IOCL Apprentice Recruitment 2025 : ইন্ডিয়ান ওয়েল কোম্পানিতে ১৭৭০টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ

Author Avatar

Anita Mahata

24 May, 2025

IOCL Apprentice Recruitment 2025: ভারতের অন্যতম প্রধান সরকারি সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল) ২০২৫ সালে ১৭৭০টি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই সুযোগটি মূলত ITI, ডিপ্লোমা, বা স্নাতক ডিগ্রিধারী চাকরি প্রার্থীদের জন্য। অনলাইনে আবেদনের শেষ তারিখ ২ জুন, ২০২৫। চাকরির বিস্তারিত তথ্য, আবেদনের পদ্ধতি ও গুরুত্বপূর্ণ লিংক জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

IOCL Apprentice Recruitment 2025: চাকরির বিবরণ

পদের নাম: অ্যাপ্রেন্টিস (রিফাইনারি বিভাগ)

শূন্য পদ: মোট ১৭৭০টি

বিভাগ অনুযায়ী শূন্যপদ:

  • অ্যাটেনডেন্ট অপারেটর (কেমিক্যাল প্ল্যান্ট): ৪২১
  • ফিটার: ২০৮
  • বয়লার: ৭৬
  • টেকনিশিয়ান (কেমিক্যাল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল): ৭৬৫
  • ডেটা এন্ট্রি অপারেটর, অ্যাকাউন্টেন্ট ইত্যাদি: ১৫২

বেতন (IOCL Stipend Details): অ্যাপ্রেন্টিস অ্যাক্ট ১৯৬১/১৯৭৩ ও সংস্থার নির্দেশিকা অনুযায়ী মাসিক স্টাইপেন্ড প্রদান করা হবে।

কারা আবেদন করতে পারবেন? (IOCL Apprentice Recruitment 2025 Eligibility Criteria)

শিক্ষাগত যোগ্যতা:

  • ট্রেড অ্যাপ্রেন্টিস: ITI (ফিটার ট্রেডে ২ বছর) / Class XII + Skill Certificate (ডেটা এন্ট্রির জন্য)।
  • টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস: ডিপ্লোমা ইন কেমিক্যাল, মেকানিক্যাল, ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং।
  • স্নাতক অ্যাপ্রেন্টিস: B.Sc (কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ) / B.A / B.Com।

বয়স সীমা (৩১ মে ২০২৫ অনুযায়ী):

  • ন্যূনতম: ১৮ বছর
  • সর্বোচ্চ: ২৪ বছর
  • SC/ST/OBC/PwD প্রার্থীদের জন্য বয়স ছাড়ের সুবিধা।

নির্বাচন প্রক্রিয়া (IOCL Apprentice Recruitment 2025 Selection Process)

  • প্রাথমিক যাচাই: অনলাইন আবেদন জমা দেওয়ার পর প্রার্থীদের শিক্ষাগত ও বয়সের সনদ যাচাই করা হবে।
  • ডকুমেন্ট ভেরিফিকেশন: শর্টলিস্টেড প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আহ্বান করা হবে (১৬ থেকে ২৪ জুন ২০২৫)।
  • ফাইনাল মেরিট লিস্ট: শিক্ষাগত নম্বর ও অভিজ্ঞতার ভিত্তিতে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

আবেদন পদ্ধতি (How to Apply IOCL Apprentice)

  1. অফিসিয়াল ওয়েবসাইট: https://iocl.com-এ যান।
  2. নোটিফিকেশন খুঁজুন: “Career” বা “Recruitment” সেকশনে গিয়ে “Apprentice Recruitment 2025” খুঁজুন।
  3. রেজিস্ট্রেশন: মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করুন।
  4. ফর্ম পূরণ: ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (যদি থাকে) লিখুন।
  5. সাবমিট: ফর্ম যাচাই করে ২ জুন ২০২৫-এর মধ্যে জমা দিন।

আবেদন ফি: কোনও ফি দিতে হবে না।

গুরুত্বপূর্ণ তারিখ (Important links)

  • আবেদন শুরু: ৩ মে ২০২৫ (সকাল ১০টা)
  • আবেদন শেষ: ২ জুন ২০২৫ (বিকাল ৫টা)
  • ডকুমেন্ট ভেরিফিকেশন: ১৬–২৪ জুন ২০২৫

গুরুত্বপূর্ণ লিংক (Important Dates)

  • বিস্তারিত নোটিফিকেশন: Download Here
  • অনলাইন আবেদন: Apply Now
  • অফিসিয়াল ওয়েবসাইট: Visit IOCL

Author

  • Anita Mahata

    নমস্কার! আমি আনিতা মাহাত... সরকারি চাকরির আপডেট, পরীক্ষার প্রস্তুতি এবং শিক্ষা সংবাদ বিষয়ে ৩ বছর ধরে বাংলায় নিবন্ধ লিখছি। আমি প্রতিদিন সরকারি বিজ্ঞপ্তি, পরীক্ষার প্যাটার্ন ও সিলেবাস মনিটর করি, যাতে আপনারা সঠিক ও সময়োপযোগী তথ্য পান। আমার লক্ষ্য কেবল খবর দেওয়া নয়, বরং আপনাকে ক্যারিয়ারের সফলতা এনে দেওয়া।