Kendriya Vidyalaya BSF Raninagar Recruitment 2023 : চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। টেট পরীক্ষা ছাড়াই নিয়োগ হবে। কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক এবং কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? বয়স কত লাগবে? কিভাবে আবেদন করবেন? নিয়োগ পদ্ধতি কি আছে? সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই আর্টিকেলে। আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং আজকের এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।
নিয়োগ সংস্থা | Kendriya Vidyalaya BSF Raninagar |
---|---|
পদের নাম | বিভিন্ন |
মোট শূন্যপদ | উল্লেখ নেই |
বেতন (₹) | 21,250 – 27,500/- |
চাকরির ধরন | সরকারি |
আবেদন মোড | ইন্টারভিউ |
স্থান | পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | bsfraninagar.kvs.ac.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ (Kendriya Vidyalaya BSF Raninagar Recruitment 2023)
পদের নাম (Post Name)
এখানে Games Coach,Dance/Music Instructor, Trained Graduate Teacher-Art Education,Trained Graduate Teacher English,Sanskrit,Post Graduate Teacher -Computer Science, Post Graduate Teacher Hindi, Biology, English,Post Graduate Teacher – Physics, Chemistry,mathematics,History, Geography,Economics পদে নিয়োগ করানো হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা উল্লেখ নেই।
শিক্ষাগত যোগ্যতা (Kendriya Vidyalaya BSF Raninagar Recruitment 2023 Educational Qualification)
এখানে প্রত্যেকটি পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা প্রয়জোন। উচ্চমাধ্যমিক পাশ থেকে শুরু করে পোস্ট গ্রাডুয়েশন যোগ্যতায় নিয়োগ করানো হবে। শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
বয়সসীমা (Kendriya Vidyalaya BSF Raninagar Recruitment 2023 Age Limit)
এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে। বয়স সংক্রান্ত আরও তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
বেতন (Salary)
এখানে প্রতিটি পদের জন্য ভিন্ন ভিন্ন বেতন দেওয়া হবে। নিচের ছকে বেতন সংক্রান্ত সমস্ত তথ্য আলোচনা করা হয়েছে।
পদের নাম | প্রতিমাসে বেতন |
Games Coach & Dance Instructor | 21,250/- |
Trained Graduate Teacher – English, Sanskrit,Education | 26,250/- |
Post Graduate Teacher – Computer Science,Hindi Biology, English,Physics, Chemistry, Mathematics, History, Geography, Economic | 27,500/- |
আবেদন পদ্ধতি (Kendriya Vidyalaya BSF Raninagar Recruitment 2023 Apply Process)

নিচের অফিসিয়াল লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্মটি ডাউনলোড করুন। আবেদন ফর্মটি সঠিক ভাবে পূরণ করে নেয়ার পর গুগল ফর্মের লিঙ্কে ক্লিক করে যাবতীয় তথ্য এবং পূরণ করা আবেদন ফর্মটি সাবমিট করুন। আপনি যোগ্য হলে আপনার সাথে যোগাযোগ করে নেওয়া হবে অর্থাৎ ইন্টারভিউ এর তারিখ এবং সময় জানিয়ে দেওয়া হবে। আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
Interview – এর স্থান
Kendriya Vidyalaya BSF Raninagar, P. O – Patkata, Dist – Jalpaiguri Pin – 735133
আবেদন মূল্য (Application Fee)
Kendriya Vidyalaya BSF Raninagar Recruitment 2023-তে আবেদন করার জন্য কোনোরকম আবেদন মূল্য লাগবে না।
আবেদনের শেষ তারিখ (Application Last Date)
এখানে আবেদনের শেষ তারিখ অর্থাৎ ইন্টারভিউ এর তারিখ ২৩ মার্চ ও ২৪ মার্চ ২০২৩।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
Kendriya Vidyalaya Job Vacancy 2023 এ কোনো লিখিত পরীক্ষা ছাড়ায় শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করানো হবে।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০৩.০৩.২০২৩ |
ইন্টারভিউ তারিখ | ২৩.০৩.২০২৩ ২৪.০৩.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here. |