আবারও জেলা আদালতে Group-D পদে চাকরির সুযোগ, অষ্টম শ্রেণী পাস হলেই আবেদন যোগ্য

Jhargram District Court Group-D Recruitment 2023: শুধু মাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতা ঝাড়গ্ৰাম জেলার জেলা আদালতে পক্ষ থেকে একটি কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সব মোট মিলিয়ে ০১ টি শূন্যপদে Sweeper পদে নিয়োগ করানো হবে। এখানে নির্বাচিত প্রার্থীদের দৈনিক ৪০৪ টাকা বেতন দেওয়া হবে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের এখানে ইন্টারভিউ নেওয়া হবে ০৫ জুলাই ২০২৩ তারিখ। এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

নিয়োগ সংস্থাOFFICE OF THE DISTRICT LEGAL SERVICES AUTHORITY, JHARGRAM
পদের নামSwepper
মোট শূন্যপদ০১ টি
বেতন (₹)দৈনিক ৪০৪ টাকা
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডইন্টারভিউ
স্থানঝাড়গ্ৰাম
ওয়েবসাইটhttps://districts.ecourts.gov.in/jhargram
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

ঝাড়গ্রাম জেলা আদালতে কর্মী নিয়োগ ২০২৩

পদের নাম (Post Name)

এখানে ঝাড়গ্ৰাম জেলার জেলা আদালতের পক্ষ থেকে যে পদে নিয়োগ করানো হবে সেটি হলো- Sweeper

মোট শূন্যপদ (Total Vacancy)

ঝাড়গ্ৰাম জেলার জেলা আদালত এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে Sweeper পদে মোট ০১ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে, তাহলে আবেদন যোগ্য।

বয়সসীমা (Age Limit)

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন ১৮ বছর বয়স থেকে সবোর্চ্চ ৪০ বছর বয়সের মধ্যে হতে। এখানে আবেদনকারী প্রার্থীদের বয়সের হিসাব ধরা হবে ০১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী।

বেতন (Salary)

এখানে Sweeper পদে নির্বাচিত প্রার্থীদের দৈনিক ৪০৪ টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Apply Process)

Jhargram District Court Group-D Recruitment 2023

এখানে Sweeper পদে আলাদা ভাবে কোন রকম আবেদন করা প্রয়োজন নেই। আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে https://districts.ecourts.gov.in/jhargram ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। তারপরে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। এরপরে পূরণ করার আবেদনপত্র সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করে নিচে উল্লেখিত ইন্টারভিউ স্থানে সঠিক সময়ের মধ্যে ইন্টারভিউ এর জন্য উপস্থিত হতে হবে।

ইন্টারভিউ স্থান

Office Of the District Legal Services Authority, Ghoradhara, Jhargram, West Bengal 721514

ইন্টারভিউ তারিখ

ঝাড়গ্ৰাম জেলার জেলা আদালতে Sweeper পদে আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ০৫ জুলাই ২০২৩।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত১৯.০৬.২০২৩
ইন্টারভিউ তারিখ০৫.০৭.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

Leave a Comment