Kolkata Metro Recruitment 2022: পশ্চিমবঙ্গের কলকাতা শহরে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত। সর্বোচ্চ 55 বছর বয়স পর্যন্ত পার্থী এখানে আবেদন করতে পারবে। Kolkata Metro Jobs তে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য প্রয়োজন নেই। এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রযোজনা এবং আগ্রহী পার্থী এখানে কিভাবে আবেদন করতে পারবে জানার জন্য পুরো খবরটি পড়ুন।
নিয়োগ সংস্থা | Kolkata Metro Rail Corporation Ltd |
পদের নাম | Additional General Manager |
মোট শূন্যপদ | 1 |
আবেদন মোড | অফলাইন |
স্থান | কলকাতা, পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | kmrc.in |
Kolkata Metro Recruitment 2022 – বিবরণ
পদের নাম – Post Name
এখানে Kolkata Metro Rail Corporation Ltd এর তরফ থেকে অ্যাডিসেনাল জেনারেল ম্যানেজার (Additional General Manager) পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা – Education Qualification
শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে অফিসিয়াল নোটিশটি দেখুন, লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।
বয়সসীমা – Age Limit
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়সসীমা হলো 01.06.2022 তারিখ অনুযায়ী 55 বছর।
মোট শূন্যপদ – Total Vacancy
এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।
আবেদন পদ্ধতি – How To Apply Kolkata Metro Recruitment 2022
- প্রথমে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিস এর pdf ডাউনলোড করুন। আর দেখুন আপনি এই পদের জন্য যোগ্য কি না।
- আপনি যদি যোগ্য পার্থী হয়ে থাকেন তাহলে নিজের সিভি/বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র একসঙ্গে যুক্ত করুন এবং একটি বৈধ মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিন।
- তারপর সমস্ত ডকুমেন্ট নিচের দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিন।
- আবেদন করার শেষ তারিখ এর পর প্রাপ্ত আবেদন পত্র গ্রহণ করা হবে না।
- মনে রাখবেন যে অসম্পূর্ণ আবেদন পত্র গ্রহণ করা হবে না। তাই আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়াটি অবশ্যই দেখবেন।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা
Managing Director, Kolkata Metro Rail Corporation Limited, KMRCL Bhavan, HRBC Office Compound, Munshi Premchand Sarani, Kolkata – 700021.
আবেদনের শেষ তারিখ – Application Last Date
15 সেপ্টেম্বর 2022 তারিখ 18:30 পর্যন্ত আবেদন পত্র গ্রহণ করা হবে।
নিয়োগ প্রক্রিয়া – Kolkata Metro Recruitment 2022 Selection Process
এখানে আবেদনকারীকে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ – Importent Dates
বিজ্ঞপ্তি প্রকাশিত | 15.08.2022 |
আবেদন শুরু | 16.08.2022 |
আবেদন শেষ | 15.09.2022 |
প্রয়োজনীয় লিঙ্ক – Importent Links
- অফিসিয়াল নোটিস – Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট – kmrc.in
- আমাদের টেলিগ্রাম – Join Here Free
নতুন চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ITI পাশে চাকরি | 580+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |
সরকারি চাকরির আপডেট
নিয়োগ | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
অগ্নিপথ প্রকল্পে নিয়োগ | 50000+ | Apply Here.. |
আশা কর্মী নিয়োগ | 4500+ | Apply Here.. |
IBPS তে নিয়োগ | 65000+ | Apply Here.. |
ভারতীয় ডাক বিভাগে নিয়োগ | 7800+ | Apply Here.. |
ভারতীয় রেলওয়ে নিয়োগ | 56000+ | Apply Here.. |
সাস্থ্য দপ্তরে নিয়োগ | 10000+ | Apply Here.. |
Kolkata Metro Recruitment 2022 তে কোন পদে নিয়োগ করা হচ্ছে?
Kolkata Metro Recruitment 2022 তে অ্যাডিসেনাল জেনারেল ম্যানেজার (Additional General Manager) পদে নিয়োগ করা হবে।
কলকাতা মেট্রো তে আবেদন শুরু কতো তারিখ?
কলকাতা মেট্রো তে অ্যাডিসেনাল জেনারেল ম্যানেজার পদে আবেদন শুরু 16 আগস্ট 2022।
কলকাতা মেট্রো তে আবেদন করার শেষ তারিখ কত?
কলকাতা মেট্রো তে অ্যাডিসেনাল জেনারেল ম্যানেজার পদে আবেদন করার শেষ তারিখ হলো 15 সেপ্টেম্বর 2022।
I need a job