Kendriya Vidyalaya Teaching Non Teaching Stuff Recruitment 2023: কেন্দ্রীয় বিদ্যালয় (রানাঘাট এবং BSF কৃষ্ণনগর) এর পক্ষ থেকে টিচিং এবং নন টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে বিভিন্ন বিষয়ের শিক্ষক ও অন্যান্য পদে নিয়োগ করা হবে। সমস্ত ভারতীয় নাগরিক এখানে আবেদন করতে পারবেন। BSF Teaching Non Teaching Stuff Recruitment 2023-তে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন করার পদ্ধতি এবং পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | Kendriya Vidyalaya (Ranaghat & BSF Krishnanagar) |
---|---|
পদের নাম | বিভিন্ন |
মোট শূন্যপদ | ২০ টি |
বেতন (₹) | নিয়ম অনুযায়ী |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | ইন্টারভিউ |
স্থান | রানাঘাট ও কৃষ্ণনগর |
ওয়েবসাইট | kvsangathan.nic.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
রানাঘাট ও কৃষ্ণনগ কেন্দ্রীয় বিদ্যালয়ে কর্মী নিয়োগ ২০২৩
পদের নাম (Post Name)
এখানে KENDRIYA VIDYALAYA (RANAGHAT & BSF KRISHNANAGAR)-তে বিভিন্ন পদে শিক্ষক সহ আরো অনান্য পদে নিয়োগ করা হবে। সমস্ত পদের নাম নিচের তালিকায় উল্লেখ করা হয়েছে।
- Post Graduate Teacher
- Post Graduate Teacher (Computer Science)
- Trained Graduate Teacher
- Primary Teacher
- Computer Instructor
- Expert/Coach in kho-kho, kabaddi, and Athletics
- Yoga Instructor
- Music Teacher
- Dance Coach
- Educational Counsellor
- Nurse
মোট শূন্যপদ (Total Vacancy)
এখানে সব মিলিয়ে মোট ২০ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
এখনে প্রতিটি পদে আবেদন করার জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে। এখানে যথাক্রমে B.E./B.Tech/BCA/MCA/M.Sc/B.P.Ed./M.P.Ed./B.A./B.Sc./Diploma in Nursing করা থাকলেই আবেদন করতে পারবেন। পদ অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।
বয়সসীমা (Age Limit)
Kendriya Vidyalaya Teaching Non Teaching Stuff Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কোনো রকম বয়সসীমা সম্পর্কিত তথ্য উল্লেখ নেই।
আবেদন পদ্ধতি (Apply Process)
আগ্রহী ও যোগ্য পর্থীদের Kendriya Vidyalaya Teaching Non Teaching Stuff Recruitment 2023-তে আগের থেকে আবেদন করার প্রয়োজন নেই। এখানে আবেদন করার জন্য প্রথমে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি এর সঙ্গে যুক্ত আবেদনপত্র ডাউনলোড করতে হবে। তারপর আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে ইন্টারভিউ এর তারিখ নির্দিষ্ট সময়ে ইন্টারভিউ স্থলে উপস্থিত থাকতে হবে।

আবেদন মূল্য (Application Fee)
এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য রাখা হয়নি।
ইন্টারভিউ এর তারিখ ও স্থান
ইন্টারভিউ স্থান | সময় | তারিখ |
---|---|---|
Kendriya Vidyalaya (BSF Krishnanagar), P.O:-Krishnanagar, Dist:-Nadia, West Bengal – 741101 | সকাল ৮ টা থেকে ৯ টা পর্যন্ত | ১৫.০২.২০২৩ |
Kendriya Vidyalaya (Ranaghat), Vill – Kumarshatpur, P. O. – Ranaghat Dist. – Nadia (W.B.) Pin. – 741201 | সকাল ৮ টা থেকে ৯ টা পর্যন্ত | ২৫.০২.২০২৩ |
৯:৩০ এর পর কোনো পার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না। (বিদ্যালয়ের গেট বন্ধ করে দেওয়া হবে)
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here. |