স্বাস্থ্য দপ্তরে মোটা বেতনের চাকরির সুযোগ, সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ

Kolkata City NUHM Society Specialist Medical Officer Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী স্বাস্থ্য দপ্তরে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য সুবর্ন সুযোগ রয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার স্বাস্থ্য দপ্তরে পক্ষ থেকে Specialist Medical Officer পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ০৫ টি শূন্যপদ রয়েছে। এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৭০,০০০/- টাকা বেতন দেওয়া হবে। এখানে আবেদন করা জন্য কোন রকম আবেদন মূল্য লাগবে না। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করা জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

নিয়োগ সংস্থাKolkata City NUHM Society
পদের নামSpecialist Medical Officer
মোট শূন্যপদ০৫ টি
বেতন (₹)৭০,০০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅফলাইন
স্থানকলকাতা
ওয়েবসাইটwww.kmcgov.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

কলকাতার স্বাস্থ্য দপ্তরে নিয়োগ ২০২৩

পদের নাম (Post Name)

এখানে Kolkata City NUHM Society এর পক্ষ থেকে যে পদে নিয়োগ করানো হবে সেটি হলো- Specialist Medical Officer

মোট শূন্যপদ (Total Vacancy)

Kolkata City NUHM Society এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ০৫ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

এখানে Specialist Medical Officer পদে আবেদন করা জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত মেডিক্যাল কাউন্সিলর থেকে এমবিবিএস পাস এবং সমতুল্য ডিগ্ৰী করে থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের ইন্টার্নশিপ অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আবেদন যোগ্য।

বয়সসীমা (Age Limit)

এখানে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৬৭ বছর বয়সের মধ্যে হতে হবে। এখানে বয়সের হিসাব ধরা হবে ০১ জুন ২০২৩ তারিখ অনুযায়ী।

বেতন (Salary)

নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৭০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Apply Process)

Kolkata City NUHM Society Specialist Medical Officer Recruitment 2023

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের এখানে আলাদাভাবে আবেদন করার কোন প্রয়োজন নেই, সরাসরি ইন্টারভিউ স্থানে উপস্থিত হলেই হবে। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। এরপর আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে এবং সঙ্গে প্রয়োজনে ডকুমেন্ট এর কপি যুক্ত করতে হবে (সঙ্গে ডকুমেন্টের অরজিনাল কপি ও নিয়ে থাকতে হবে)। এরপর ১২ই জুন ২০২৩ তারিখে সকাল ১১ টা বেজে ৩০ মিনিটে নিচের দেওয়া ঠিকানা ইন্টারভিউ এর জন্য উপস্থিত হতে হবে।

ইন্টারভিউ স্থান

Room No.254, 2nd Floor, PMU, Kolkata City NUHM Society, 5 S.N Banerjee Road, Kolkata- 700013

ইন্টারভিউ তারিখ

Kolkata City NUHM Society এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে ইন্টারভিউ নেওয়া হবে আগামী ১২ জুন ২০২৩ (সময় সকাল ১১টা ৩০)

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

এখানে আবেদনকারী প্রার্থীদের কোন রকমে লিখিত পরীক্ষা নেওয়া হবে না। ইন্টারভিউতে পাশ করলেই এখানে সরাসরি চাকরিতে নিযুক্ত করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত০৭.০৬.২০২৩
ইন্টারভিউ তারিখ১২.০৬.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি/আবেদনপত্র: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: www.kmcgov.in
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here.

Leave a Comment