SSC Stenographer Grade C & D Recruitment 2025: স্টাফ সিলেকশন কমিশন (SSC) সারা ভারতে স্টেনোগ্রাফার গ্রেড সি ও ডি পদে মোট ২৬১টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতিমধ্যে এখানে আবেদন পক্রিয়া শুরু হয়ে গেছে। আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা, চাকরির স্থান, বেতন ও আবেদন পদ্ধতিসহ বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
SSC Recruitment 2025: চাকরি বিবরণ
বিষয় | বিবরণ |
---|---|
নিয়োগ সংস্থা | স্টাফ সিলেকশন কমিশন (SSC) |
পদের নাম | স্টেনোগ্রাফার গ্রেড সি ও ডি |
মোট শূন্যপদ | ২৬১ |
বেতন | এসএসসি নর্মস অনুযায়ী (সপ্তম পে কমিশন মাপকাঠিতে) |
চাকরির স্থান | সমগ্র ভারত |
আবেদনের মোড | অনলাইন |
অফিসিয়াল ওয়েবসাইট | ssc.gov.in |
পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা:
পদের নাম | স্টেনোগ্রাফার গ্রেড সি | স্টেনোগ্রাফার গ্রেড ডি |
শূন্যপদ সংখ্যা | ১৪৩ | ১১৮ |
কারা কারা আবেদন করতে পারবেন?
শিক্ষাগত যোগ্যতা
- মূল যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক (১২তম) পাস ।
- বিশেষ নির্দেশিকা: ডিগ্রি বা বিষয়ের নাম SSC-র অনুমোদিত তালিকায় না থাকলে “অন্যান্য” অপশনে সাবজেক্টের নাম উল্লেখ করুন। বিদেশি ডিগ্রিধারীদের শিক্ষা মন্ত্রণালয়/ইউজিসি থেকে সমতুল্য সনদ জমা দিতে হবে ।
বয়সসীমা ও ছাড়
- গ্রেড সি: ১৮–৩০ বছর
- গ্রেড ডি: ১৮–২৭ বছর
- বয়স ছাড়:
- OBC: ৩ বছর
- SC/ST: ৫ বছর
- PwBD (UR): ১০ বছর
- PwBD (OBC/SC/ST): ১৩–১৫ বছর ।
নির্বাচন প্রক্রিয়া
- কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা (CBT)
- স্টেনোগ্রাফি স্কিল টেস্ট (শর্টহ্যান্ড টাইপিং গতি: গ্রেড সি-র জন্য ১০০ wpm, গ্রেড ডি-র জন্য ৮০ wpm)।
আবেদন করার পদ্ধতি
- প্রথমে SSC এর অফিসিয়াল ওয়েবসাইটে জন।
- এরপর বিজ্ঞতিটি খুঁজুন।
- এরপর Apply Online-তে ক্লিক করুন।
- ব্যাক্তিগত তথ্য (নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা) দিয়ে আবেদন ফর্মটি সঠিক ভাবে পূরণ করুন।
- প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করুন।
- আবেদন ফি জমা করুন (যদি প্রয়োজন হয়)।
- অবশেষে আবেদন সাবমিট করে আবেদন সংক্রান্ত তথ্য সংরক্ষণ করে রাখুন।
আবেদন ফি:
- SC/ST/PwBD/মহিলা/সাবেক সেনা: ফ্রি
- জেনারেল/OBC/EWS: ১০০ টাকা (অনলাইন পেমেন্ট)।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
- উচ্চমাধ্যমিকের মার্কশিট-এর স্ক্যান কপি
- জন্ম প্রমাণপত্র
- ক্যাটাগরি সার্টিফিকেটে (SC/ST/OBC/PwBD)
- ভোটার আইডি/আধার কার্ড
- পাসপোর্ট সাইজ ফটো (৩০০x৩০০ পিক্সেল, ১০০ KB)
- হস্তলিখিত স্বাক্ষর (৩০০x৮০ পিক্সেল, ৬০ KB)।
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শুরু: ০৬ জুন ২০২৫
- আবেদন শেষ: ২৬ জুন ২০২৫
- ফি জমার শেষ তারিখ: ২৭ জুন ২০২৫
- ফর্ম সংশোধন উইন্ডো: ০১–০২ জুলাই ২০২৫
- CBT পরীক্ষার তারিখ: ০৬–১১ আগস্ট ২০২৫
গুরুত্বপূর্ণ লিংক
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- আবেদন লিংক: Apply Online
- SSC অফিসিয়াল ওয়েবসাইট: ssc.gov.in