ITBP Constable Recruitment 2022-23: বর্ডার পুলিশতে কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি, 287 টি শূন্যপদ

ITBP Constable Recruitment 2022-23: Indo-Tibetan Border Police Force (ITBP) এর তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট 287 টি শূন্যপদে Constable (Tradesman) নিয়োগ করা হবে। ভারতের সমস্ত রাজ্যের পুরুষ ও মহিলা পার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য পর্থীদের বয়স অবশ্যই 18 থেকে 25 বছরের মধ্যে হওয়া প্রয়োজন। আগ্রহী পার্থী এখানে 23 নভেম্বর 2022 তারিখ থেকে 22 ডিসেম্বর 2022 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

ITBP Constable Recruitment 2022 তে আবেদন করার পদ্ধতি এবং প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

নিয়োগ সংস্থাIndo-Tibetan Border Police Force (ITBP)
পদের নামConstable (Tradesman)
মোট শূন্যপদ287 টি
বেতনRs. 21,700 – 69,100/-
আবেদন মোডঅনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটitbpolice.nic.in

বর্ডার পুলিশতে কনস্টেবল নিয়োগ ২০২২ | ITBP Constable Recruitment 2022-23

পদের নাম | Post Name

এখানে Indo-Tibetan Border Police Force (ITBP) এর তরফ থেকে Constable (Tradesman) পদে নিয়োগ করা হবে। সমস্ত পদের নাম নিচের তালিকায় উল্লিখিত রয়েছে।

  • Constable (Tailor)
  • Constable (Gardener)
  • Constable (Cobbler)
  • Constable (Safai Karamchari)
  • Constable (Washerman)
  • Constable (Barber)

শিক্ষাগত যোগ্যতা | ITBP Constable Recruitment Educational Qualification 2022

Indo-Tibetan Border Police Force (ITBP) এর কনস্টেবল নিয়োগ 2022 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করার জন্য পর্থীদের মাধ্যমিক (10th) পাশ ও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট তে ডিপ্লোমা থাকা প্রয়োজন।

বয়সসীমা | ITBP Constable Age Limit

ITBP Constable Recruitment 2022 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে Constable (Tailor), Constable (Gardener) ও Constable (Cobbler) পদে আবেদন করার জন্য 18 থেকে 23 বছর এবং Constable (Safai Karamchari), Constable (Washerman), Constable (Barber) পদে আবেদন করার জন্য 18 থেকে 25 বছর বয়স হওয়া প্রয়োজন। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন।

মোট শূন্যপদ | ITBP Constable Recruitment Total Vacancy 2022-23

এখানে সব মিলিয়ে মোট 287 টি শূন্যপদে নিয়োগ করা হবে। বিস্তারিত নিচের ছকে দেওয়া হয়েছে।

পদের নামপুরুষমহিলামোট
Constable (Tailor)16218
Constable (Gardener)14216
Constable (Cobbler)26531
Constable (Safai Karamchari)671178
Constable (Washerman)761189
Constable (Barber)47855

বেতন | Salary

অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে প্রতিমাসে Rs. 21,700/- টাকা থেকে শুরু করে Rs. 69,100/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি | ITBP Constable Apply Online

আগ্রহী পার্থী এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ITBP এর অফিসিয়াল ওয়েবসাইট itbpolice.nic.in থেকে অনলাইন আবেদন করতে পারবেন। আবেদন করার আগে অফিসিয়াল নোটিস টি ভালোকরে পড়তে হবে তারপর নিজের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে সফট কপি রাখতে হবে। অনলাইনের আবেদন পত্রটি সঠিক ভাবে পূরণ করতে হবে এবং তারপর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। আবেদন মূল্য প্রদান করতে হবে (যদি প্রয়োজন হয়)। শেষ সাবমিট করার পর আবেদন সংক্রান্ত তথ্য সংরক্ষিত/প্রিন্ট করে রাখতে হবে।

আবেদন মূল্য | ITBP Constable Application Fee 2022

সাধারণ পর্থীদের জন্য এখানে 100 টাকা আবেদন মূল্য প্রয়োজন। SC, ST, মহিলা এবং Ex-Servicemen দের ক্ষেত্রে কোনো আবেদন মূল্য প্রয়োজন নেই।

আবেদনের শেষ তারিখ | ITBP Constable Application Last Date 2022

ITBP Constable Recruitment 2022 তে পর্থিরা আগামী 22 ডিসেম্বর 2022 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নিয়োগ প্রক্রিয়া | Selection Process

  • শারীরিক দক্ষতা পরীক্ষা।
  • শারীরিক মান পরীক্ষা।
  • লিখিত পরীক্ষা।
  • নথি যাচাইকরণ।
  • বাণিজ্য পরীক্ষা।
  • বিশদ মেডিকেল পরীক্ষা/রিভিউ মেডিকেল পরীক্ষা।

গুরুত্বপূর্ণ তারিখ | Importent Dates

বিজ্ঞপ্তি প্রকাশিত
আবেদন শুরু23.11.2022
আবেদন শেষ22.12.2022

প্রয়োজনীয় লিঙ্ক | Important Links

  • অফিসিয়াল নোটিশ: Download PDF
  • আবেদন লিঙ্ক: Apply Here
  • অফিসিয়াল ওয়েবসাইট: itbpolice.nic.in
  • আমাদের টেলিগ্রাম: Join Here Free
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group

অন্যান্য চাকরির খবর

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..

ITBP Constable Recruitment 2022-23 সম্পর্কিত প্রশ্নোত্তর

ITBP Constable Recruitment 2022-23

ITBP Constable Job Vacancy 2022 মোট কতগুলি শূন্যপদ আছে?

ITBP Constable Job Vacancy 2022 তে মোট 287 টি শূন্যপদ আছে।

ITBP Recruitment 2022 তে আবেদন শুরু কত তারিখ?

ITBP Recruitment 2022 তে আবেদন শুরু 23 নভেম্বর 2022।

ITBP Constable Recruitment 2022 তে আবেদনের শেষ তারিখ কতো?

ITBP Constable Recruitment 2022 তে আবেদনের শেষ তারিখ হলো 22 ডিসেম্বর 2022।

ITBP Constable Notification 2022 ডাউনলোড করবো কিভাবে?

ITBP Constable Notification 2022 এর লিঙ্ক উপরে দেওয়া রয়েছে, Download PDF তে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment