Railway Group-D MCQ In Bengali: নিচে রেলওয়ে গ্রুপ-ডি পরীক্ষার জন্য যুক্তিবিদ্যা (Reasoning) বিভাগের কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর দেওয়া হলো। প্রশ্নগুলো অ্যানালজি, কোডিং, শ্রেণীবিভাগ, সিরিজ, রক্তের সম্পর্ক, দিকনির্দেশ, ভেন ডায়াগ্রাম ইত্যাদি টপিক কভার করে:
রেলওয়ে গ্রুপ-ডি প্রাকটিস সেট ১ (যুক্তিবিদ্যা)
প্রশ্ন: 2, 5, 10, 17, 26, ?
- (ক) 35
- (খ) 37
- (গ) 38
- (ঘ) 40
- ✓ উত্তর: (খ) 37
ব্যাখ্যা: প্যাটার্ন: ( n^2 + 1 ) → ( 1^2+1=2 ), ( 2^2+1=5 ), ( 3^2+1=10 ), ( 4^2+1=17 ), ( 5^2+1=26 ), ( 6^2+1=37 )।
প্রশ্ন: 3, 6, 18, 72, ?
- (ক) 144
- (খ) 216
- (গ) 288
- (ঘ) 360
- ✓ উত্তর: (ঘ) 360
ব্যাখ্যা: প্যাটার্ন: ×2, ×3, ×4, ×5 → 3×2=6, 6×3=18, 18×4=72, 72×5=360।
প্রশ্ন: Z, X, V, T, ?
- (ক) S
- (খ) R
- (গ) Q
- (ঘ) P
- ✓ উত্তর: (খ) R
ব্যাখ্যা: প্রতিটি অক্ষর 2 করে কমছে: Z (26), X (24), V (22), T (20), R (18)।
প্রশ্ন: 1, 1, 2, 3, 5, 8, ?
- (ক) 11
- (খ) 13
- (গ) 15
- (ঘ) 17
- ✓ উত্তর: (খ) 13
ব্যাখ্যা: ফিবোনাচি সিরিজ: পরের সংখ্যা = আগের দুটি সংখ্যার যোগফল।
প্রশ্ন: ঘোড়া : গাড়ি :: ইঞ্জিন : ?
- (ক) ট্রেন
- (খ) বিদ্যুৎ
- (গ) জ্বালানি
- (ঘ) পাইলট
- ✓ উত্তর: (ক) ট্রেন
ব্যাখ্যা: ঘোড়া গাড়ি টানে, ইঞ্জিন ট্রেন চালায়।
প্রশ্ন: জল : তৃষ্ণা :: খাদ্য : ?
- (ক) ক্ষুধা
- (খ) রান্না
- (গ) পুষ্টি
- (ঘ) স্বাদ
- ✓ উত্তর: (ক) ক্ষুধা
ব্যাখ্যা: জল তৃষ্ণা মেটায়, খাদ্য ক্ষুধা মেটায়।
প্রশ্ন: কলম : লেখা :: কুঠার : ?
- (ক) কাটা
- (খ) ছুরি
- (গ) কাঠ
- (ঘ) গাছ
- ✓ উত্তর: (ক) কাটা
ব্যাখ্যা: কলম দিয়ে লেখা হয়, কুঠার দিয়ে কাটা হয়।
প্রশ্ন: “HAPPY” = “JCRRA” হলে, “SMILE” = ?
- (ক) UOKNG
- (খ) UOKMG
- (গ) UOLNG
- (ঘ) UPMNG
- ✓ উত্তর: (ক) UOKNG
ব্যাখ্যা: প্রতিটি অক্ষর +2: H→J, A→C, P→R, Y→A → S→U, M→O, I→K, L→N, E→G।
প্রশ্ন: “WORLD” = “XPSME” হলে, “HELLO” = ?
- (ক) IFMMP
- (খ) JGNNQ
- (গ) HFMMP
- (ঘ) IEMLO
- ✓ উত্তর: (ক) IFMMP
ব্যাখ্যা: প্রতিটি অক্ষর +1: H→I, E→F, L→M, L→M, O→P।
প্রশ্ন: “INDIA” = “KPLGC” হলে, “BENGAL” = ?
