Dr. Syama Prasad Mookerjee National Institute Scientist F Recruitment 2023: পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় জল শক্তি দপ্তরে পক্ষ থেকে Scientist F, Scientist E সহ আরো বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সব মিলিয়ে মোট ১৭ টি শূন্যপদ রয়েছে। এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৩৫,৪০০/- থেকে ২,১৬,৬০০/- টাকা বেতন দেওয়া। এখানে পুরুষ ও মহিলা উভয়ে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে এখানে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী ৩১শে আগষ্ট ২০২৩ তারিখ পর্যন্ত। এখানে আবেদন করা জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
নিয়োগ সংস্থা | Dr. Syama Prasad Mookerjee National Institute |
---|---|
পদের নাম | Scientist F, Scientist E সহ আরো বিভিন্ন |
মোট শূন্যপদ | ১৭ টি |
বেতন (₹) | ৩৫,৪০০/- থেকে ২,১৬,৬০০/- |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অফলাইন |
স্থান | কলকাতা |
ওয়েবসাইট | jalshakti-ddws.gov.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
কলকাতায় জল শক্তি দপ্তরে নিয়োগ ২০২৩
পদের নাম (Post Name)
এখানে জল শক্তি দপ্তরের পক্ষ থেকে যে সমস্ত পদে নিয়োগ করানো হবে সেগুলি নিচের তালিকায় বিস্তারিত উল্লেখ করা হয়েছে –
- Scientist F
- Scientist E
- Scientist D
- Finance & Accounts Officer
- Administrative Officer
- Scientist C
- Technical Officer
- Chemist
- Assistant
মোট শূন্যপদ (Total Vacancy)
জল শক্তি দপ্তরের অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ১৭ টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদে সংখ্যা নিচের ছকে বিস্তারিত উল্লেখ করা।
পদের নাম | শূন্যপদের সংখ্যা |
---|---|
Scientist F | ০১ টি |
Scientist E | ০১ টি |
Scientist D | ০১ টি |
Finance & Accounts Officer | ০১ টি |
Administrative officer | ০১ টি |
Scientist C | ০৪ টি |
Technical Officer | ০২ টি |
Chemist | ০৩ টি |
Assistant | ০৩ টি |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
প্রতিটি পদে আবেদন করার জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। এখানে আবেদন করা জন্য প্রার্থীদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে হলে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখুন।
বয়সসীমা (Age Limit)
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৫৬ বছর বয়সের মধ্যে হতে হবে।
বেতন (Salary)
এখানে নির্বাচিত প্রার্থীদের যে পরিমাণ বেতন দেওয়া হবে সেগুলি নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
পদের নাম | বেতন (₹) |
---|---|
Scientist F | ১,৩১,১০০/- থেকে ২,১৬,৬০০/- |
Scientist E | ১,২৩,১০০/- থেকে ২,১৫,৯০০/- |
Scientist D | ৭৮,৮০০/- থেকে ২,০৯,২০০/- |
Finance & Accounts Officer | ৭৮,৮০০/- থেকে ২,০৯,২০০/- |
Administrative Officer | ৭৮,৮০০/- থেকে ২,০৯,২০০/- |
Scientist C | ৬৭,৭০০/- থেকে ২,০৮,৭০০/- |
Technical Officer | ৫৩,১০০/- থেকে ১,৬৭,৮০০/- |
Chemist | ৪৪,৯০০/- থেকে ১,৪২,৪০০/- |
Assistant | ৩৫,৪০০/- থেকে ১,১২,৪০০/- |
আবেদন পদ্ধতি (Apply Process)
আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের এখানে অনলাইনে আবেদনের সুবিধা না থাকায় প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। এরপরে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। তারপরে পূরণ করা আবেদনপত্র সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট জেরক্স কপি যুক্ত করে নিচে উল্লেখিত ঠিকানা সঠিক সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদন মূল্য (Application Fee)
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের কোন প্রকার আবেদন মূল্যের প্রয়োজন নেই।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
Administrative Officer, Dr. Syama Prasad Mookerjee National Institute of Water and Sanitation (SPM-NIWAS), Near IIMC, P.O Pailanhat Diamond Harbour Road, Joka, Kolkata, (24 Parganas (South) – 700104
আবেদনের শেষ তারিখ (Application Last Date)
জল শক্তি দপ্তরে অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হলো ৩১শে আগষ্ট ২০২৩।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২২.০৬.২০২৩ |
আবেদন শুরু | ২২.০৬.২০২৩ |
আবেদন শেষ | ৩১.০৮.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি/আবেদনপত্র: Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here