Kolkata ESIC Senior Resident Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী কর্মচারী রাজ্য বীমা কর্পোরেশনে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট সুখবর রয়েছে। এখানে সব মিলিয়ে মোট ০১ টি শূন্যপদে Senior Resident পদে নিয়োগ করানো হবে। এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১,৩৩,৬৪০ টাকা বেতন দেওয়া হবে। ইতিমধ্যে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী ০২ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
নিয়োগ সংস্থা | Employee’s State Insurance Corporation (EsIC) Kolkata |
---|---|
পদের নাম | Senior Resident |
মোট শূন্যপদ | ০১ টি |
বেতন (₹) | ১,৩৩,৬৪০/- |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অফলাইন |
স্থান | কলকাতা |
ওয়েবসাইট | esic.nic.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
কর্মচারী রাজ্য বীমা কর্পোরেশনে নিয়োগ ২০২৩
পদের নাম
কলকাতা কর্মচারী রাজ্য বীমা কর্পোরেশনের পক্ষ থেকে যে পদে নিয়োগ করানো হচ্ছে সেটি হলো – Senior Resident।
মোট শূন্যপদ
কলকাতা কর্মচারী রাজ্য বীমা কর্পোরেশনের অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে Senior Resident পদে সব মিলিয়ে মোট ০১ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদন করার জন্য আবেদনকারী যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমডি, এমএস, ডিএনবি, স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লিট করে থাকতে।
বয়সসীমা
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৪৫ বছর বয়সের মধ্যে হতে হবে।
বেতন
এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১,৩৩,৬৪০/- টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
কলকাতা কর্মচারী রাজ্য বীমা কর্পোরেশনে Senior Resident পদে অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে esic.nic.in ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে সঠিক ভাবে পূরণ করতে হবে। এরপরে পূরণ করা আবেদনপত্র সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট এর জেরক্স কপি যুক্ত করতে হবে। তারপরে নিচে উল্লেখিত ঠিকানা সঠিক সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে।
আবেদন মূল্য
এখানে আবেদন করার জন্য কোন রকম আবেদন মূল্য ধার্য করা হয়নি।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
The Office of the Dean, ESI-PGIMSR & ESIC Medical College, Joka Kolkata – 700104
আবেদনের শেষ তারিখ
কর্মচারী রাজ্য বীমা কর্পোরেশনের অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন ০২ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত।
নির্বাচন প্রক্রিয়া
এখানে আবেদনকারী প্রার্থীদের কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৫.০৮.২০২৩ |
আবেদন শুরু | ২৫.০৮.২০২৩ |
আবেদন শেষ | ০২.০৯.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
- অফিসিয়াল বিজ্ঞপ্তি/আবেদনপত্র: Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট: esic.nic.in
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here