UPSC Recruitment 2025: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) ২০২৫ সালে ৪৯৪টি অফিসার ও বিশেষজ্ঞ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চিকিৎসা, ইঞ্জিনিয়ারিং, লিগ্যাল, রিসার্চ সহ বিভিন্ন ক্ষেত্রে এই সুযোগ পেতে পারেন ITI, ডিপ্লোমা, স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা। অনলাইনে আবেদনের শেষ তারিখ ১২ জুন ২০২৫। এই নিয়োগে অংশগ্রহণের জন্য প্রার্থীদের বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা পদভেদে আলাদা। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ আর্টিকেল।
UPSC Recruitment 2025
পদের নাম: অফিসার ও বিশেষজ্ঞ (বিভিন্ন শাখা)
মোট শূন্যপদ: ৪৯৪টি
কিছু উল্লেখযোগ্য পদ ও শূন্যপদ সংখ্যা:
- লিগ্যাল অফিসার (গ্রেড-১): ২
- অপারেশনস অফিসার: ১২১
- সায়েন্টিফিক অফিসার (কেমিক্যাল): ১২
- স্পেশালিস্ট গ্রেড-III (জেনারেল মেডিসিন): ২৬
- ট্রেনিং অফিসার (কম্পিউটার সফটওয়্যার): ১৯
- ড্রাগস ইনস্পেক্টর (মেডিক্যাল ডিভাইস): ২০
- সিভিল হাইড্রোগ্রাফিক অফিসার: ৩
বেতন: ইউপিএসসি-র নিয়ম অনুযায়ী বেতন ও সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
কারা কারা আবেদন করতে পারবেন?
শিক্ষাগত যোগ্যতা:
- লিগ্যাল অফিসার: এলএলএম (মাস্টার্স ইন ল)
- স্পেশালিস্ট গ্রেড-III (অ্যানেসথেসিওলজি): এমবিবিএস + পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা
- অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার (কমিউনিকেশন): BE/Btech
বয়স সীমা:
- সর্বোচ্চ বয়স: ৩০ থেকে ৫০ বছর (পদভেদে ভিন্ন) ।
- বয়স ছাড়: SC/ST প্রার্থীদের জন্য ৫ বছর, OBC-দের জন্য ৩ বছর এবং PwBD প্রার্থীদের জন্য ১০-১৫ বছর পর্যন্ত ।
নির্বাচন প্রক্রিয়া
১. লিখিত পরীক্ষা: পদ অনুযায়ী বিষয়ভিত্তিক বা জেনারেল স্টাডিজের উপর পরীক্ষা নেওয়া হবে।
২. ইন্টারভিউ: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যক্তিত্ব যাচাই ও টেকনিক্যাল জ্ঞানের জন্য ইন্টারভিউ করা হবে ।
আবেদন পদ্ধতি (UPSC Recruitment 2025 Apply Now Online)
- অফিসিয়াল ওয়েবসাইট: https://upsc.gov.in-এ যান।
- নতুন রেজিস্ট্রেশন: “One Time Registration (OTR)”-এ গিয়ে ব্যক্তিগত তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করুন।
- লগইন করে ফর্ম পূরণ: পদের জন্য প্রযোজ্য শিক্ষাগত ও বয়সের তথ্য লিখুন।
- ডকুমেন্ট আপলোড: পাসপোর্ট সাইজ ফটো, সই, এবং প্রাসঙ্গিক সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করুন।
- ফি জমা: SC/ST/PwBD/মহিলা প্রার্থীদের জন্য ফি ফ্রি। অন্যান্য প্রার্থীদের ২৫ টাকা অনলাইনে জমা দিতে হবে ।
- সাবমিট: ফর্ম যাচাই করে ১২ জুন ২০২৫-এর মধ্যে জমা দিন।
গুরুত্বপূর্ণ তারিখ (Importent Dates)
- আবেদন শুরু: ২৪ মে ২০২৫
- আবেদনের শেষ তারিখ: ১২ জুন ২০২৫
- সংশোধন উইন্ডো: ১৩ জুন পর্যন্ত সম্পূর্ণ ফর্ম প্রিন্ট করার সুযোগ।
গুরুত্বপূর্ণ লিংক (Importent Links)
- বিস্তারিত নোটিফিকেশন: ডাউনলোড লিংক
- অনলাইন আবেদন: এখানে ক্লিক করুন
- অফিসিয়াল ওয়েবসাইট: ভিজিট করুন