ITBP Sub Inspector Recruitment 2022: পশ্চিমবঙ্গে কেন্দ্র সরকারের তরফে সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সমস্ত চাকরি প্রার্থীরা পুলিশ চাকরি করতে ইচ্ছুক তারাদের জন্য বিরাট বড় সুখবর। এখানে পুরুষ ও মহিলা সকলে আবেদন করা সুযোগ পাবেন। কীভাবে আবেদন করবেন, আবেদনকারী বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানতে হলে পুরো খবরটি পড়ুন।
নিয়োগ সংস্থা | ITBP |
পদের নাম | সাব ইন্সপেক্টর |
শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক পাস |
মোট শূন্য পদ | 37 টি |
আবেদন শেষ তারিখ | 14.08.2022 |

সাব ইন্সপেক্টর নিয়োগ ২০২২ (ITBP Sub Inspector Recruitment 2022)
পদের নাম ~ ITBP Sub Inspector Recruitment 2022 তে চাকরি প্রার্থীদের যে পদে নিয়োগ করা হবে সেটি হল – সাব ইন্সপেক্টর।
মোট শূন্যপদ ~ এখানে পুরুষদের জন্য 32 টি শূন্য পদ রয়েছে এবং মহিলা চাকরি প্রার্থীদের জন্য 5 টি শূন্য পদ রয়েছে। মোট 37 টি শূন্য পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা ~ যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক এবং তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধু মাত্র মাধ্যমিক পাস।এর সঙ্গে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং -এ ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।
বয়সসীমা ~ এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর বয়স সীমা হতে হবে 20 থেকে 25 বছরের মধ্যে। এখানে বয়সের হিসাব ধরা হবে 15.08.1997 তারিখ অনুযায়ী। এছাড়াও চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
বেতন ~ এখানে চাকরি করলে চাকরি প্রার্থীদের পে লেভেল 6 অনুযায়ী প্রতিমাসে 35,400/- থেকে 1,12,400/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (ITBP Sub Inspector Recruitment 2022 Apply Online)
যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন ইচ্ছুক তারা অব্যশই সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করবেন www.recruitment.itbpolice.nic.in এই অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করা সময় চাকরি প্রার্থীদের অবশ্যই বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে। চাকরি প্রার্থীদের পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করে আপলোড করতে হবে এছাড়াও চাকরি প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন শেষ তারিখ ~ চাকরি প্রার্থীরা 14.08.202 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
নিয়োগ পদ্ধতি (ITBP Sub Inspector Recruitment 2022)
চাকরি প্রার্থীদের ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট (PET), ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (PST), লিখিত পরীক্ষা ও সমস্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, মেডিকেল এক্সামিনেশন (DME) এবং রিভিউ মেডিকেল এক্সামিনেশন (RME) এর উপর ভিত্তি করে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক (ITBP Sub Inspector Recruitment 2022 Dates & Links)
বিজ্ঞপ্তি প্রকাশিত | – |
আবেদন শুরু | 16.07.2022 |
আবেদন শেষ তারিখ | 14.08.2022 |
অফিশিয়াল নোটিস | Download PDF |
অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
আমাদের টেলিগ্ৰামে | Join Here |
আরো পড়ুন ~
- বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে
- জেলা স্বাস্থ্য সমিতিতে গ্রুপ সি পদে নিয়োগ – 300+ শূন্যপদ
- SSC কন্সটেবল ড্রাইভার নিয়োগ 2022 – 1411 টি শূন্যপদ
.
.