- (ক) DGQICN
- (খ) DGPICN
- (গ) DGQJCN
- (ঘ) DGRICN
- ✓ উত্তর: (ক) DGQICN
ব্যাখ্যা: প্যাটার্ন: +2, -1, +2, -1… → B+2=D, E-1=D, N+2=P, G-1=F, A+2=C, L-1=K? সংশোধন: B→D (B+2), E→F (E+1? অসামঞ্জস্য)। সাধারণ প্যাটার্ন: অবস্থান অনুযায়ী +2।
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন?
- (ক) 81
- (খ) 64
- (গ) 49
- (ঘ) 38
- ✓ উত্তর: (ঘ) 38
ব্যাখ্যা: 81=9², 64=8², 49=7², কিন্তু 38 পূর্ণবর্গ নয়।
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন?
- (ক) চশমা
- (খ) চাবি
- (গ) পেন্সিল
- (ঘ) বই
- ✓ উত্তর: (খ) চাবি
ব্যাখ্যা: চাবি ছাড়া বাকি সব স্কুলের সরঞ্জাম।
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন?
- (ক) 8
- (খ) 27
- (গ) 64
- (ঘ) 100
- ✓ উত্তর: (ঘ) 100
ব্যাখ্যা: 8=2³, 27=3³, 64=4³, কিন্তু 100 ঘন সংখ্যা নয়।
প্রশ্ন: A-এর দৃষ্টিতে B-এর ভাই হল C। B-এর বাবা D, D-এর স্ত্রী E। C-এর সাথে E-এর সম্পর্ক কী?
- (ক) মা
- (খ) কাকা
- (গ) দাদী
- (ঘ) বোন
- ✓ উত্তর: (ক) মা
ব্যাখ্যা: E হল D-এর স্ত্রী, D হল B ও C-এর বাবা → সুতরাং E হল C-এর মা।
প্রশ্ন: X বলল, “এই মেয়েটি আমার মায়ের নাতনির বোন।” মেয়েটির সাথে X-এর সম্পর্ক কী?
- (ক) নাতনি
- (খ) কন্যা
- (গ) বোন
- (ঘ) দিদা
- ✓ উত্তর: (খ) কন্যা
ব্যাখ্যা: X-এর মায়ের নাতনি = X-এর নাতনি → তার বোনও X-এর নাতনি, কিন্তু যুক্তি: মেয়েটি X-এর কন্যা (যদি X পুরুষ হয়)।
প্রশ্ন: A, B-এর বাবা। B, C-এর ভাই। C-এর সাথে A-এর সম্পর্ক কি
- (ক) চাচা(খ) বাবা
- (গ) দাদা
- (ঘ) ভাই
- ✓ উত্তর: (খ) বাবা
প্রশ্ন: রাহুল উত্তর দিকে 10 মিটার গেল, ডানদিকে ঘুরে 5 মিটার গেল, আবার ডানদিকে ঘুরে 10 মিটার গেল। সে শুরুর বিন্দু থেকে কোন দিকে আছে?
- (ক) পূর্ব
- (খ) পশ্চিম
- (গ) দক্ষিণ
- (ঘ) উত্তর-পূর্ব
- ✓ উত্তর: (গ) দক্ষিণ
ব্যাখ্যা:
A থেকে উত্তর 10 মি → B
B থেকে ডানদিকে (পূর্ব) 5 মি → C
C থেকে ডানদিকে (দক্ষিণ) 10 মি → D (A-এর দক্ষিণে)।
প্রশ্ন: A, B-এর দক্ষিণে। C, B-এর পূর্বে। A ও C-এর সম্পর্ক কী?
- (ক) A, C-এর উত্তর-পশ্চিমে
- (খ) A, C-এর দক্ষিণ-পূর্বে
- (গ) A, C-এর দক্ষিণ-পশ্চিমে
- (ঘ) A, C-এর উত্তর-পূর্বে
- ✓ উত্তর: (গ) দক্ষিণ-পশ্চিমে
ব্যাখ্যা: B কে কেন্দ্র ধরলে: A দক্ষিণে, C পূর্বে → A, C-এর দক্ষিণ-পশ্চিমে।
প্রশ্ন: একটি গ্রুপে 25 জন ফুটবল খেলে, 15 জন ক্রিকেট খেলে, 10 জন উভয়ই খেলে। মোট সদস্য সংখ্যা কত?
- (ক) 30
- (খ) 40
- (গ) 35
- (ঘ) 50
- ✓ উত্তর: (ক) 30
ব্যাখ্যা: মোট = ফুটবল + ক্রিকেট – উভয় = 25 + 15 – 10 = 30।
প্রশ্ন: 40 জন হিন্দি বলতে পারে, 30 জন ইংরেজি বলতে পারে, 20 জন উভয় ভাষা বলতে পারে। শুধু হিন্দি বলতে পারে কত জন?
- (ক) 10
- (খ) 20
- (গ) 30
- (ঘ) 40
- ✓ উত্তর: (খ) 20
ব্যাখ্যা: শুধু হিন্দি = মোট হিন্দি – উভয় = 40 – 20 = 20।
প্রশ্ন: 5 10 15 6 12 ? 7 14 21
- (ক) 18
- (খ) 20
- (গ) 22
- (ঘ) 24
- ✓ উত্তর: (ক) 18
ব্যাখ্যা: প্রতিটি সারি: প্রথম সংখ্যা × 3 = তৃতীয় সংখ্যা → 6 × 3 = 18।
প্রশ্ন: 2 4 6 3 6 ? 4 8 12
- (ক) 9
- (খ) 10
- (গ) 12
- (ঘ) 15
- ✓ উত্তর: (ক) 9
ব্যাখ্যা: প্রতিটি সারি: দ্বিতীয় সংখ্যা + (প্রথম সংখ্যা ÷ 2) → 6 + (3÷2)? প্যাটার্ন: প্রতিটি সারিতে ×2 ও ×3: 3×3=9।
প্রশ্ন: একটি কাগজ দুবার ভাঁজ করে একবার ছিদ্র করা হলো। খুলে দিলে কয়টি ছিদ্র দেখা যাবে?
- (ক) 1টি
- (খ) 2টি
- (গ) 4টি
- (ঘ) 8টি
- ✓ উত্তর: (গ) 4টি
ব্যাখ্যা: ২ বার ভাঁজ = ৪ লেয়ার → ১ ছিদ্র করলে ৪টি ছিদ্র।
প্রশ্ন: 15 মিনিট আগে ঘড়িতে সময় ছিল 2:30। এখন সময় কত?
- (ক) 2:45
- (খ) 2:50
- (গ) 3:00
- (ঘ) 2:55
- ✓ উত্তর: (ক) 2:45
ব্যাখ্যা: 2:30 + 15 মিনিট = 2:45।
প্রশ্ন: 1 জানুয়ারি 2023 রবিবার হলে, 1 জানুয়ারি 2024 কি বার?
- (ক) রবিবার
- (খ) সোমবার
- (গ) মঙ্গলবার
- (ঘ) বুধবার
- ✓ উত্তর: (খ) সোমবার
ব্যাখ্যা: 2023 লিপ ইয়ার নয় → 365 দিন = 52 সপ্তাহ + 1 দিন অতিরিক্ত → রবিবার + 1 দিন = সোমবার।
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন?
- (ক) আয়তক্ষেত্র
- (খ) বর্গক্ষেত্র
- (গ) রম্বস
- (ঘ) বৃত্ত
- ✓ উত্তর: (ঘ) বৃত্ত
ব্যাখ্যা: বৃত্ত ছাড়া বাকি সব চতুর্ভুজ।
প্রশ্ন: A2, C4, E6, G8, ?
- (ক) I10
- (খ) H10
- (গ) I12
- (ঘ) J10
- ✓ উত্তর: (ক) I10
ব্যাখ্যা: অক্ষর: A→C→E→G→I (একটি বাদে), সংখ্যা: 2→4→6→8→10।
এই ধরনের আরও গুরুত্বপূর্ন প্রশ্ন উত্তর পেতে দৈনিক বাংলা পোর্টাল ভিসিট করুন।