রূপশ্রী প্রকল্পের অধীনে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, বেতন ১১ থেকে ১৫ হাজার টাকা

Jhargram District Data Entry Operator Recruitment 2023: পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার DM অফিসে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে ডাটা এন্ট্রি অপারেটর (DEO) এবং একাউন্টেন্ট পদে নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য পার্থী এখানে আগামী ০২এই মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। Jhargram District DEO Recruitment 2023-তে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার পদ্ধতি এবং পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাOffice of the District Magistrate & Collector, Jhargram
পদের নামএকাউন্টেন্ট ও ডাটা এন্ট্রি অপারেটর
মোট শূন্যপদ০৫ টি
বেতন (₹)১১,০০০ – ১৫,০০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅফলাইন
স্থানঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ
ওয়েবসাইটjhargram.gov.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

ঝাড়গ্রাম জেলায় ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ ২০২৩ (Jhargram District Data Entry Operator Recruitment 2023)

পদের নাম (Post Name)

এখানে ঝাড়গ্রাম জেলার DM অফিসে রূপশ্রী প্রকল্পের অধীনে পুরোপুরি অস্থায়ী ও চুক্তিভিত্তিক পদে ডাটা এন্ট্রি অপারেটর এবং একাউন্টেন্ট নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

এখানে সব মিলিয়ে মোট ০৫টি শূন্যপদ রয়েছে। ডাটা এন্ট্রি অপারেটর – ০৪টি শূন্যপদ এবং একাউন্টেন্ট – ০১টি শূন্যপদ। শ্রেণী ভিত্তিক শূন্যপদের সংখ্যা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করার জন্য যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক সম্পন্ন করা থাকতে হবে। কম্পিউটারে MS Office এর কাজ জানতে হবে এবং 30 wpm টাইপিং স্পীড থাকতে হবে।

একাউন্টেন্ট পদে আবেদন করার জন্য যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে হনার্স সহ কমার্স গ্র্যাজুয়েশন করা থাকে হবে। কম্পিউটারে MS Office এর কাজ জানতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

Jhargram District Data Entry Operator Recruitment 2023-তে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ০১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী ৪০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।

বেতন (Salary)

পদ অনুযায়ী বেতনের পরিমাণ নিচের ছকে উল্লেখ করা হয়েছে।

পদের নামবেতন (₹)
একাউন্টেন্ট১৫,০০০/-
ডাটা এন্ট্রি অপারেটর১১,০০০/-

আবেদন পদ্ধতি (Apply Process)

এখানে অনলাইনে আবেদনের সুবিধা না থাকায় প্রার্থীদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আবেদন করার জন্য প্রথমে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি এর সঙ্গে যুক্ত আবেদনপত্র ডাউনলোড করতে হবে। আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনের ডকুমেন্টের কপি যুক্ত করে নির্ধারিত সময়ের মধ্যে নিচের দেওয়া ঠিকানায় জমা করতে হবে।

Jhargram District Data Entry Operator Recruitment 2023

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

Rupashree Cell, Office of the District Magistrate, Jhargram

আবেদন মূল্য (Application Fee)

এখানে আবেদন করার জন্য কোনরকম আবেদনমূল্য রাখা হয়নি।

আবেদনের শেষ তারিখ (Jhargram District DEO Recruitment 2023 Last Date)

প্রার্থীরা Jhargram District DEO Recruitment 2023-তে ০২ মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

Jhargram District DEO Recruitment 2023-তে আবেদনকারী চাকরিপ্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীদের কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে দেখবেন।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত১৫.০২.২০২৩
আবেদন শুরু১৫.০২.২০২৩
আবেদন শেষ০২.০৩.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদনপত্র: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here.
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment