SSC মোট ২৬১ টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে! উচ্চমাধ্যমিক পাস হলেই আবেদন যোগ্য

Author Avatar

Anita Mahata

9 June, 2025

SSC Stenographer Grade C & D Recruitment 2025: স্টাফ সিলেকশন কমিশন (SSC) সারা ভারতে স্টেনোগ্রাফার গ্রেড সি ও ডি পদে মোট ২৬১টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতিমধ্যে এখানে আবেদন পক্রিয়া শুরু হয়ে গেছে। আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা, চাকরির স্থান, বেতন ও আবেদন পদ্ধতিসহ বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

SSC Recruitment 2025: চাকরি বিবরণ

বিষয়বিবরণ
নিয়োগ সংস্থাস্টাফ সিলেকশন কমিশন (SSC)
পদের নামস্টেনোগ্রাফার গ্রেড সি ও ডি
মোট শূন্যপদ২৬১
বেতনএসএসসি নর্মস অনুযায়ী (সপ্তম পে কমিশন মাপকাঠিতে)
চাকরির স্থানসমগ্র ভারত
আবেদনের মোডঅনলাইন
অফিসিয়াল ওয়েবসাইটssc.gov.in

পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা:

পদের নামস্টেনোগ্রাফার গ্রেড সিস্টেনোগ্রাফার গ্রেড ডি
শূন্যপদ সংখ্যা১৪৩১১৮

কারা কারা আবেদন করতে পারবেন?

শিক্ষাগত যোগ্যতা

  • মূল যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক (১২তম) পাস
  • বিশেষ নির্দেশিকা: ডিগ্রি বা বিষয়ের নাম SSC-র অনুমোদিত তালিকায় না থাকলে “অন্যান্য” অপশনে সাবজেক্টের নাম উল্লেখ করুন। বিদেশি ডিগ্রিধারীদের শিক্ষা মন্ত্রণালয়/ইউজিসি থেকে সমতুল্য সনদ জমা দিতে হবে ।

বয়সসীমা ও ছাড়

  • গ্রেড সি: ১৮–৩০ বছর
  • গ্রেড ডি: ১৮–২৭ বছর
  • বয়স ছাড়:
  • OBC: ৩ বছর
  • SC/ST: ৫ বছর
  • PwBD (UR): ১০ বছর
  • PwBD (OBC/SC/ST): ১৩–১৫ বছর

নির্বাচন প্রক্রিয়া

  1. কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা (CBT)
  2. স্টেনোগ্রাফি স্কিল টেস্ট (শর্টহ্যান্ড টাইপিং গতি: গ্রেড সি-র জন্য ১০০ wpm, গ্রেড ডি-র জন্য ৮০ wpm)।

আবেদন করার পদ্ধতি

  1. প্রথমে SSC এর অফিসিয়াল ওয়েবসাইটে জন।
  2. এরপর বিজ্ঞতিটি খুঁজুন।
  3. এরপর Apply Online-তে ক্লিক করুন।
  4. ব্যাক্তিগত তথ্য (নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা) দিয়ে আবেদন ফর্মটি সঠিক ভাবে পূরণ করুন।
  5. প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করুন।
  6. আবেদন ফি জমা করুন (যদি প্রয়োজন হয়)।
  7. অবশেষে আবেদন সাবমিট করে আবেদন সংক্রান্ত তথ্য সংরক্ষণ করে রাখুন।

আবেদন ফি:

  • SC/ST/PwBD/মহিলা/সাবেক সেনা: ফ্রি
  • জেনারেল/OBC/EWS: ১০০ টাকা (অনলাইন পেমেন্ট)।

প্রয়োজনীয় ডকুমেন্ট:

  • উচ্চমাধ্যমিকের মার্কশিট-এর স্ক্যান কপি
  • জন্ম প্রমাণপত্র
  • ক্যাটাগরি সার্টিফিকেটে (SC/ST/OBC/PwBD)
  • ভোটার আইডি/আধার কার্ড
  • পাসপোর্ট সাইজ ফটো (৩০০x৩০০ পিক্সেল, ১০০ KB)
  • হস্তলিখিত স্বাক্ষর (৩০০x৮০ পিক্সেল, ৬০ KB)।

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরু: ০৬ জুন ২০২৫
  • আবেদন শেষ: ২৬ জুন ২০২৫
  • ফি জমার শেষ তারিখ: ২৭ জুন ২০২৫
  • ফর্ম সংশোধন উইন্ডো: ০১–০২ জুলাই ২০২৫
  • CBT পরীক্ষার তারিখ: ০৬–১১ আগস্ট ২০২৫

গুরুত্বপূর্ণ লিংক

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদন লিংক: Apply Online
  • SSC অফিসিয়াল ওয়েবসাইট: ssc.gov.in

Author

  • Anita Mahata

    নমস্কার! আমি আনিতা মাহাত... সরকারি চাকরির আপডেট, পরীক্ষার প্রস্তুতি এবং শিক্ষা সংবাদ বিষয়ে ৩ বছর ধরে বাংলায় নিবন্ধ লিখছি। আমি প্রতিদিন সরকারি বিজ্ঞপ্তি, পরীক্ষার প্যাটার্ন ও সিলেবাস মনিটর করি, যাতে আপনারা সঠিক ও সময়োপযোগী তথ্য পান। আমার লক্ষ্য কেবল খবর দেওয়া নয়, বরং আপনাকে ক্যারিয়ারের সফলতা এনে দেওয়া।