কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কর্মী নিয়োগ চলছে, বেতন ২৪ হাজার টাকা – শীঘ্রই আবেদন করুন

KMC Medical Officer Recruitment 2023: পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে মেডিকেল অফিসার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সব মিলিয়ে মোট ৫৯ টি শূন্যপদ রয়েছে। এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ২৪,০০০/- টাকা বেতন দেওয়া হবে। এখানে আবেদন করার জন্য কোন রকম আবেদন মূল্য লাগবে না। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের এখানে ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে। এখানে আবেদন করা জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে জানার জন্য পুরো খবরটি পড়ুন।

নিয়োগ সংস্থাকলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন
পদের নামMedical Officer
মোট শূন্যপদ৫৯ টি
বেতন (₹)২৪,০০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডইন্টারভিউ
স্থানকলকাতা
ওয়েবসাইটkmcgov.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে নিয়োগ ২০২৩

পদের নাম

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে যে পদে নিয়োগ করানো হচ্ছে সেটি হলো – মেডিকেল অফিসার (Medical Officer)

মোট শূন্যপদ

কলকাতার পৌরসভার অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে মেডিকেল অফিসার পদে সব মিলিয়ে মোট ৫৯ টি শূন্যপদে নিয়োগ করানো হবে।

শিক্ষাগত যোগ্যতা

এখানে আবেদন করার জন্য আবেদনকারী যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস কমপ্লিট করে থাকতে হবে, তাহলে আবেদন যোগ্য।

বয়সসীমা

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৬৭ বছর বয়সের মধ্যে হতে হবে। আবেদনকারী প্রার্থীদের এখানে বয়সের হিসাব ধরা হবে ০১ আগষ্ট ২০২৩ তারিখ অনুযায়ী।

বেতন

এখানে মেডিকেল অফিসার পদে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ২৪,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে মেডিকেল অফিসার পদে আলাদা ভাবে কোন রকম আবেদন করা প্রয়োজন নেই। ইন্টারভিউ দিন বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করে নিচে উল্লেখিত ইন্টারভিউ স্থানে সঠিক সময়ের মধ্যে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউ স্থান

Room No. 254, 2nd Floor, PMU, Kolkata City NUHM Society,5, S,.N.Banerjee Road, Kolkata- 700013

ইন্টারভিউ তারিখ

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ০৪ আগষ্ট ২০২৩ তারিখ।

নির্বাচন প্রক্রিয়া

এখানে আবেদনকারী প্রার্থীদের কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত১৯.০৭.২০২৩
ইন্টারভিউ তারিখ০৪.০৮.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: kmcgov.in
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

2 thoughts on “কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কর্মী নিয়োগ চলছে, বেতন ২৪ হাজার টাকা – শীঘ্রই আবেদন করুন”

  1. I am Suparna Paul from Kolkata Jadavpur.. I am one and only earning member.. Stay by own home.. Living with mother and brother.. Father has no more so i really need a job as soon as possible.. So i can properly helped my family..

    Reply

Leave a Comment