Kolkata Metro Railway Vacancy 2023: পশ্চিমবঙ্গের মাধ্যমিক পাস করে থাকা পর্থীদর জন্য বিরাট কলকাতা মেট্রো রেল ভবনের পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে মোট ১২৫ টি শূন্যপদে শিক্ষানবিশ (Apprentice) নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য পার্থী এখানে আগামী ৬এই মার্চ পর্যন্ত সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। Kolkata Metro Railway Apprentice Vacancy 2023-তে আবেদন করতে ইচ্ছুক থাকলে পুরো নিবন্ধটি মনোযোগ সহকারে পড়ুন, কারণ নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | Metro Rail Bhavan, Kolkata |
---|---|
পদের নাম | Apprentice |
মোট শূন্যপদ | ১২৫ টি |
বেতন (₹) | নিয়ম অনুযায়ী |
চাকরির ধরন | শিক্ষানবিশ |
আবেদন মোড | অনলাইন |
স্থান | কলকাতা, পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | mtp.indianrailways.gov.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
কলকাতা মেট্রো রেল ভবনে নিয়োগ ২০২৩ (Kolkata Metro Railway Vacancy 2023)
পদের নাম (Post Name)
কলকাতার মেট্রো রেল ভবনের পক্ষ থেকে যে বিভিন্ন ট্রেডের শিক্ষানবিশ (Apprentice) পদে নিয়োগ করা হবে। প্রতিটি ট্রেডের নাম নিচের তালিকায় উল্লেখ করা হয়েছে।
- Fitter
- Electrician
- Machinist
- Welder
মোট শূন্যপদ (Total Vacancy)
Kolkata Metro Railway Apprentice Vacancy 2023-তে সব মিলিয়ে মোট ১২৫টি শূন্যপদ রয়েছে। ট্রেড ও শ্রেণী অনুযায়ী শূন্যপদের সংখ্যা নিচের ছকে দেওয়া হয়েছে।
ট্রেডের নাম | UR | SC | ST | OBC | PH | Ex-Serviceman |
---|---|---|---|---|---|---|
Fitter | ৩১ | ১২ | ০৬ | ২২ | ০৩ | ০৬ |
Electrician | ১২ | ০৪ | ০২ | ০৭ | ০১ | – |
Machinist | ০৫ | ০১ | ০১ | ০২ | – | – |
Welder | ০৫ | ০১ | ০১ | ০২ | – | – |
মোট শূন্যপদ | ৫৩ | ১৮ | ১০ | ৩৩ | ০৪ | ০৬ |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
এখানে আবেদন করার জন্য যেকোন স্বীকৃত বিদ্যালয় থেকে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে ITI করা থাকতে হবে।
বয়সসীমা (Age Limit)
Kolkata Metro Railway Vacancy 2023-তে যেকোনো ট্রেডের শিক্ষানবিশ পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।
বেতন (Stipend)
এখানে শিক্ষানবিশ পদে নির্বাচিত পর্থীদের কলকাতা মেট্রো রেলওয়ে এর পূর্ববর্তী নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (Kolkata Metro Railway Apprentice Vacancy 2023 Apply Process)
এখনে পর্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি এর সঙ্গে যুক্ত আবেদনপত্র ডাউনলোড করুন। আবেদনপত্রটি সঠিক ভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট এর কপি যুক্ত করুন। এরপর সেটিকে নিজেগিয়ে অথব পোস্ট এর মাধ্যমে নিচের দেওয়া ঠিকানায় জমা করুন। আবেদন করার আগে অবশ্যই বিজ্ঞপ্তিটি ভালোকরে পড়ে দেখবেন।

কলকাতা মেট্রো রেলওয়ে-তে Apprentice পদে আবেদন করার জন্য অবশ্যই আগে www.apprenticeshipindia.org ওয়েবসাইটে আবেদনকারীর নাম রেজিষ্টার করা থাকতে হবে। আপনার যদি না থাকে প্রথমে নাম রেজিষ্টার করুন।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
Dy. CPO, Metro Railway, Metro Rail Bhavan, 33/1, J.L. Nehru Road, Kolkata – 700071
আবেদন মূল্য (Application Fee)
এখনে আবেদন করার জন্য ১০০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। SC/ST, PH, মহিলা, সংখ্যালঘুরা অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পর্থীদের কোনোরকম আবেদন মূল্য লাগবে না।
আবেদনের শেষ তারিখ (Application Last Date)
Kolkata Metro Railway Recruitment Vacancy 2023-তে আগামী ৬এই মার্চ ২০২৩ সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রাপ্ত আবেদন পত্র গ্রহণ করা হবে।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
কলকাতা মেট্রো রেলওয়ে-তে Apprentice পদে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতার মান অনুযায়ী মেরিট লিস্ট তৈরি করে নিয়োগ করা হবে। নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে দেখবেন।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০৭.০২.২০২৩ |
আবেদন শুরু | ০৭.০২.২০২৩ |
আবেদন শেষ | ০৬.০৩.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- রেজিষ্টেশন লিঙ্ক: Register Here
- অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here. |
F.A.Q
Kolkata Metro Railway Vacancy 2023-তে কোন পদে নিয়োগ করা হচ্ছে?
Kolkata Metro Railway Vacancy 2023-তে শিক্ষানবিশ (Apprentice) পদে নিয়োগ করা হচ্ছে
Kolkata Metro Railway Apprentice Vacancy 2023-তে আবেদনের শেষ তারিখ কত?
Kolkata Metro Railway Apprentice Vacancy 2023-তে আবেদনের শেষ তারিখ হলো ০৬ মার্চ ২০২৩।
Kolkata Metro Railway Apprentice Recruitment 2023-তে কিভাবে আবেদন করবো?
Kolkata Metro Railway Apprentice Recruitment 2023-তে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সম্পূর্ণ পদ্ধতি উপরে দেওয়া রয়েছে।
My need govent job