কলকাতা স্কুল অফ ট্রাপিক্যাল মেডিসিন তে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ ২০২২

কলকাতা স্কুল অফ ট্রাপিক্যাল মেডিসিন এর তরফে জিএনএম নার্স পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেহেতু চাকরি প্রার্থীদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা স্থায়ী বাসিন্দা হলেই আবেদন করতে পারবেন। যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা অব্যশই এখানে কী ভাবে আবেদন করবেন এবং আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানতে হলে পুরো খবরটি পড়ুন এবং আরো বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিস দেখুন।

নিয়োগ সংস্থাকলকাতা স্কুল অফ ট্রাপিক্যাল মেডিসিন
পদের নামGNM
শিক্ষাগত যোগ্যতাGNM কোর্স পাশ করা থাকতে হবে।
মোট শূন্যপদ2 টি
ইন্টারভিউয়ের তারিখ20.08.2022
স্থানকলকাতা

কলকাতা স্কুল অফ ট্রাপিক্যাল মেডিসিন তে GNM পদে নিয়োগ

পদের নাম ~ এখানে আবেদনকারীদের GNM নার্স পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা ~ এখানে আবেদনকারীদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে GNM কোর্স পাশ করে থাকতে হবে। এর সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

মোট শূন্যপদ ~ এখানে মোট 2 টি শূন্য পদে নিয়োগ করা হবে।

বয়সসীমা ~ যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করবেন এবং তাদের বয়স 40 বছরের কম হতে হবে। এখানে বয়সের হিসাব ধরা হবে 01.01.2022 তারিখ অনুযায়ী।

বেতন ~ এখানে আবেদনকারীদের প্রতিমাসে 25,000/- টাকা করে বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

যেহেতু চাকরি প্রার্থীদের অফলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা অব্যশই আলাদা আলাদা ভাবে আবেদন করতে হবে না। আবেদনকারীরা ইন্টারভিউয়ের দিন সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস জেরক্স কপি নিয়ে নির্ধারিত তারিখে সঠিক ঠিকানা উপস্থিত হতে হবে।

কলকাতা স্কুল অফ ট্রাপিক্যাল মেডিসিন নিয়োগ

যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন ~

  • সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস।
  • আধার কার্ড অথবা ভোটার কার্ড।
  • বয়সের প্রমানপএ।
  • অভিজ্ঞতা সার্টিফিকেট।
  • কাস্ট সার্টিফিকেট।
  • পাসপোর্ট সাইজের 2 কপি ফটো।

ইন্টারভিউয়ের স্থান ~ Calcutta School of Tropical Medicine, 108 Chittaranjan Avenue, Kolkata – 700073

ইন্টারভিউয়ের তারিখ ~ এখানে আবেদনকারীদের ইন্টারভিউ হবে 20.08.2022 তারিখ। সকাল 10 টা থেকে দুপুর 1 টা পর্যন্ত।

নিয়োগ পদ্ধতি

এখানে চাকরি প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক

বিজ্ঞপ্তি প্রকাশিত05.08.2022
ইন্টারভিউয়ের শুরু20.08.2022
ইন্টারভিউয়ের শেষ তারিখ20.08.2022
অফিশিয়াল নোটিসDownload PDF
অফিশিয়াল ওয়েবসাইটClick Here
আমাদের টেলিগ্ৰামে লিঙ্কJoin Here

নতুন চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ITI পাশে চাকরি580+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..

সরকারি চাকরি আপডেট

নিয়োগমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
অগ্নিপথ প্রকল্পে নিয়োগ50000+Apply Here..
আশা কর্মী নিয়োগ4500+Apply Here..
IBPS তে নিয়োগ65000+Apply Here..
ভারতীয় ডাক বিভাগে নিয়োগ7800+Apply Here..
ভারতীয় রেলওয়ে নিয়োগ56000+Apply Here..
সাস্থ্য দপ্তরে নিয়োগ10000+Apply Here..
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment