Jio Careers Work From Home Freelancer Job Vacancy 2023: ভারতের অন্যতম জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক কোম্পানি Jio আপনাদের কে দিচ্ছে প্রতি মাসে 35 হাজার টাকা পর্যন্ত আয় করার সুযোগ। জিও কোম্পানিতে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে বাড়িতে বসেই ৩৫ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন। আপনি যদি স্টুডেন্ট বা হাউস ওয়াইফ বা সেল্ফ ইমপ্লয়েড হয়ে থাকে তাহলে আপনার জন্য এটি একটি খুবই সুন্দর সুযোগ বাড়িতে বসে টাকা রোজগার করার।
Jio Freelancer Jobs এর জন্য আপনি সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। শুধুমাত্র মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ করে থাকলেই আপনারা Jio Careers Work From Home তে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার পদ্ধতি এবং কাজের সম্বন্ধে বিস্তারিত তথ্যের নিচে প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | Jio |
পদের নাম | Freelancer |
মোট শূন্যপদ | ৭৭৮৯ টি শূন্যপদ |
বেতন (₹) | কাজ অনুযায়ী |
কাজের ধরন | পার্ট টাইম (Work From Home) |
আবেদন মোড | অনলাইন |
ওয়েবসাইট | careers.jio.com |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
জিও কোম্পানিতে নিয়োগ ২০২৩ (Jio Careers Work From Home Freelancer Job Vacancy 2023)
পদের নাম (Post Name)
এখানে ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম কোম্পানি Jio দ্বারা জিও কাস্টমার এসোসিয়েট পদে Freelancer নিয়োগ করা হচ্ছে।
মোট শূন্যপদ (Total Vacancy)
Jio Careers Work From Home Vacancy Job 2023 তে সব মিলিয়ে মোট ৭৭৮৯ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই Jio Careers Work From Home Job Vacancy 2023-তে আবেদন করতে পারবেন।
এছাড়াও এখানে আবেদন করার জন্য একটি স্মার্ট ফোন থাকা প্রয়োজন এবং আপনাকে স্মার্ট ফোন ব্যবহার করা জানতে হবে। তাছাড়া আপনি যে রাজ্যে বাস করেন ওই রাজ্যের ভাষা লিখতে এবং পড়তে পারা প্রয়োজন।
বয়সসীমা (Age Limit)
Jio Careers এর ফফিসিয়াল ওয়েবসাইটে কোনরকম বয়স আমার কথা উল্লেখ করা নাই। আপনার বয়স যদি ১৮ বছরের চেয়ে বেশি হয়ে থাকে তাহলে এখানে আবেদন করতে পারবে।
বেতন (Salary)
Jio Careers Work From Home Freelancer Job Vacancy 2023-তে নির্দিষ্ট কোন বেতনের পরিমাণ নেই। Jio Careers Work From Home Recruitment 2023-তে আপনারা যতটা সময় দিয়ে কাজ করবেন তেমন বেতন পাবেন।
আবেদন পদ্ধতি (Apply Process)
আগ্রহী এবং যোগ্য প্রার্থী Jio Careers Work From Home Freelancer Job Vacancy 2023 এর জন্য সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য নিচের পদক্ষেপ গুলি অনুসরণ করুন।
- প্রথমে careers.jio.com-এ যান।
- তারপর লগইন করে নিন, আর যদি আপনি প্রথম হয়ে থাকেন তাহলে নিজের সমস্ত বিবরণ দিয়ে রেজিস্টার করে নিন।
- রেজিস্ট্রেশন কমপ্লিট হলে লগইন করুন।
- তারপর নিজস্ব তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন এবং Next-এ ক্লিক করুন।
- তারপর শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করুন তারপরে Next-তে ক্লিক করুন।
- তারপরে আগে যদি কোন জায়গায় কাজ করে থাকেন তাহলে তার অভিজ্ঞতা এবং বেতন সম্পর্কে তথ্য দিন এবং Save-তে ক্লিক করুন।
- তারপর জব সেকশনে যান এবং ফ্রিল্যান্সার থেকে ক্লিক করু
- আপনি যে জায়গার জন্য আবেদন করছেন সেই জায়গার বিজ্ঞপ্তিতে ক্লিক করে আবেদন করুন।
আবেদনের শেষ তারিখ (Last Date)
আবেদন করার শেষ তারিখ সম্পর্কিত কোন তথ্য জিও এর অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ করা নেই। Jio Freelancer Job Vacancy তে ২০২১ থেকে ফ্রীলান্সার নিয়োগ করা হচ্ছে এবং ২০২৩-তেও নিয়োগ চলছে এবং এখানে ২০২৪ বা তারও বেশি সময় পর্যন্ত নিয়োগ চলার সম্ভাবনা রয়েছে।
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
- আমাদের টেলিগ্রাম: Join Here
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- ইউটিউব চ্যানেল: Subscribe
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |
Jio Careers Work From Home – F.A.Q

Jio Careers Work From Home Freelancer তে করা করা আবেদন করতে পারবে?
Jio Careers Work From Home-তে পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন।
Jio Work From Home তে আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন?
Jio Work From Home তে আবেদন করা জন্য মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। তাছাড়া স্থানীয় ভাষা ও স্মার্ট ফোনের ব্যাবহার জানতে হবে।
Jio Cereers Freelancer Job-তে মোট কতগুলি শূন্যপদ আছে?
Jio Cereers Freelancer Job-তে মোট ৭৭৮৯ টি শূন্যপদ রয়েছে।
HSpass
HS pass
H S pass
HS pass
Please give me the job