Jhargram District Helth Samiti Recruitment 2022: পশ্চিমবঙ্গের ঝাড়গ্ৰাম জেলা স্বাস্থ্য দপ্তরে গ্ৰুপ-সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ঝাড়গ্ৰাম জেলা যে কোন স্থানে বাসিন্দা মাধ্যমিক পাস, উচ্চমাধ্যমিক পাস,গ্ৰাজুয়েশন পাস এবং আরো উচ্চ শিক্ষিত হয়ে সরকারি চাকরি খোঁজ করছেন তাদের জন্য বিরাট বড় সুখবর রয়েছে।যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা অব্যশই এখানে কী ভাবে আবেদন করবেন, কোন পদে নিয়োগ করা হবে, আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে পুরো খবরটি পড়ুন।
নিয়োগ সংস্থা | District Helth And Family Welfare Samiti, Jhargram |
পদের নাম | ANM (Community Health Assistant) |
শিক্ষাগত যোগ্যতা | ANM বা GNM |
মোট শূন্যপদ | 4 টি |
আবেদন শেষ তারিখ | অনলাইনে আবেদন শেষ 03.08.2022 এবং অফলাইনের 05.08.2022 তারিখ। |
স্থান | ঝাড়গ্ৰাম, পশ্চিমবঙ্গ |

Jhargram District Helth Samiti Recruitment 2022 Vacancy Details
পদের নাম ~ চাকরি প্রার্থীদের এখানে যে পদে নিয়োগ করা হবে সেটি হল – ANM (Community Health Assistant)।
মোট শূন্যপদ ~ Jhargram District Helth Samiti Recruitment 2022 চাকরি প্রার্থীদের 4 টি শূন্য পদ রয়েছে। এখানে SC ক্যাটাগরি চাকরি প্রার্থীদের জন্য 1 টি শূন্য পদ রয়েছে,ST ক্যাটাগরি চাকরি প্রার্থীদের জন্য 1টি শূন্য পদ রয়েছে,UR ক্যাটাগরি চাকরি প্রার্থীদের জন্য 2 টি শূন্য পদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা ~ এখানে চাকরি প্রার্থীদের যে কোনো ইনস্টিটিউট থেকে ANM বা GNM কোর্স পাস করে থাকতে হবে।
বয়সসীমা ~ এখানে চাকরি প্রার্থীদের বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এখানে বয়সের হিসাব ধরা হবে 01.01.2022 তারিখ অনুযায়ী।
বেতন ~ এখানে চাকরি প্রার্থীদের প্রতিমাসে 13,000/- টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (Jhargram District Helth Samiti Recruitment 2022 Apply)
Jhargram District Helth Samiti Recruitment 2022 -এ চাকরি প্রার্থীরা অনলাইনে বা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে হলে চাকরি প্রার্থীরা (www.wbhealth.gov.in) অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এবং অফলাইনের ক্ষেএে চাকরি প্রার্থীরা আবেদন পত্র টি ডাউনলোড করে ভালো করে ফিলাপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করে সেটি খামে ভরে নির্দিষ্ট ঠিকানা পাঠাতে হবে। এবং খামের উপরের বড় হাতে লিখতে হবে পদের নাম।
আবেদন সময় যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন ~
- সমস্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট।
- আধার কার্ড অথবা ভোটার কার্ড।
- বয়সের প্রমানপএ।
- কাস্ট সার্টিফিকেট।
- অভিজ্ঞতার সার্টিফিকেট।
- পাসপোর্ট সাইজের 2 কপি ফটো।
আবেদন মূল্য ~ এখানে জেনারেল চাকরি প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা জমা দিতে হবে এবং OBC/ST/SC চাকরি প্রার্থীদের ক্ষেত্রে 50 টাকা জমা দিতে হবে।
আবেদন নির্দিষ্ট ঠিকানা ~ চাকরি প্রার্থীদের অফলাইনে আবেদনপত্র পাঠাতে হবে, Office of the Chief Medical officer of Health, Jhargram,P.o- Raghunathpur,(Jhargram District Hospital Complex), Jhargram,Pin-721507.
আবেদন শেষ তারিখ ~ এখানে চাকরি প্রার্থীদের অনলাইনে আবেদনের শেষ 03.08.2022 তারিখ পর্যন্ত এবং অফলাইনের ক্ষেএে 05.08.2022 তারিখ পর্যন্ত।
নিয়োগ পদ্ধতি (District Helth Samiti Recruitment 2022 Selection Process)
এখানে চাকরি প্রার্থীদের ANM বা GNM পরীক্ষায় নাম্বার 100 শতাংশ নাম্বারে উপর ভিত্তি করে নম্বার দেওয়া হবে। এবং ওই নাম্বারে উপর ভিত্তি করে মেরিট লিস্ট প্রকাশ করা হবে। যে সমস্ত চাকরিপ্রার্থী অনলাইনে আবেদন করবেন তারা সরাসরি Apply Now বাটনে ক্লিক করলে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং যে সমস্ত চাকরিপ্রার্থী অফলাইনের আবেদন করবেন তারা অবশ্যই নিচের লিংকে ক্লিক করে আবেদন পত্র ডাউনলোড করবেন।
নিয়োগ স্থান ~ এখানে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের ঝাড়গ্ৰাম জেলার স্বাস্থ্য দপ্তরে। এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের ঝাড়গ্ৰাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক (District Helth Samiti Recruitment 2022 Dates & Links)
বিজ্ঞপ্তি প্রকাশিত | 18.07.2022 |
আবেদন শুরু | 18.07.2022 |
আবেদন শেষ তারিখ | 03.08.2022 (অনলাইন) 05.08.2022 (অফলাইন) |
অফিশিয়াল নোটিস | Download PDF |
আবেদন লিঙ্ক | Click Here |
আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক | Join Here |
আরো পড়ুন ~
- আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি 2022
- কৃষি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ 2022
- বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে
1 thought on “ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য সমিতিতে গ্রুপ-সি পদে নিয়োগ 2022 | Jhargram District Helth Samiti Recruitment 2022”