SSC CGL Recruitment 2025: পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর। স্টাফ সিলেকশন কমিশন (SSC) কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল (CGL) পরীক্ষা ২০২৫-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে বিভিন্ন বিভাগে গ্রুপ বি ও সি পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে মোট ১৪,৫৮২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। অনলাইন আবেদন শুরু হয়েছে ৯ জুন, ২০২৫ থেকে এবং শেষ হবে ৪ জুলাই, ২০২৫-এ। কারা কারা এখানে আবেদন করতে পারবেন? কিভাবে আবেদন করতে হবে? কিভাবে প্রার্থী নির্বাচন করতে হবে? এই সমস্ত বিষয়ে বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনে.
SSC CGL Recruitment 2025: চাকরি বিবরণ
বিষয় | বিবরণ |
---|---|
নিয়োগ সংস্থা | স্টাফ সিলেকশন কমিশন (SSC) |
পদের নাম | অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, অডিটর ইত্যাদি |
শূন্যপদের সংখ্যা | ১৪,৫৮২ |
চাকরির স্থান | সমগ্র ভারত |
আবেদন মোড | শুধুমাত্র অনলাইন |
অফিসিয়াল ওয়েবসাইট | ssc.gov.in |
বেতন কাঠামো:
পদ | মাসিক বেতন (₹) |
---|---|
অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার | ৩৫,৪০০ – ১,৪২,৪০০ |
সাব-ইন্সপেক্টর | ২৫,৫০০ – ১,৪২,৪০০ |
অডিটর | ২৯,২০০ – ৯২,৩০০ |
পোস্টাল অ্যাসিস্ট্যান্ট | ২৫,৫০০ – ৮১,১০০ |
কারা আবেদন করতে পারবেন?
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
সাধারণ পদের জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি (যেকোনো স্ট্রিমে) আবশ্যক। জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদে আবেদন করতে স্নাতক ডিগ্রি + ১২তম শ্রেণিতে গণিতে ৬০% নম্বর অথবা স্নাতকে স্ট্যাটিস্টিক্স বিষয় থাকতে হবে এবং, কম্পাইলার পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হলো ইকোনমিক্স/স্ট্যাটিস্টিক্স/ম্যাথমেটিক্সে স্নাতক। পদ অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।
বয়সসীমা
- অধিকাংশ পদের ক্ষেত্রে বয়সসীমা হলো ১৮–৩০ বছর (১ আগস্ট ২০২৫ অনুযায়ী)।
- সাব-ইন্সপেক্টর: ২০–৩০ বছর, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার: ১৮–৩২ বছর।
বয়স ছাড়: SC/ST প্রার্থীদের জন্য ৫ বছর, OBC-দের জন্য ৩ বছর, PwBD প্রার্থীদের ১০ বছর। এছাড়াও PwBD (OBC) ১৩ বছর, PwBD (SC/ST) ১৫ বছর পর্যন্ত ছাড় পাবেন।
নির্বাচন প্রক্রিয়া
চূড়ান্ত নির্বাচন হবে ৪টি ধাপে:
- টিয়ার-১ (কম্পিউটার-বেসড): ১০০টি MCQ (জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, ইংলিশ, জিকে)।
- টিয়ার-২ (কম্পিউটার-বেসড): কোয়ান্টিটেটিভ অ্যাবিলিটি, ইংলিশ, স্ট্যাটিস্টিক্স (নির্দিষ্ট পদের জন্য)।
- টিয়ার-৩ (ডেসক্রিপটিভ): পেন-পেপার মোডে ইংরেজি/হিন্দিতে রচনা ও পত্র লিখন।
- টিয়ার-৪: কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট/ডকুমেন্ট ভেরিফিকেশন।
আবেদন পদ্ধতি
- ওয়ান-টাইম রেজিস্ট্রেশন (OTR): SSC ওয়েবসাইট-এ গিয়ে “New User? Register Now” ক্লিক করুন। মোবাইল নম্বর, ইমেল আইডি ও ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
- লগইন ও ফর্ম পূরণ: SSC ID ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে শিক্ষাগত যোগ্যতা, পদের পছন্দ, ঠিকানা ইত্যাদি সঠিক ভাবে পূরণ করুন।
- ডকুমেন্ট আপলোড: সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন।
- আবেদন ফি জমা: অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা করুন (যদি প্রয়োজন হয়)।
- সাবমিশন: ফর্ম জমা দিয়ে কনফার্মেশন পেজ প্রিন্ট করে রাখুন।
- ফর্ম সংশোধন: ৯ থেকে ১১ জুলাই, ২০২৫-এর মধ্যে ২০০ – ৫০০ টাকা জমা দিয়ে ফরম সংসোধন করা যাবে।
আবেদন ফি:
- জেনারেল/ওবিসি: ১০০ টাকা (অনলাইন পেমেন্ট)
- SC/ST/মহিলা/PwD: ফ্রি।
প্রয়োজনীয় ডকুমেন্ট
- স্নাতক মার্কশিট ও সার্টিফিকেট
- বয়স প্রমাণ (জন্মনিধান/মাধ্যমিক সার্টিফিকেট)
- ক্যাটাগরি সার্টিফিকেট (SC/ST/OBC/PwD)
- ফটো ও সইয়ের স্ক্যান কপি।
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শুরুর তারিখ: ৯ জুন, ২০২৫
- আবেদনের শেষ তারিখ: ৪ জুলাই, ২০২৫
- ফি জমার শেষ তারিখ: ৫ জুলাই, ২০২৫
- টিয়ার-১ পরীক্ষা: ১৩–৩০ আগস্ট, ২০২৫
- টিয়ার-২ পরীক্ষা: ডিসেম্বর ২০২৫ (আনুমানিক)
গুরুত্বপূর্ণ লিঙ্ক
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Click Here
- অনলাইন আবেদন: Apply Online
- অফিসিয়াল ওয়েবসাইট: ssc.gov.in