,০৩,০০০/-
Junior Technician১৮,৭৮০ – ৬৭,৩৯০/-

আবেদন পদ্ধতি

এখানে Welfare Officer এবং Junior Technician পদে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপরে সমস্ত তথ্য দিয়ে অনলাইনে মাধ্যমে আবেদনপত্রটি ফিলাপ করতে হবে। তারপরে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো স্ক্যান করে আপলোড করতে হবে। এরপরে সব কিছু ঠিকঠাক দেখে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে, তাহলে আবেদন সম্পন্ন হবে।

আবেদন মূল্য

এখানে আবেদন করা জন্য OBC/ GEN/ EWS প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৬০০/- টাকা ধার্য করা হয়েছে এবং SC/ ST/ PWD প্রার্থীদের ২০০/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে।

আবেদনের শেষ তারিখ

এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৫ জুলাই ২০২৩ তারিখ এবং আবেদন চলবে আগামী ১৬ আগষ্ট ২০২৩ তারিখ পর্যন্ত।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত১৫.০৭.২০২৩
আবেদন শুরু১৫.০৭.২০২৩
আবেদন শেষ১৬.০৮.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদন লিঙ্ক: Apply Here
  • অফিসিয়াল ওয়েবসাইট: ispnasik.spmcil.com
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

Leave a Comment