ITI করা থাকলেই মহাকাশ গবেষণা কেন্দ্রে চাকরি, আবেদন চলবে ১৪ মে পর্যন্ত

ISRO Recruitment 2023: ITI পাস যোগ্যতা ভারতীয় মহাকাশ গবেষণা পক্ষ থেকে Fitter, Electrician সহ আরো বিভিন্ন পদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ৩০ টি শূন্যপদে নিয়োগ করানো হবে। ইতিমধ্যে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী ১৬ মে ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করা জন্য প্রয়োজনীয়, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাIndian Space Research Organisation (ISRO)
পদের নামFitter, Electrician
মোট শূন্যপদ৩০ টি
বেতন (₹)২১,৭০০ – ১,৪২,৪০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটapps.shar.gov.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

মহাকাশ গবেষণা কেন্দ্রে নিয়োগ ২০২৩ (ISRO Recruitment 2023)

পদের নাম (Post Name)

ভারতীয় মহাকাশ গবেষণা পক্ষ থেকে যে সমস্ত পদে নিয়োগ করানো হবে সেগুলি নিচের তালিকায় বিস্তারিত উল্লেখ করা হয়েছে –

  • Fitter
  • Electrician
  • Cinematography/Photography
  • Mechanical Engineering

মোট শূন্যপদ (Total Vacancy)

Indian Space Research Fitter Vacancy 2023 তে সব মিলিয়ে মোট ৩০ টি শূন্যপদ রয়েছে। সেগুলি নিচের ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

পদের নামমোট শূন্যপদ
Fitter১৭ টি
Electrician০৬ টি
Cinematography/Photography০২ টি
Mechanical Engineering০৫ টি

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

এখানে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ITI/NT/NSC/B.Sc, মাস্টার ডিগ্ৰী, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, গ্ৰাজুয়েশন ডিগ্ৰী ও ডিপ্লোমা পাস করে থাকতে হবে, তাহলে আবেদন যোগ্য।

বয়সসীমা (Age Limit)

ভারতীয় মহাকাশ গবেষণা Fitter সহ আরো বিভিন্ন পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়সে মধ্যে হতে হবে।

বেতন (Salary)

ISRO Fitter Recruitment 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে নির্বাচন প্রার্থীদের প্রতিমাসে বেতন দেওয়া হবে। সেগুলি নিচের ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

পদের নামবেতন (₹)
Fitter২১,৭০০/- থেকে ৬৯,১০০/-
Electrician২১,৭০০/- থেকে ৬৯,১০০/-
Cinematography/ Photography৪৪,৯০০/- থেকে ১,৪২,৪০০/-
Mechanical Engineering৪৪,৯০০/- থেকে ১,৪২,৪০০/-

আবেদন পদ্ধতি (Apply Process)

ISRO Recruitment 2023

আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথমে আবেদনকারী প্রার্থীরা নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। এরপরে প্রার্থীরা সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো স্ক্যান করে আবেদন মূল্য জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।

আবেদন মূল্য (Application Fee)

এখানে আবেদন করা জন্য প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১০০/- টাকা ধার্য করা হয়েছে। এবং পরীক্ষা ফি হিসেবে ৫০০/- টাকা দিতে হবে। যে সমস্ত প্রাথীরা লিখিত পরিক্ষা অংশগ্রহণ করবেন তাদের পরীক্ষা ফি ফেরত দেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

Indian Space Research Fitter Recruitment 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে অনলাইনে আবেদন করা শেষ তারিখ হলো ১৬.০৫.২০২৩।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা ও স্কিল টেস্ট এর মাধ্যমে নিয়োগ করা হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত২৬.০৪.২০২৩
আবেদন শুরু২৬.০৪.২০২৩
আবেদন শেষ১৬.০৫.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদন লিঙ্ক: Apply Here
  • অফিসিয়াল ওয়েবসাইট: apps.shar.gov.in
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here.