Jadavpur University Recruitment 2023: কলকাতার যাদবপুর ইউনিভার্সিটিতে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই জুনিয়র রিসার্চ ফেলো (Junior Research Fellow) নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য পার্থীদের এখানে আগামী ১৩ এই মার্চ ইন্টারভিউ এর জন্য উপস্থিত থাকতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | Jadavpur University |
---|---|
পদের নাম | Junior Research Fellow |
মোট শূন্যপদ | ০১ টি |
বেতন (₹) | ৩১,০০০ – ৩৫,০০০/- |
আবেদন মোড | ইন্টারভিউ |
স্থান | কলকাতা, পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | jaduniv.edu.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
যাদবপুর ইউনিভার্সিটিতে নিয়োগ ২০২৩ (Jadavpur University Recruitment 2023)
পদের নাম (Post Name)
এখানে কলকাতার যাদবপুর ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো (Junior Research Fellow) পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Jadavpur University Vacancy 2023)
Jadavpur University Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে মোট ০১ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা (Jadavpur University Recruitment 2023 Educational Qualification)
যাদবপুর ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো পদে করার জন্য যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ME/ M.Tech সম্পন্ন করতে হবে।
বয়সসীমা (Jadavpur University Recruitment 2023 Age Limit)
Jadavpur University Job Vacancy 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বয়সসীমা সম্পর্কিত কোনো তথ্য উল্লেখ নেই।
বেতন (Salary)
কলকাতার যাদবপুর ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো পদে প্রতিমাসে ৩১,০০০/- টাকা থেকে শুরু করে ৩৫,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (Jadavpur University Recruitment 2023 Apply Process)

কলকাতার যাদবপুর ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো পদের জন্য আগেথেকে আবেদন করার প্রয়োজন নেই। প্রথমে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনি এখানে আবেদন করার জন্য যোগ্য কিনা দেখুন। যদি যোগ্য হয়ে থাকেন তাহলে নিজস্ব পরিচয়পত্র, সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং অন্যান্য ডকুমেন্টের অরিজিনাল কপি নিচে নিচের দেওয়া ঠিকানায় ইন্টারভিউ এর জন্য উপস্থিত থাকতে হবে।
ইন্টারভিউ এর ঠিকানা
Conference Room ( 2nd Floor ), Department of Instrumentation and Electronics Engineering, Jadavpur University Salt Lake Campus, Block LB, Plot No. 8, Salt Lake City, Salt Lake Bypass, Kolkata 106
আবেদন মূল্য (Application Fee)
এখানে আবেদন করার জন্য ৫০/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
আবেদনের শেষ তারিখ (Application Last Date)
আগ্রহী ও যোগ্য পর্থীদের এখানে আগামী ১৩এই মার্চ ২০২৩ ইন্টারভিউ এর জন্য উপস্থিত হতে হবে (ইন্টারভিউ এর সময়: দুপুর ১২ টা)।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০১.০৩.২০২৩ |
আবেদন শুরু | ১৩.০৩.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here. |