Kolkata Bose Institute Group-D Recruitment 2023 Notification: পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরের বোস ইনস্টিটিউটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে অষ্টম শ্রেণী পাসে Group-D এর বিভিন্ন পদে নিয়োগ করা হবে। আগ্রহী ও পার্থী এখানে আগামী ১৩ এই ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। Bose Institute Group-D Recruitment 2023 তে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার পদ্ধতি এবং পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | Bose Institute, Kolkata |
---|---|
পদের নাম | Group-D (Jr. Mechanic, Driver-cum-Mechanic) |
মোট শূন্যপদ | ৪ টি |
বেতন (₹) | ১৯,৯০০ – ৬৩,২০০/- |
আবেদন মোড | অনলাইন |
ওয়েবসাইট | www.jcbose.ac.in |
স্থান | কলকাতা, পশ্চিমবঙ্গ |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
বোস ইনস্টিটিউটে Group-D নিয়োগ ২০২৩ (Kolkata Bose Institute Group-D Recruitment 2023)
পদের নাম (Post Name)
এখানে কলকাতার বোস ইনস্টিটিউটে Group-D এর বিভিন্ন পদে নিয়োগ করা হবে। পদের নাম নিচের তালিকায় উল্লেখ করা হয়েছে।
- Jr. Mechanic (Electrical)
- Jr. Mechanic (Mechanical)
- Driver-cum-Mechanic
মোট শূন্যপদ (Total Vacancy)
Kolkata Bose Institute Group-D Recruitment 2023-তে সব মিলিয়ে মোট ৪ টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা নিচের ছকে দেওয়া হয়েছে।
পদের নাম | শূন্যপদের সংখ্যা |
---|---|
Jr. Mechanic (Electrical) | ০২ টি – UR |
Jr. Mechanic (Mechanical) | ০১ টি – UR |
Driver-cum-Mechanic | ০১ টি – OBC |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
এখানে আবেদন করার জন্য যেকোনো স্বীকৃতি বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট থাকা প্রয়োজন। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
বয়সসীমা (Age Limit)
Kolkata Bose Institute Group-D Recruitment 2023-তে আবেদন করার জন্য আবেদন কারীর বয়স ২৮ বছরের কম হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।
বেতন (Salary)
এখানে তিনটি পদের ক্ষেত্রেই প্রতিমাসে Pay Level-2 (7th CPC) অনুযায়ী বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (Kolkata Bose Institute Group-D Recruitment 2023 Apply Online)
আগ্রহী ও যোগ্য পার্থী এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রথমে বোস ইনস্টিটিউট এর অফিসিয়াল ওয়েবসাইট www.jcbose.ac.in-এর হোম পেজে যেতে হবে। তারপর Careers তে ক্লিক করতে হবে। সঠিক ভাবে অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। আবেদন সম্পন্ন হলে আবেদন সংক্রান্ত তথ্য সংরক্ষিত বা প্রিন্ট করে রাখতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন।

আবেদন মূল্য (Application Fee)
এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য রাখা হয়নি।
আবেদনের শেষ তারিখ (Kolkata Bose Institute Group-D Recruitment 2023 Last Date)
Kolkata Bose Institute Group-D Recruitment 2023-তে আগামী ১৩এই ফেব্রুয়ারি ২০২৩ তারিখ বিকেল ৫ টার আগে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। বিস্তারিত জানার জন্য নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে দেখুন।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১৪.০১.২০২৩ |
আবেদন শুরু | ১৪.০১.২০২৩ |
আবেদন শেষ | ১৩.০২.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট: www.jcbose.ac.in
- আমাদের টেলিগ্রাম: Join Here
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
আরো পড়ুন ~
- মাধ্যমিক পাসে গ্রামীণ ডাক সেবক (GDS) নিয়োগ ২০২৩ – মোট ৪০৮৮৯ টি শূন্যপদ
- ভারতীয় পশুপালন নিগম লিমিটেডে নিয়োগ ২০২৩ – মোট ২৮২৬টি শূন্যপদ
- পশ্চিমবঙ্গে বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে ২০২৩
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |