ITBP Constable recruitment 2022 (Animal Transport) notification, ITBP constable recruitment 2022 eligibility, ITBP constable salary and ITBP constable Rrcruitment 2022 online apply date give in below.
পুলিশ চাকরির অপেক্ষা করে থাকা পর্থীদর জন্য বিরাট সুখবর। Indo-Tibetan Border Police Force (ITBP) এর তরফ থেকে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পুরুষ ও মহিলা উভয় পার্থীর জন্যই এখানে শূন্যপদ রয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে মোট 52 টি শূন্যপদে নিয়োগ করা হবে। ভারতের সমস্ত রাজ্যের চাকরি পার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন। এখানে আবেদন চলবে 29 আগস্ট 2022 তারিখ থেকে 27 সেপ্টেম্বর 2022 তারিখ পর্যন্ত। কিভাবে আবেদন করবেন এবং আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন জানার জন্য পুরো খবরটি পড়ুন।
নিয়োগ সংস্থা | ITBP |
চাকরির নাম | ITBP Constable recruitment 2022 |
পদের নাম | Constable ((Animal Transport) |
শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক পাশ |
মোট শূন্যপদ | 52 |
ওয়েবসাইট | itbpolice.nic.in |
স্থান | সারা ভারত |
ITBP Constable (Animal Transport) Recruitment 2022
পদের নাম | Post Name
এখানে Indo-Tibetan Border Police Force এর তরফ থেকে কনস্টেবল (Animal Transport) পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা | ITBP Constable Recruitment 2022 Qulafication
ITBP Constable Recruitment 2022 Qulafication: এখানে চাকরি করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হলো মাধ্যমিক পাস।
বয়সসীমা | ITBP Constable Recruitment 2022 Age Limit
Indo-Tibetan Border Police Force এর অফিসিয়াল নোটিস অনুসারে এখনে আবেদন করার সর্বনিম্ন বয়সসীমা হলো 18 বছর, এবং সর্বোচ্চ 25 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে।
শূন্যপদ | ITBP Constable Recruitment 2022 Vacancy
এখানে সমস্ত শ্রেণীর পুরুষ ও মহিলা মিলে মোট 52 টি শূন্যপদ রয়েছে।
শ্রেণী | শূন্যপদ (পুরুষ) | শূন্যপদ (মহিলা) | মোট শূন্যপদ |
---|---|---|---|
UR | 28 | 5 | 33 |
EWS | 4 | 1 | 5 |
SC | 2 | 0 | 2 |
ST | 10 | 2 | 12 |
মোট | 44 | 8 | 52 |
বেতন | ITBP Constable Recruitment 2022 Salary
Indo-Tibetan Border Police Force এর অফিসিয়াল নোটিস অনুসারে ITBP Constable Recruitment 2022 তে প্রতি মাসে 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত বেতনের ব্যাবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি | ITBP Constable Recruitment 2022 Apply Online

- আগ্রহী পার্থী এখানে www.recruitment.itbpolice.nic.in ওয়েবসাইট থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এখানে অফলাইনে আবেদনের সুবিধা রাখা হয়নি।
- এখানে আবেদন করার জন্য আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর ও ইমেইল আইডি থাকা প্রয়োজন। কারণ পরবর্তীতে সমস্ত আপডেট ওই রেজিষ্টার করা মোবাইল নম্বর বা ইমেইল আইডিতে পাঠাবে।
- আবেদন করার সময় আবেদন পত্রে পার্থীর সমস্ত তথ্য সঠিক দিবে। কারণ পরবর্তী সময়ে কোনো ভুল থাকলে সংশোধন করতে অসুবিধা হবে অথবা সংশোধন নাও হতে পারে।
- আবেদন পত্র পূরণ করার পরে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন টি সাবমিট করুন।
- আবেদন সম্পন্ন হবার পরে আবেদন নম্বর সংরক্ষণ/প্রিন্ট করে রাখুন।
আবেদন মূল্য | Application Fee
এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য (application fee) দেওয়ার প্রয়োজন নেই।
আবেদনের শেষ তারিখ| ITBP Constable Recruitment 2022 Last Date
ITBP Constable Recruitment 2022 তে আবেদন শুরু 29 আগস্ট 2022 তারিখ এবং আবেদনের শেষ তারিখ (Last Date) 27 সেপ্টেম্বর 2022 তারিখ।
নিয়োগ প্রক্রিয়া| ITBP Constable Recruitment 2022 Selection Process
এখানে আবেদনকারীদের প্রথমে শারীরিক দক্ষতার পরীক্ষা নেওয়া হবে এবং তারপর শারীরিক মান এর পরীক্ষা ও লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই সব পরীক্ষায় সফল পর্থীদের মেডিক্যাল পরীক্ষার নেওয়া হবে এবং যোগ্য পর্থীদের নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ | Importent Dates
বিজ্ঞপ্তি প্রকাশিত | – |
আবেদন শুরু | 29.08.2022 |
আবেদন শেষ | 27.09.2022 |
গুরুত্বপূর্ণ লিঙ্ক | Importent Links
- অফিসিয়াল নোটিস – Download PDF
- আবেদন লিঙ্ক – Apply Here
- অফিসিয়াল ওয়েবসাইট – itbpolice.nic.in
- আমাদের টেলিগ্রাম – Join Here Free
নতুন চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ITI পাশে চাকরি | 580+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |
সরকারি চাকরির আপডেট
নিয়োগ | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
অগ্নিপথ প্রকল্পে নিয়োগ | 50000+ | Apply Here.. |
আশা কর্মী নিয়োগ | 4500+ | Apply Here.. |
IBPS তে নিয়োগ | 65000+ | Apply Here.. |
ভারতীয় ডাক বিভাগে নিয়োগ | 7800+ | Apply Here.. |
ভারতীয় রেলওয়ে নিয়োগ | 56000+ | Apply Here.. |
সাস্থ্য দপ্তরে নিয়োগ | 10000+ | Apply Here.. |