রাজ্যের DM অফিসে কন্যাশ্রী প্রকল্পের অধীনে কর্মী নিয়োগ, বেতন ১১,০০০ টাকা

Jhargram District DM Office Data Manager Recruitment 2023: পশ্চিমবঙ্গ রাজ্যের ঝাড়গ্রাম জেলার DM অফিসে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে কন্যাশ্রী প্রকল্পের অধীনে চুক্তিভিত্তিক পদে ডাটা ম্যানেজার নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য পার্থী এখানে আগামী ২ মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। Jhargram District Data Manager Recruitment 2023-তে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন করার পদ্ধতি এবং পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাOffice of the District Magistrate & Collector, Jhargram
পদের নামডাটা ম্যানেজার
মোট শূন্যপদ১ টি
বেতন (₹)১১,০০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅফলাইন
স্থানঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ
ওয়েবসাইটjhargram.gov.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

ঝাড়গ্রাম জেলার DM অফিসে কন্যাশ্রী প্রকল্পের অধীনে কর্মী নিয়োগ ২০২৩

পদের নাম (Post Name)

এখানে ঝাড়গ্রাম জেলার DM অফিসের পক্ষ থেকে কন্যাশ্রী প্রকল্পের অধীনে চুক্তিভিত্তিক ডাটা ম্যানেজার পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

Jhargram District DM Office Data Manager Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে মোট ১ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক করা থাকতে হবে এবং সঙ্গে কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

বয়সসীমা (Age Limit)

Jhargram District Data Manager Recruitment 2023-তে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স অবশ্যই ১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ৩৭ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।

বেতন (Salary)

Jhargram District Data Manager Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে প্রতিমাসে ১১,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Apply Process)

আগ্রহী ও যোগ্য পার্থী এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রথমে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং আবেদনপত্রটি ডাউনলোড করুন। বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে আবেদনপত্রটি পূরণ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট এর কপি যুক্ত করুন। এরপর নির্ধারিত সময়ের মধ্যে সেটি নিচের দেওয়া ঠিকানায় জমা করুন।

Jhargram District Data Manager Recruitment 2023

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

Kanyashree Cell, Office of the District Magistrate, Jhargram -721507

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

আগামী ২ মার্চ ২০২৩ তারিখ বিকেল ৪ টা পর্যন্ত প্রাপ্ত আবেদনপত্র গ্রহণ করা হবে।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

Jhargram District DM Office Data Manager Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত১৫.০২.২০২৩
আবেদন শুরু১৫.০২.২০২৩
আবেদন শেষ০২.০৩.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদনপত্র: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here.
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment