পশ্চিমবঙ্গে ৩৫,৭২৬টি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ | WBSSC Assistant Teachers Recruitment 2025

Author Avatar

Anita Mahata

30 May, 2025

WBSSC Assistant Teachers Recruitment 2025: পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিরাট খুশির খবর। পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় বিদ্যালয় সেবা কমিশন (WBSSC) ২০২৫ সালে সহকারী শিক্ষক পদে ৩৫,৭২৬টি শূন্যপদ পূরণের জন্য একটি বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যে সকল প্রার্থী স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং B.Ed সম্পন্ন করেছেন, তারা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনের প্রক্রিয়া শুরু হবে ১৬ জুন ২০২৫ থেকে এবং শেষ হবে ১৪ জুলাই ২০২৫ তারিখে। এই বিষয়ে আরও বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ ২০২৫

পদের নাম ও শূন্যপদের সংখ্যা:

পদের নামশূন্যপদের সংখ্যা
সহকারী শিক্ষক (ক্লাস IX–X)২৩,২১২
সহকারী শিক্ষক (ক্লাস XI–XII)১২,৫১৪

বেতন: রাজ্য সরকারের প্রচলিত নিয়ম অনুযায়ী বেতন নির্ধারিত হবে।

চাকরির স্থান: পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন সরকারি স্কুল।

আবেদনের মোড: অনলাইন (শুধুমাত্র WBSSC-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে)।

প্রয়োজনীয় যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা:

  • স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি (ন্যূনতম ৫০% নম্বরসহ)।
  • B.Ed বা ৪-বছরের সমন্বিত B.A.Ed/B.Sc.Ed ডিগ্রি (NCTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে)।

বয়সসীমা:

  • ন্যূনতম ২১ বছর, সর্বোচ্চ ৪০ বছর।
  • SC/ST প্রার্থীদের জন্য ৫ বছর, OBC প্রার্থীদের জন্য ৩ বছর এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য ৮ বছর বয়সে ছাড়।

নির্বাচন প্রক্রিয়া

এখানে প্রার্থী নির্বাচন করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করা হবে:

  1. লিখিত পরীক্ষা: প্রাথমিক বাছাইয়ের জন্য (সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে)।
  2. সাক্ষাৎকার: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নভেম্বর মাসে সাক্ষাৎকার (Interview)।
  3. মূল্যায়ন: লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের ভিত্তিতে চূড়ান্ত ফলাফল প্রকাশ (২৪ নভেম্বর ২০২৫)।
  4. কাউন্সেলিং: নির্বাচিত প্রার্থীদের কাউন্সেলিংয়ের মাধ্যমে স্কুল বরাদ্দ (২৯ নভেম্বর ২০২৫ থেকে শুরু)।

আবেদন পদ্ধতি

স্টেপ বাই স্টেপ গাইড:

  1. সর্বপ্রথম WBSSC-এর অফিসিয়াল ওয়েবসাইট westbengalssc.com-এ যান (১৬ জুন ২০২৫ থেকে লিংক সক্রিয় হবে)।
  2. এরপর “Apply Online” অপশনে ক্লিক করুন।
  3. প্রয়োজনীয় ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য পূরণ করুন।
  4. স্ক্যান করা ছবি, স্বাক্ষর এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
  5. আবেদন ফি অনলাইনে পরিশোধ করুন।
  6. আবেদনপত্র জমা দেওয়ার পর প্রিন্ট আউট রাখুন।

প্রয়োজনীয় ডকুমেন্ট:

  • পাসপোর্ট সাইজের ছবি (JPG/JPEG, ২০–৫০ KB)।
  • স্বাক্ষরের স্ক্যান কপি (JPG/JPEG, ১০–২০ KB)।
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
  • বয়স প্রমাণের সার্টিফিকেট।
  • ক্যাটাগরি সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)।

আবেদন ফি:

  • সাধারণ ও OBC প্রার্থীদের: ৫০০ টাকা।
  • SC/ST/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের: ২০০ টাকা।

গুরুত্বপূর্ণ তারিখ

  • বিজ্ঞপ্তি প্রকাশ: ৩০ মে ২০২৫।
  • আবেদন শুরু: ১৬ জুন ২০২৫ (বিকাল ৫টা থেকে)।
  • আবেদন শেষ: ১৪ জুলাই ২০২৫ (বিকাল ৫টা পর্যন্ত)।
  • আবেদন ফি জমা শেষ: ১৪ জুলাই ২০২৫ (রাত ১১.৫৯ পর্যন্ত)।
  • লিখিত পরীক্ষা: সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ (আনুমানিক)।
  • ফলাফল প্রকাশ: অক্টোবরের শেষ সপ্তাহ (আনুমানিক)।
  • কাউন্সেলিং শুরু: ২৯ নভেম্বর ২০২৫।

প্রয়োজনীয় লিংক

Author

  • Anita Mahata

    নমস্কার! আমি আনিতা মাহাত... সরকারি চাকরির আপডেট, পরীক্ষার প্রস্তুতি এবং শিক্ষা সংবাদ বিষয়ে ৩ বছর ধরে বাংলায় নিবন্ধ লিখছি। আমি প্রতিদিন সরকারি বিজ্ঞপ্তি, পরীক্ষার প্যাটার্ন ও সিলেবাস মনিটর করি, যাতে আপনারা সঠিক ও সময়োপযোগী তথ্য পান। আমার লক্ষ্য কেবল খবর দেওয়া নয়, বরং আপনাকে ক্যারিয়ারের সফলতা এনে দেওয়া।