SBI Job Vacancy 2025: নতুন চাকরির সুযোগ খুঁজছেন? স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) আপনার জন্য এনেছে ২৯৬৪টি শূন্য পদের বিজ্ঞপ্তি! গ্র্যাজুয়েট আর স্থানীয় ভাষায় দক্ষতা থাকলেই আবেদন করতে পারবেন। পুরো প্রক্রিয়াটি সহজে বুঝতে নিচের প্রতিটি সেকশন মন দিয়ে পড়ুন।
SBI Job Vacancy 2025
- পদের নাম: সার্কেল বেসড অফিসার (CBO)
- শূন্যপদ: ২৯৬৪টি
- বেতন: অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন
- আবেদন পদ্ধতি: অনলাইন
- স্থান: সারা ভারত
কারা আবেদন করতে পারবেন? (Eligibility Criteria)
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন (ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, একাউন্টেন্সি—যেকোনো স্ট্রিম)। এছাড়াও আবেদনকারীকে অবশ্যই স্থানীয় ভাষায় কথা বলা ও বুঝতে পারার দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা: সর্বনিম্ন বয়সসীমা ২১ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর (১ জানুয়ারি ২০২৫ অনুযায়ী গণনা)। তাছাড়া SC/ST প্রার্থীদের ৫ বছর, OBC প্রার্থীদের ৩ বছর এবং বিশেষভাবে সক্ষম (PwD) পর্থীদের ১০ বছর বয়স ছাড় দেয়া হবে।
অভিজ্ঞতা: যেকোনো সিডিউলড কমার্শিয়াল ব্যাংক বা গ্রামীণ ব্যাংকে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
- কম্পিউটার বেসড টেস্ট (CBT): অনলাইন MCQ পরীক্ষায় ইংরেজি, সংখ্যাত্মক দক্ষতা, যুক্তি, এবং ব্যাংকিং জ্ঞান সম্পর্কিত প্রশ্ন থাকবে।
- ডকুমেন্ট ভেরিফিকেশন ও ইন্টারভিউ: CBT-তে পাস করলে ডকুমেন্ট চেক এবং ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
- স্থানীয় ভাষা পরীক্ষা: চূড়ান্তভাবে, স্থানীয় ভাষায় কথা বলার দক্ষতা যাচাই করা হবে।
- মেরিট লিস্ট: সব পরীক্ষার স্কোর মিলিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ।
আবেদন প্রক্রিয়া (How To Apply)
- অফিসিয়াল ওয়েবসাইটে যান: লিংক – https://bank.sbi/web/careers/current-openings
- রেজিস্ট্রেশন করুন: “New Registration” এ ক্লিক করে মোবাইল নম্বর, ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট খুলুন।
- বিজ্ঞপ্তিটি পড়ুন: CRPD/CBO/2025-26/03 নম্বরের নোটিফিকেশন ডাউনলোড করে নিন।
- অনলাইন ফর্ম পূরণ করুন: শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ব্যক্তিগত তথ্য সঠিকভাবে লিখুন।
- সাবমিট করুন:শেষ তারিখ ২৯ মে ২০২৫। আবেদন করতেকোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
- আধার কার্ড (নাম ও জন্মতারিখ মেলাতে হবে)।
- গ্র্যাজুয়েশনের মার্কশিট ও সার্টিফিকেট।
- বয়স প্রমাণ (জন্ম সার্টিফিকেট বা ১০ম শ্রেণির মার্কশিট)।
- পূর্বের চাকরির অভিজ্ঞতা সার্টিফিকেট।
- জাতি/বিশেষ সুবিধা প্রমাণপত্র (যদি প্রযোজ্য)।
- পাসপোর্ট সাইজের ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)।
গুরুত্বপূর্ণ লিংক
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Click Here
- আবেদন করার লিংক: Click Here
- অফিসিয়াল ওয়েবসাইট: https://www.sbi.co.in