কলকাতা মিউনিসিপাল সার্ভিস কমিশন কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে ২০,০০০ টাকা

KMC Counselor Recruitment 2023: পশ্চিমবঙ্গ জেলার কলকাতার পৌরসভায় তরফে Counselor পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ১৭ টি শূন্যপদ রয়েছে। এখানে প্রার্থীদের প্রতিমাসে ২০,০০০/- টাকা বেতন দেওয়া হবে। এখানে প্রার্থীরা অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। Kolkata Municipal corporation Recruitment 2023 তে প্রার্থীরা কি ভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাKolkata Municipal Corporation
পদের নামCounselor
মোট শূন্যপদ১৭ টি
বেতন২০,০০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন পদ্ধতিঅফলাইন
স্থানকলকাতা, পশ্চিমবঙ্গ
ওয়েবসাইটwww.kmcgov.in
টেলিগ্ৰামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

কলকাতা মিউনিসিপাল সার্ভিস কমিশনে নিয়োগ ২০২৩

পদের নাম (Post Name)

পশ্চিমবঙ্গ জেলার কলকাতার পৌরসভায় তরফে যে পদে নিয়োগ করা হচ্ছে সেটি হলো – কাউন্সিলর।

মোট শূন্যপদ (Total Vacancy)

Kolkata Municipal corporation Vacancy 2023 তে সব মিলিয়ে মোট ১৭ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

Kolkata Municipal corporation Recruitment 2023 তে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে Psychology/Social Work/Sociology/Anthropology/Human Development গ্ৰাজুয়েশন পাস করে থাকতে হবে এবং প্রার্থীদের কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

Kolkata Municipal corporation Recruitment 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৪০ বছর বয়সে মধ্যে হতে হবে। এছাড়াও প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

বেতন (Salary)

পশ্চিমবঙ্গ জেলার কলকাতার পৌরসভায় কাউন্সিলর পদে আবেদনকারী প্রার্থীদের প্রতিমাসে ২০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (KMC Counselor Recruitment 2023 Apply Online)

আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা KMC Counselor Recruitment 2023-তে সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীরা প্রথমে নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিশিয়াল নোটিস থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। তারপরে সঠিক ভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে নিচে উল্লেখিত ঠিকানা নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানা আবেদনপত্রটি জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

Cheif Municipal Health Officer, Kolkata Municipal Corporation, CMO Bldg, 5, S.N Banarjee Road, Kolkata- 700013

আবেদনে শেষ তারিখ (KMC Counselor Recruitment 2023 Last Date)

এখানে আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ থেকে এবং আবেদন প্রক্রিয়া শেষ হবে ২৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ।

নিয়োগ পদ্ধতি (Selection Process)

এখানে আবেদনকারী প্রার্থীদের প্রথমে শিক্ষাগত যোগ্যতা নম্বার শতাংশ দেখা হবে। তারপরে প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে ওই লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের কাজের অভিজ্ঞতা ও ইন্টারভিউ মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত০৮.০২.২০২৩
আবেদন শুরু১৫.০২.২০২৩
আবেদনে শেষ তারিখ২৫.০২.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিশিয়াল নোটিস – Download PDF
  • অফিশিয়াল ওয়েবসাইট – Click Here
  • আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক – Join Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ – Join Group

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here.
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment