জেলার SDO অফিসে কো-অর্ডিনেটর (আশা) নিয়োগ ২০২৩ – আবেদনপত্র ডাউনলোড করুন

Jhargram Coordinator ASHA Recruitment 2023: পশ্চিমবঙ্গে ঝাড়গ্ৰাম জেলার গোপীবল্লভপুর -১ নং ব্লক, ঝাড়গ্ৰাম ও নয়াগ্ৰাম ব্লক প্রোগ্ৰাম কো-অর্ডিনেটর (আশা) কর্মী পদে নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ০৩ টি শূন্যপদ রয়েছে। এখানে প্রার্থীরা ৩১ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। আগ্ৰহী প্রার্থীরা এখানে কি ভাবে আবেদন করবেন এবং আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাপশ্চিমবঙ্গ সরকার
পদের নামকো- অর্ডিনেটর (আশা)
মোট শূন্যপদ০৩ টি
বেতনRs. ১৬,৮০০/- টাকা
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন পদ্ধতিঅফলাইনে
স্থানঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ
ওয়েবসাইটjhargram.gov.in
টেলিগ্ৰামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

ব্লক প্রোগ্ৰাম কো-অর্ডিনেটর (আশা) নিয়োগ ২০২৩

পদের নাম (Post Name)

পশ্চিমবঙ্গে ঝাড়গ্ৰাম জেলার গোপীবল্লভপুর -১নং ব্লক, ঝাড়গ্ৰাম, নয়াগ্ৰাম ব্লকে যে পদে নিয়োগ করা হচ্ছে সেটি হলো – কো- অর্ভিনেটর (আশা)।

মোট শূন্যপদ (Total Vacancy)

Jhargram Coordinator ASHA Recruitment 2023 তে সবমিলিয়ে মোট ০৩ টি শূন্যপদ রয়েছে। বিস্তারিত নিচের ছকে দেওয়া হয়েছে।

পদের নামমোট শূন্যপদ
গোপীবল্লভপুর-১নং০১ টি
ঝাড়গ্ৰাম০১ টি
নয়াগ্ৰাম ব্লকে০১ টি

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

Jhargram DM Office Coordinator ASHA Recruitment 2023 তে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে উপযুক্ত বিষয়ে স্নাতকোত্তর হতে হবে এবং প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ও কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

Jhargram Coordinator ASHA Recruitment 2023 তে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৪০ বছর বয়সে মধ্যে হতে হবে। এখানে বয়সের হিসাব ধরা হবে ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী। এছাড়াও প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

বেতন (Salary)

এখানে প্রার্থীদের প্রতিমাসে ১৬,৮০০/- টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Apply Process)

আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীরা সরাসরি নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিশিয়াল নোটিস থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। তারপরে ভালো করে পূরণ করে নিচে উল্লেখিত সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানা আবেদনপত্রটি জমা দিতে হবে।

Jhargram Coordinator ASHA Recruitment 2023

আবেদনপত্র জমা দেওয়ার সময় যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন

  • বয়সের প্রমানপএ।
  • শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট।
  • বসবাসের প্রমানপএ।
  • জাতিগত শংসাপত্র।
  • কম্পিউটার সার্টিফিকেট।
  • পাসপোর্ট সাইজের ছবি।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

To The Sub-division Office & Member Secretary, Jhargram Sub division, At+P.O+Dist-Jhargram, Pin – ৭২১৫০৭

আবেদনে শেষ তারিখ (Application Last Date)

এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৩ জানুয়ারি ২০২৩ তারিখ থেকে ৩১ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।

নিয়োগ পদ্ধতি (Selection Process)

ঝাড়গ্ৰাম জেলার ব্লক প্রোগ্ৰাম কো-অর্ডিনেটর আশা নিয়োগ ২০২৩ তে প্রার্থীদের প্রথমে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে ওই লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত১১.০১.২০২৩
আবেদন শুরু১৩.০১.২০২৩
আবেদনে শেষ তারিখ৩১.০১.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিশিয়াল নোটিস – Download PDF
  • অফিশিয়াল ওয়েবসাইট – Click Here
  • আবেদনে লিঙ্ক – Apply Here
  • আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক – Join Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ – Join Group

আরো পড়ুন ~

অন্যান্য চাকরির খবর

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment