AIIMS Kalyani Recruitment 2025: প্রিয় চাকরিপ্রার্থী, এমবিবিএস পাস করার পর ইন্টার্নশিপ বা রেসিডেন্সির খোঁজে আছেন? আপনার জন্য সুখবর! অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস) কল্যাণী জুনিয়র রেসিডেন্ট পদে ২০০টি শূন্যপদ পূরণ করতে চলেছে। সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউ-এর মাধ্যমে এই চাকরির সুযোগ পাবেন আপনি। ইন্টারভিউয়ের তারিখ ২৭ জুন ২০২৫। চলুন, সম্পূর্ণ প্রক্রিয়া ও যোগ্যতা সম্পর্কে জেনে নিন।
AIIMS Kalyani Recruitment 2025
- প্রতিষ্ঠানের নাম: এআইআইএমএস কল্যাণী।
- পদের নাম: জুনিয়র রেসিডেন্ট (নন-একাডেমিক)।
- মোট শূন্যপদ: ২০০টি।
- বেতন: ১৫,৬০০ – ৩৯,১০০ টাকা (বেতন কাঠামো) + ৫,৪০০ টাকা গ্রেড পে।
- চাকরির স্থান: কল্যাণী, পশ্চিমবঙ্গ।
- ইন্টারভিউয়ের তারিখ: ২৭ জুন ২০২৫ (সকাল ৯:৩০ টা থেকে)।
কারা আবেদন করতে পারবেন? (AIIMS Kalyani Recruitment 2025 Eligibility Criteria)
১. শিক্ষাগত যোগ্যতা:
- এমবিবিএস ডিগ্রি থাকা আবশ্যক।
- ডিগ্রিটি যেকোনো এমসিআই-স্বীকৃত মেডিকেল কলেজ থেকে হতে হবে।
- ইন্টার্নশিপ সম্পূর্ণ হওয়ার সার্টিফিকেট জমা দিতে হবে।
২. বয়সসীমা (ইন্টারভিউয়ের দিন অনুযায়ী):
- সর্বোচ্চ বয়স: ৩৩ বছর।
- বয়স ছাড়: শুধুমাত্র সংরক্ষিত শাখার শূন্যপদের জন্য প্রযোজ্য (ইউআর পদের জন্য কোনো ছাড় নেই)।
নিয়োগ প্রক্রিয়া (AIIMS Kalyani Recruitment 2025 Selection Process)
- ওয়াক-ইন ইন্টারভিউ: প্রার্থীদের সরাসরি ইনস্টিটিউটে উপস্থিত হয়ে ইন্টারভিউ দিতে হবে।
- ডকুমেন্ট ভেরিফিকেশন: ইন্টারভিউয়ের আগে শিক্ষাগত সার্টিফিকেট, বয়স প্রমাণপত্র, ফটো ইত্যাদি যাচাই করা হবে।
- চূড়ান্ত নির্বাচন: ইন্টারভিউ পারফরম্যান্স ও ডকুমেন্টের ভিত্তিতে বাছাই করা হবে।
আবেদন পদ্ধতি (AIIMS Kalyani Recruitment 2025
ধাপ ১: আবেদন ফর্ম ডাউনলোড করুন
- এআইআইএমএস কল্যাণীর অফিসিয়াল ওয়েবসাইট aiimskalyani.edu.in-এ যান।
- “Recruitment” সেকশনে গিয়ে “Junior Resident Walk-in 2025” বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন।
ধাপ ২: ফর্ম পূরণ করুন
- ডাউনলোড করা ফর্মে আপনার নাম, যোগাযোগের ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি স্পষ্টভাবে লিখুন।
- ২টি পাসপোর্ট সাইজের ছবি ফর্মে আটকান।
ধাপ ৩: ডকুমেন্ট প্রস্তুত করুন
- এমবিবিএস ডিগ্রির মার্কশিট ও সার্টিফিকেটের ফটোকপি।
- ইন্টার্নশিপ সম্পূর্ণর প্রমাণপত্র।
- বয়স প্রমাণের জন্য জন্ম證明 বা ১০ম শ্রেণীর সার্টিফিকেট।
- ক্যাটেগরি সার্টিফিকেট (এসসি/এসটি/ওবিসি প্রার্থীদের জন্য)।
ধাপ ৪: আবেদন ফি জমা দিন
- জেনারেল/ওবিসি/ইডব্লিউএস প্রার্থী: ১,০০০ টাকা (অফলাইন পেমেন্ট)।
- এসসি/এসটি প্রার্থী: কোনো ফি লাগবে না।
- পেমেন্ট পদ্ধতি: ইনস্টিটিউটের অফিসে নগদ বা ডिमান্ড ড্রাফ্টের মাধ্যমে জমা দিন।
ধাপ ৫: ইন্টারভিউয়ের দিন উপস্থিত হন
- ঠিকানা: AIIMS Kalyani Campus, NH-12, Kalyani, Nadia, West Bengal – 741245.
- সময়: সকাল ৯:৩০ টা।
- সাথে আনুন: আবেদন ফর্ম, সমস্ত কাগজপত্রের আসল ও ফটোকপি, ফি রসিদ (যদি প্রযোজ্য)।
গুরুত্বপূর্ণ তারিখ (Importent Dates)
- ওয়াক-ইন ইন্টারভিউ তারিখ: ২৭ জুন ২০২৫ (সকাল ৯:৩০ টা থেকে)।
- আবেদনের শেষ তারিখ: ইন্টারভিউয়ের দিনই সরাসরি আবেদন জমা দেওয়া যাবে।
গুরুত্বপূর্ন লিংক (Importent Links)
- বিজ্ঞপ্তি ডাউনলোড: Click Here
- অফিসিয়াল ওয়েবসাইট: aiimskalyani.edu.in