IAF Group-C Recruitment 2025: প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা, সরকারি চাকরির স্বপ্ন দেখছেন? তাহলে এই সুযোগটি আপনার জন্য! ভারতীয় বিমানবাহিনী (IAF) ২০২৫ সালে গ্রুপ সি পদে মোট ১৫৩টি শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদের তালিকায় রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC), হিন্দি টাইপিস্ট, কুক, স্টোর কিপার, কার্পেন্টার, পেইন্টার, এমটিএস, মেস স্টাফ, হাউসকিপিং স্টাফ, লন্ড্রিম্যান, ভালকানাইজার ও ড্রাইভার সহ বিভিন্ন পদ। মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাস করলেই আবেদন করা যাবে! চলুন, বিস্তারিত জেনে নেওয়া যাক ।
IAF Group-C Recruitment 2025
- প্রতিষ্ঠানের নাম: ভারতীয় বিমানবাহিনী (Indian Air Force)।
- পদের নাম: গ্রুপ সি (বিভিন্ন পদ)।
- মোট শূন্যপদ: ১৫৩টি ।
- বেতন: ৭ম CPC অনুযায়ী ১৮,০০০ থেকে ৬৩,২০০ টাকা (পদ অনুসারে) ।
- চাকরির স্থান: পশ্চিমবঙ্গ, অসম, হরিয়ানা, দিল্লি সহ সমগ্র ভারত।
কারা কারা আবেদন করতে পারবেন IAF Group-C Recruitment 2025 Eligibility Criteria)
১. শিক্ষাগত যোগ্যতা:
- এলডিসি/হিন্দি টাইপিস্ট: উচ্চমাধ্যমিক পাস + টাইপিং স্পিড (ইংরেজিতে ৩৫ wpm/হিন্দিতে ৩০ wpm) ।
- কুক/এমটিএস/মেস স্টাফ: মাধ্যমিক পাস + প্রাসঙ্গিক অভিজ্ঞতা (যদি প্রয়োজন হয়) ।
- ড্রাইভার: মাধ্যমিক পাস + বৈধ ড্রাইভিং লাইসেন্স + ২ বছর অভিজ্ঞতা ।
২. বয়সসীমা (১০ জুন ২০২৫ অনুযায়ী):
- ন্যূনতম বয়স: ১৮ বছর।
- সর্বোচ্চ বয়স: ২৫ বছর।
- বয়স ছাড়: এসসি/এসটি প্রার্থীদের জন্য ৫ বছর, ওবিসি প্রার্থীদের জন্য ৩ বছর ।
নিয়োগ প্রক্রিয়া (IAF Group-C Recruitment 2025 Selection Process)
১. লিখিত পরীক্ষা: সাধারণ জ্ঞান, যুক্তি, সংখ্যাগত দক্ষতা ও ইংরেজি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা ।
২. দক্ষতা পরীক্ষা (Skill Test): টাইপিং, ড্রাইভিং বা ট্রেড-সম্পর্কিত পরীক্ষা (পদভেদে) ।
৩. ডকুমেন্ট যাচাই: শিক্ষাগত সার্টিফিকেট, বয়স প্রমাণপত্র, অভিজ্ঞতার কাগজপত্র যাচাই ।
আবেদন পদ্ধতি (IAF Group-C Recruitmen 2025 Apply Online)
ধাপ ১: ফর্ম ডাউনলোড
- অফিসিয়াল ওয়েবসাইট indianairforce.nic.in থেকে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন ।
ধাপ ২: ফর্ম পূরণ
- নাম, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, যোগাযোগের ঠিকানা ইত্যাদি সঠিকভাবে লিখুন।
ধাপ ৩: ডকুমেন্ট সংযুক্ত করুন
- মাধ্যমিক/উচ্চমাধ্যমিক মার্কশিট, বয়স প্রমাণপত্র, অভিজ্ঞতা সার্টিফিকেট (যদি থাকে), ২টি পাসপোর্ট সাইজ ছবি ।
ধাপ ৪: আবেদন জমা দিন
- নিচের ঠিকানায় রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে পাঠান :
- পশ্চিমবঙ্গ: এয়ার অফিসার কমান্ডিং, এয়ার ফোর্স স্টেশন অর্জুন সিং, পানাগড়, পশ্চিমবঙ্গ-৭১৩১৪৮।
- অসম: এয়ার অফিসার কমান্ডিং, এয়ার ফোর্স স্টেশন, তেজপুর, অসম-৭৮৪১০৪।
গুরুত্বপূর্ণ তারিখ ও ফি (Important Dates & Fees)
- আবেদন শুরু: ১৭ মে ২০২৫।
- আবেদনের শেষ তারিখ: ১৫ জুন ২০২৫ ।
- আবেদন ফি: কোনও ফি লাগবে না ।
অফিসিয়াল লিংক (Important Links)
- বিজ্ঞপ্তি ডাউনলোড: এখানে ক্লিক করুন
- অফিসিয়াল ওয়েবসাইট: indianairforce.nic.in ।