ISRO Recruitment 2022-23: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) এর পক্ষথেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য পার্থী এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আগামী 19 ডিসেম্বর 2022 তারিখ পর্যন্ত আবেদন চলবে। Indian Space Research Organization (ISRO) তে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | Indian Space Research Organization (ISRO) |
---|---|
পদের নাম | Scientist/ Engineer ‘SC’ |
বেতন | উল্লেখ নেই |
মোট শূন্যপদ | 68 টি |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন প্রক্রিয়া | অনলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | isro.gov.in |
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় নিয়োগ – ISRO Recruitment 2022-23
পদের নাম – Post Name
এখানে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) এর তরফ থেকে Scientist/Engineer‘SC’ (Electronics), Scientist/Engineer‘SC’ (Mechanical) এবং Scientist/EngineerSC’ (Computer Science) পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা – ISRO Scientist/Engineer Educational Qualification 2022-23
এখানে প্রতিটি পদের জন্য ভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা নিচে দেওয়া হলো –
- Scientist/Engineer‘SC’ (Electronics) – 65% নম্বর সহ ECE-তে B.Tech
- Scientist/Engineer‘SC’ (Mechanical) – 65% নম্বর সহ Mech-এ B.Tech
- Scientist/Engineer‘SC’ (Computer Science) – 65% নম্বর সহ CS-এ B.Tech
বয়সসীমা – ISRO Scientist/Engineer Recruitment Age Limit 2022-23
19 ডিসেম্বর 2022 তারিখ অনুযায়ী 28 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যাবস্থা রয়েছে।
মোট শূন্যপদ – ISRO Recruitment 2022-23 Total Vacancy
পদের নাম | মোট শূন্যপদ |
---|---|
Scientist/Engineer‘SC’ (Electronics) | 21 টি |
Scientist/Engineer‘SC’ (Mechanical) | 33 টি |
Scientist/Engineer‘SC’ (Computer Science) | 14 টি |
আবেদন পদ্ধতি – ISRO Scientist/Engineer Recruitment 2022-23 Apply Online
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় Scientist/Engineer পদে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার পদ্ধতি নিচে দেওয়া হলো –
- প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ুন।
- এরপর নিচে দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করুন।
- অনলাইন আবেদনপত্রটি সঠিক ভাবে পূরণ করুন।
- প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
- আবেদন ফী প্রদান করুন (যদি প্রয়োজন)।
- আবেদন সম্পন্ন হলে একটি প্রিন্ট আউট করে রাখুন।
নোট:- আবেদন করার আগে অবশ্যই একবার অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোকরে পড়ে দেখবেন।
নিয়োগ প্রক্রিয়া – ISRO Scientist/Engineer Silection Process
নির্ধারিত যোগ্যতা প্রয়োজনীয় নূন্যতম যোগ্যতার কম হলে পার্থী স্বয়ংক্রিয়ভাবে ইন্টারভিউ এর জন্য যোগ্য হবে না। 1:7 অনুপাতে সাক্ষাত্কারের জন্য প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা দেওয়া হবে GATE স্কোরের উপর ভিত্তি করে, GATE চিহ্ন বা GATE Rank এর উপর নয়।
নিম্নলিখিত গুণাবলীর উপর ভিত্তি করে প্রার্থীদের মূল্যায়ন করা হবে। যেমন- Technical (Academic) knowledge [40 নম্বর], General Awareness in relevance to the area of Specialisation (technical) [20 নম্বর]; Presentation/Communication Skill [20 নম্বর]; Comprehension [10 নম্বর] and Academic achievements [10 নম্বর], মোট 100 নম্বর.
প্রার্থীদের ইন্টারভিউতে ন্যূনতম 60 নম্বর স্কোর করতে হবে এবং PWBD প্রার্থীদের ইন্টারভিউতে ন্যূনতম 50 নম্বর স্কোর করতে হবে। ফাইনাল প্যানেল তৈরির জন্য, GATE স্কোরকে 50% ওয়েটেজ এবং ইন্টারভিউ মার্কের জন্য 50% ওয়েটেজ দেওয়া হবে।
গুরুত্বপূর্ন তারিখ – Importent Dates
বিজ্ঞপ্তি প্রকাশিত | 29.11.2022 |
আবেদন শুরু | 29.11.2022 |
আবেদন শেষ | 19.12.2022 |
প্রয়োজনীয় লিঙ্ক – Importent Links
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- আবেদন লিঙ্ক: Apply Here
- অফিসিয়াল ওয়েবসাইট: isro.gov.in
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Here
- আমাদের টেলিগ্রাম: Join Here
অন্যান্য চাকরির খবর
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |
ISRO Recruitment 2022-23 FAQ

ISRO Recruitment 2022-23 তে কোন পদে নিয়োগ করা হচ্ছে?
ISRO Recruitment 2022-23 তে Scientist/ Engineer ‘SC’ পদে নিয়োগ করা হচ্ছে।
ISRO তে Scientist/ Engineer ‘SC’ পদে আবেদন শুরু কত তারিখ?
ISRO তে Scientist/ Engineer ‘SC’ পদে আবেদন শুরু 29 নভেম্বর 2022।
ISRO তে Scientist/ Engineer ‘SC’ পদে আবেদনের শেষ তারিখ কত?
ISRO তে Scientist/ Engineer ‘SC’ পদে আবেদনের শেষ তারিখ হল 19 ডিসেম্বর 2022।