উচ্চমাধ্যমিক পাসে জেলা আদালতে কর্মী নিয়োগ, মাসে ১৩,৫০০ টাকা বেতন – শীঘ্রই আবেদন করুন

Jhargram District Court Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী পশ্চিমবঙ্গ রাজ্যের ঝাড়গ্ৰাম জেলার জেলা আদালতে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট সুখবর রয়েছে। এখানে জেলা আদালতের পক্ষ থেকে P.A./Stenographer পদে নিয়োগ করানো হবে। এখানে সব মিলিয়ে মোট ০১ টি শূন্যপদ রয়েছে। এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১৩,৫০০/- টাকা বেতন দেওয়া হবে। এখানে আবেদনকারী প্রার্থীদের যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করা জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাDistrict Legal Services Authority, Jhargram
পদের নামP.A./Stenographer
মোট শূন্যপদ০১ টি
বেতন (₹)১৩,৫০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅফলাইন
স্থানঝাড়গ্ৰাম, পশ্চিমবঙ্গ
ওয়েবসাইটjhargram.gov.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

ঝাড়গ্রাম জেলা আদালতে নিয়োগ ২০২৩

পদের নাম

ঝাড়গ্ৰাম জেলার জেলা আদালতের পক্ষ থেকে যে পদে নিয়োগ করানো হবে সেটি হলো – P.A./Stenographer

মোট শূন্যপদ

জেলা আদালতের অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ০১ টি শূন্যপদে নিয়োগ করানো হবে।

শিক্ষাগত যোগ্যতা

এখানে আবেদন করার জন্য আবেদনকারীর যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ সহ স্টেনোগ্ৰাফিতে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের কম্পিউটারের অপারেটিং এবং প্রিন্টার অপারেশনের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আবেদন যোগ্য।

বয়সসীমা

এখানে P.A./Stenographer পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে শুরু করে সবোর্চ্চ ৪০ বছর বয়সের মধ্যে হতে হবে।

বেতন

এখানে আবেদনকারী প্রার্থীদের প্রতিমাসে ১৩,৫০০/- টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

জেলা আদালতে P.A./Stenographer পদে অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে অথবা নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। এরপরে সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। তারপরে পূরণ করা আবেদনপত্র সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট জেরক্স কপি যুক্ত করে নিচে উল্লেখিত ঠিকানায় সঠিক সময়ের মধ্যে জমা দিতে হবে।

আবেদন মূল্য

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৩৫০/- টাকা ধার্য করা হয়েছে। আবেদনকারী প্রার্থীদের নিদির্ষ্ট দপ্তরে ব্যাঙ্ক একাউন্ট মাধ্যমে আবেদন মূল্য জমা দিতে হবে। এবং প্রার্থীদের যে একাউন্টে আবেদন মূল্য জমা দিতে হবে সেই একাউন্ট নাম্বার নিচে উল্লেখিত রয়েছে। Account number – ৪০২২০৯৩৩২০০ এবং IFSC Code – SBIN0000103

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

The Chairman, District Legal Services Authority, Jhargram, District Judge s Court Complex, Jhargram, PIN- 721507

আবেদনের শেষ তারিখ

ঝাড়গ্ৰাম জেলার জেলা আদালতের অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হলো ৩১শে জুলাই ২০২৩।

নির্বাচন প্রক্রিয়া

জেলা আদালতে P.A./Stenographer নিয়োগ ২০২৩-তে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে। এখানে লিখিত পরীক্ষা নেওয়া হবে দুটি ধাপের মাধ্যমে।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত১৩.০৭.২০২৩
আবেদন শুরু১৩.০৭.২০২৩
আবেদন শেষ৩১.০৭.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদনপত্র: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: jhargram.gov.in
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

Leave a Comment