Murshidabad DM Office Recruitment 2025: মুর্শিদাবাদ জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর অফিস একটি অবসরপ্রাপ্ত চুক্তিভিত্তিক ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই চাকরির সুযোগটি মূলত সেই সমস্ত প্রার্থীদের জন্য যারা সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন এবং পুনরায় কাজ করার ইচ্ছা রাখেন। আবেদনের শেষ তারিখ ৪ জুন ২০২৫। নিচে চাকরির বিস্তারিত তথ্য, আবেদনের পদ্ধতি ও গুরুত্বপূর্ণ লিংক দেওয়া হলো।
Murshidabad DM Office Recruitment 2025
- পদের নাম: অবসরপ্রাপ্ত চুক্তিভিত্তিক ক্লার্ক
- শূন্য পদ: ১টি
- বেতন: মাসিক ₹১০,০০০
- কাজের স্থান: মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ
- চাকরির ধরন: চুক্তিভিত্তিক (অস্থায়ী)
আবেদনের যোগ্যতা (Eligibility Criteria)
শিক্ষাগত যোগ্যতা:
- প্রার্থীকে পূর্বে কোনো সরকারি/বেসরকারি সংস্থায় কেরানি বা সমমানের পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী (বিস্তারিত নোটিফিকেশন PDF দেখুন)।
বয়স সীমা (১ আগস্ট ২০২৫ অনুযায়ী):
- সর্বোচ্চ বয়স: ৬৪ বছর
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
ইন্টারভিউ: প্রাথমিকভাবে আবেদনপত্র যাচাইয়ের পর যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
আবেদন পদ্ধতি (How to Apply)
আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে। নিচের ধাপগুলি অনুসরণ করুন:
১. নোটিফিকেশন ডাউনলোড: murshidabad.gov.in থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন।
২. ফর্ম পূরণ করুন: বিজ্ঞপ্তির সঙ্গে দেওয়া অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করে যথাযথ তথ্য দিয়ে পূরণ করুন।
৩. ডকুমেন্ট সংযুক্তি: সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র ফর্মের সঙ্গে যুক্ত করুন।
৪. জমা দিন: সম্পূর্ণ ফর্ম রেজিস্টার্ড পোস্ট/স্পিড পোস্ট-এর মাধ্যমে নিচের ঠিকানায় পাঠান।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
- বয়সপ্রমাণপত্র (প্যান কার্ড/জন্ম নথি)
- শিক্ষাগত সনদ ও অভিজ্ঞতার সার্টিফিকেট
- সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি
- অবসরের প্রমাণপত্র
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
The Office of the District Magistrate & Collector,
Murshidabad Cantonment Road,
P.O. & P.S.- Berhampore,
Dist. Murshidabad, Pin-742101 (Room No. – 208)
আবেদন ফি: কোনও ফি দিতে হবে না।
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শুরু: ১৯ মে ২০২৫
- আবেদনের শেষ তারিখ: ৪ জুন ২০২৫
গুরুত্বপূর্ণ লিংক
- বিস্তারিত নোটিফিকেশন ও ফর্ম: ডাউনলোড লিংক
- অফিসিয়াল ওয়েবসাইট: ভিজিট করুন