Khargapur IIT Recruitment 2022: পশ্চিমবঙ্গ রাজ্যের খড়গপুর ITI তে 99 টিরও বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে Faculty পদে পার্থীকে নিয়োগ করা হবে। আগ্রহী পার্থী সরাসরি অনলাইনের মাধ্যমে erp.iitkgp.ac.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও আবেদনের শেষ তারিখ সম্পর্কে বিস্তারিত জানতে পুরো খবরটি পড়ুন।
নিয়োগ সংস্থা | India Institute Of Technology Kharagpur |
পদের নাম | Faculty |
শিক্ষাগত যোগ্যতা | PG PHD |
মোট শূন্যপদ | 99+ |
আবেদনের শেষ তারিখ | 31.08.2022 |
চাকরির স্থান | খড়গপুর |

Khargapur IIT Faculty Recruitment 2022
পদের নাম ~ এখানে পার্থীকে Faculty পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা ~ আবেদনকারীর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হলো – Faculty
বয়সসীমা ~ এখানে আবেদন করার জন্য পার্থীকে 18 বছর বয়স থেকে 42 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও OBC শ্রেণীর পর্থীদের ক্ষেত্রে 3 বছর বয়স ছাড় এবং ST/SC পার্থিদের ক্ষেত্রে 5 বছর বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।
শূন্যপদ ~ সব মিলিয়ে এখানে প্রায় 99 এরও বেশি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বেতন ~ উল্লেখ নেই।
আবেদন পদ্ধতি (How To Apply Khargapur IIT Faculty Recruitment 2022)
আগ্রহী চাকরিপার্থী এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। কিভাবে আপনারা খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন না নিচে কয়েকটি সহজ ধাপের মাধ্যমে দেখানো হয়েছে –
- প্রথমে erp.iitkgp.ac.in ওয়েবসাইটে যান
- এরপর Careers/Vacancy/recruitment পৃষ্ঠায় জন এবং Faculty তে ক্লিক করুন।
- সামনে যে ফর্মটি আসবে সেটিকে পূরণ করুন।
- প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
- আবেদন ফী প্রদান করুন।
- এরপর আপনার আবেদনটি সাবমিট করলেই আবেদনটি সম্পন্ন হবে।
নিয়োগ পদ্ধতি (Khargapur IIT Faculty Recruitment 2022 Selection Process)
এখানে আবেদনকারীদের প্রথমে লিখিত পরীক্ষা ও তারপর ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষার সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিসটি দেখুন। প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা বিজ্ঞপ্তি রয়েছে। নিচের দেওয়া অফিসিয়াল নোটিস এর লিঙ্কে ক্লিক করলে সমস্ত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।
গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক
অফিসিয়াল নোটিস | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
আমাদের টেলিগ্রাম | Join Here |
আরো পড়ুন ~
- বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে
- ভারতীয় সেনাবাহিনীতে Agniveer নিয়োগ রেলি 2022
- কেন্দ্র সরকার দ্বারা BARC তে গ্রুপ সি পদে নিয়োগ 2022
2 thoughts on “99 এরও বেশি শূন্যপদে খড়গপুর IIT তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত | Khargapur IIT Faculty Recruitment 2022”