জেলা পরিষদে কো-অর্ডিনেটর, ডাটা এন্ট্রি অপারেটর সহ অন্যান্য পদে কর্মী নিয়োগ ২০২৩

Jhargram Zilla Parishad Recruitment 2023: পশ্চিমবঙ্গ রাজ্যের রাড়গ্ৰাম জেলার জেলা পরিষদের পক্ষ থেকে Additional District Co-ordinator, Data Entry Operator সহ আরো বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ০৬ টি শূন্যপদ রয়েছে। ইতিমধ্যে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী ১০ মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত প্রার্থীরা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করা জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

নিয়োগ সংস্থাJhargram Zilla Parishad
পদের নামAdditional District Co-ordinate, Data Entry Operator সহ আরো অন্যান্য
মোট শূন্যপদ০৬ টি
বেতন (₹)১০,০০০ – ২৪,০০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅনলাইন ও অফলাইন
স্থানঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ
ওয়েবসাইটJhargram.gov.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

ঝাড়গ্রাম জেলাপরিষদে কর্মী নিয়োগ ২০২৩ (Jhargram Zilla Parishad Recruitment 2023)

পদের নাম (Post Name)

ঝাড়গ্ৰাম জেলার জেলা পরিষদের পক্ষ থেকে যে সমস্ত পদে নিয়োগ করা হবে। সেগুলি নিচের তালিকায় বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে।

  • Additional District Co-Ordinator
  • Data Entry Operator
  • Technical Assistant
  • Data Entry Operator
  • District Co-Ordinate
  • Program Assistant Cum Data Entry Operator

মোট শূন্যপদ (Total Vacancy)

Jhargram Zilla Parishad District Co-Ordinator Vacancy 2023 তে সব মিলিয়ে মোট ০৬ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

এখানে Additional District Co-Ordinator, Technical Assistant পদে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে Civil Engineering -এ ডিপ্লোমা করে থাকতে হবে। Data Entry Operator, Program Assistant Cum Data Entry Operator পদে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে গ্ৰাজুয়েশন পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

Jhargram Zilla Parishad District Co-Ordinator Recruitment 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে Additional District Co-Ordinator পদে আবেদনকারী প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ২৫ বছর বয়স থেকে ৩৫ বছর বয়সে মধ্যে হতে হবে। Data Entry Operator, Technical Assistant, Program Assistant Cum Data Entry Operator পদে আবেদনকারী প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৩৭ বছর বয়সে মধ্যে হতে হবে এবং District Co-Ordinator পদে আবেদনকারী প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৬২ বছর বয়সে মধ্যে হতে হবে।

বেতন (Salary)

ঝাড়গ্ৰাম জেলার জেলা পরিষদের আবেদনকারী প্রার্থীদের প্রতিমাসে বেতন দেওয়া হবে সেগুলি নিচের ছকে বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে।

পদের নামবেতন (₹)
Additional District Co-OrdinatorRs. ২৪,০০০/-
Data Entry OperatorRs. ১১,৯৯০/-
Technical AssistantRs. ১৮,০০০/-
Data Entry OperatorRs. ১১,০০০/-
District Co-OrdinatorRs. ১০,০০০/-
Program Assistant Cum Data Entry OperatorRs. ১২,১৫০/-

আবেদন পদ্ধতি (Apply Process)

Jhargram Zilla Parishad Recruitment 2023

আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অনলাইন ও অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীরা প্রথমে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। তারপরে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। এরপরে প্রার্থীরা পূরণ করা আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট,বায়োডাটা সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করে স্ক্যান করে PDF format তৈরি করতে হবে। তারপরে প্রার্থীরা recruitment.jzp@gmail.com -এই ইমেইল আইডি মাধ্যমে পাঠাতে হবে। তারপরে প্রার্থীরা সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানা আবেদনপত্রটি জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

Office Of the Jhargram Zilla Parishad, Bachhurdoba, Jhargram, West Bengal-৭২১৫০৭

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

ঝাড়গ্ৰাম জেলার জেলা পরিষদের আবেদনকারী প্রার্থীরা এখানে ১০ মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইন ও অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত২২.০২.২০২৩
আবেদন শুরু২২.০২.২০২৩
আবেদন শেষ১০.০৩.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি (১): Download PDF
  • অফিসিয়াল বিজ্ঞপ্তি (২): Download PDF
  • অফিসিয়াল বিজ্ঞপ্তি (৩): Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here.
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment