বর্ডার পুলিশ ফোর্সের স্পোর্টস কোটার অধীনে কনস্টেবল নিয়োগ – বেতন ২১,৭০০ থেকে শুরু

ITBP Constable (GD) Recruitment 2023: ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ ফোর্স (ITBP) এর পক্ষে থেকে স্পোর্টস কোটার অধীনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে মোট ৭১ টি শূন্যপদে কনস্টেবল নিয়োগ করা হবে। সমস্ত ভারতীয় নাগরিক এখানে আবেদন করতে পারবেন। Indo-Tibetan Border Police Force (ITBP) Constable Recruitment 2023 তে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার পদ্ধতি এবং পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে জানতে পুরো খবরটি পড়ুন।

নিয়োগ সংস্থাIndo-Tibetan Border Police Force (ITBP)
পদের নামConstable (General Duty)
মোট শূন্যপদ৭১ টি
বেতন (₹)২১,৭০০ – ৬৯,১০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটitbpolice.nic.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

ITBP কনস্টেবল নিয়োগ ২০২৩ (ITBP Constable Recruitment 2023)

পদের নাম (Post Name)

এখানে Indo-Tibetan Border Police Force (ITBP) এর পক্ষে থেকে স্পোর্টস কোটার অধীনে Constable (General Duty) পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (ITBP Constable GD Vacancy 2023)

এখানে সব মিলিয়ে মোট ৭১টি শূন্যপদ রয়েছে। পুরুষ পর্থীদের ৪৫ টি শূন্যপদ এবং মহিলা পর্থীদের ২৬ টি শূন্যপদ। বিস্তারিত জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

ক্রীড়া কোটার অধীনে Constable (General Duty) – ৭১টি শূন্যপদ

শৃঙ্খলাঘটনাপুরুষমহিলামোট
অ্যাথলেটিক100 মিটার রেস112
অ্যাথলেটিক200 মিটার রেস112
অ্যাথলেটিক400 মিটার রেস112
অ্যাথলেটিক1500 মিটার রেস101
অ্যাথলেটিকনেটওয়ার্ক অনুসন্ধান112
অ্যাথলেটিকলম্বা লাফ112
অ্যাথলেটিকউচ্চ লাফ112
অ্যাথলেটিকম্যারাথন011
হকিডিফেন্ডার101
হকিমিড ফিল্ডার202
হকিফরোয়ার্ড404
কাবাডিরাইডার224
কাবাডিডানের কিনারা011
কাবাডিবাম কোণে011
কাবাডিসবদিকে দক্ষ011
কাবাডিবাম কভার011
ফুটবলগোলরক্ষক202
ফুটবলডিফেন্ডার202
ফুটবলমিড ফিল্ডার202
ফুটবলফরোয়ার্ড202
ভলিবলসেটার123
ভলিবলসর্বজনীন123
ভলিবলআক্রমণকারী123
ভলিবলব্লকার123
ভলিবলLibero022
জিমন্যাস্টিক505
বক্সিং51-54 কেজি101
বক্সিং57-60 কেজি101
বক্সিং60-63 কেজি101
বক্সিং67-70 কেজি101
বক্সিং70-75 কেজি011
কুস্তি57 কেজি ( ফ্রিস্টাইল)101
কুস্তি61 কেজি (ফ্রিস্টাইল)101
কুস্তি70 কেজি (ফ্রিস্টাইল)101
কুস্তি74 কেজি (ফ্রিস্টাইল)101
জুডো60 কেজি101
জুডো66 কেজি101
জুডো52 কেজি011
জুডো48 কেজি011
অশ্বারোহী202
 –মোট452671

শিক্ষাগত যোগ্যতা (ITBP Constable GD Educational Qualification)

এখানে আবেদন করার জন্য যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং তার সঙ্গে স্পোর্টস সার্টিফিকেট থাকতে হবে। বিস্তারিত জানার জন্য অফিসের নোটিশটি ভালো করে পড়ে দেখুন।

বয়সসীমা (ITBP Constable Age Limit)

ITBP Constable GD Vacancy 2023-তে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ব্যবস্থা রয়েছে।

বেতন (Salary)

ITBP Constable Recruitment 2023-তে প্রতিমাসে ২১,৭০০ টাকা থেকে শুরু করে ৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Apply Online)

আগ্রহী ও যোগ্য প্রার্থীর এখানে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে Indo-Tibetan Border Police Force এর অফিসিয়াল ওয়েবসাইট itbpolice.nic.in-তে যেতে হবে। এখানে আবেদন করার পদক্ষেপ গুলি নিচের তালিকায় উল্লেখ করা হয়েছে।

ITBP Constable (GD) Recruitment 2023
  • প্রথমে itbpolice.nic.in ওয়েবসাইটে যান।
  • এরপর ITBP Constable GD নিয়োগ এর বিজ্ঞাপনে ক্লিক করুন।
  • লগইন বা রেজিস্ট্রেশন করুন।
  • অনলাইন আবেদনপত্র পূরণ করুন।
  • প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
  • পূরণ করা আবেদনপত্র যাচাই করে দেখুন।
  • আবেদন মূল্য জমা করুন (যদি প্রয়োজন হয়)।
  • আবেদন সম্পন্ন হলে আবেদন সংক্রান্ত তথ্য সংরক্ষিত/প্রিন্ট করে রাখুন।

আবেদন মূল্য (Application Fee)

ITBP Constable (GD) Sports Quota Recruitment 2023-তে আবেদন করার জন্য ১০০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। SC/ST/PH এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোন রকম আবেদনমূলের প্রয়োজন নেই।

আবেদনের শেষ তারিখ (Last Date)

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এখানে ২০এই ফেব্রুয়ারি ২০২৩ থেকে ২১এই মার্চ ২০২৩ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের কোনোরকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। ITBP Constable (GD) Sports Quota Recruitment 2023-এর জন্য আবেদনকারী চাকরিপ্রার্থীদের প্রথমে মেডিকেল টেস্ট তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ফাইনাল মেরিট লিস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। বিস্তারিত জানার জন্য অফিসের নোটিশটি দেখুন।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত
আবেদন শুরু২০.০২.২০২৩
আবেদন শেষ২১.০৩.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importrnt Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদন লিঙ্ক (২০.০২.২০২৩): Login|Registration
  • অফিসিয়াল ওয়েবসাইট: itbpolice.nic.in
  • আমাদের টেলিগ্রাম: Join Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment