পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার পানচাদা প্রতাপপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ তে কর্মী নিয়োগ করা হচ্ছে।
এখানে সরাসরি ইন্টারভিয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। মাধ্যমিক পাস চাকরি পর্থিরা এখানে আবেদন করতে হবে। এখানে অনলাইনে আবেদনের সুবিধা নেই, পোস্ট এর মাধ্যমে আপনকে আবেদন করতে হবে। বিভাবে আবেদন করবেন সেবিষয়ে নিচে বিস্তারিত দেওয়া রয়েছে। আপনি যদি আবেদন করতে চান তাহলে আগে ভালোকরে খবর নিয়ে বিস্তারিত জেনে নিন।
প্রতিষ্ঠান | পানচাদা প্রতাপপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ |
পদের নাম | Data Entry Operator |
বিজ্ঞপ্তি প্রকাশিত | ৬.০৪.২০২২ |
শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক |
আবেদন শুরু | ৬.০৪.২০২২ |
আবেদন শেষ | ২৮.০৪.২০২২ |
শূন্য পদ | – |
চাকরির স্থান | পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ |
কৃষিদপ্তরে গ্রুপ সি পদে নিয়োগ ২০২২
শিক্ষাগত যোগ্যতা ~
চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধু মাত্র মাধ্যমিক পাস।
বয়স ~
উভয় পদের চাকরি প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে (01-01-2022 তারিখ অনুযায়ী)। সরকারি নিয়ম অনুযায়ী বয়স এর ছাড় এর সুবিধা রয়েছে।
সুণ্যপদ ~ উল্লেখ নেই
বেতন ~ উল্লেখ নেই
আবেদন শেষ তারিখ ~ আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে 26/04/2022 তারিখ পর্যন্ত।
আবেদন মূল্য ~ উল্লেখ নেই
আবেদন পদ্ধতি (How To Apply)
এখানে অফলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে আপনার বায়োডাটা প্রিন্ট আউট বেরকরবেন অথবা একটি সাদা কাগজে সুন্দরকরে লেখবেন। তারসঙ্গে নিজের ডকুমেন্টের জেরক্স কপি যুক্ত করে নিচের দেওয়া ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিবেন।
আবেদনপত্র সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস জমা দেবেন ~
- বয়সের প্রমানপএ
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার কপি
- মাধ্যমিকের এডমিট কার্ড
- আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স
- পাসপোর্ট সাইজের 3 কপি ফটো
- স্থায়ী বাসিন্দার শংসাপত্র
- নিজস্ব মোবাইল নাম্বার
আবেদনপত্র জমা দেওয়া ঠিকানা ~ সম্পাদক,পানচাদা প্রতাপপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ, গ্ৰাম- প্রতাপপুর,পোষ্ট- পাঁচমাড়ো প্রতাপপুর,থানা-ঘাটাল, জেলা-পশ্চিম মেদিনীপুর।
নিয়োগ পদ্ধতি (Selection Process)
চাকরি প্রার্থীদের কোন রকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই সরাসরি ইন্টারভিউ অর্থাৎ মৌখিক পরীক্ষা মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ দিন আপনি সমস্ত ডকুমেন্টের অরিজিনাল কপি নিয়ে যাবেন।
ইন্টারভিউ এর তারিখ ~চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে 30/04/2022 তারিখে দুপুর 2 টাই
গুরুত্বপূর্ণ তারিখ ( Importent Dates )
আবেদন শেষ – 28/04/2022
ইন্টারভিউ – 30/04/2022
সমস্ত রকমের চাকরির আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন – Join Here
1 thought on “কৃষিদপ্তরে গ্রুপ-সি পদে নিয়োগ ২০২২। কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ”