কোলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগ 2022|Kolkata Police Constable Recruitment 2022

পশ্চিমবঙ্গের কোলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগ শুরু করা হচ্ছে। তাদের জন্য বিরাট সুখবর রয়েছে। কোলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কোলকাতা পুলিশ কনস্টেবল ছেলে ও মেয়ে সকলে আবেদন করা সুযোগ পাবেন। Male-Female আলাদা আলাদা শূন্য পদ রয়েছে।যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি করতে আগ্রহী তারা অব্যশই এই চাকরি সম্বন্ধে বিস্তারিত ভাবে জেনে নিয়ে আবেদন করবেন।

নিয়োগ সংস্থাকলকাতা পুলিশ
পদের নামকনস্টেবল ও লেডি কনস্টেবল
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক পাস
মোট শূন্যপদ1666 টি
আবেদন শেষ তারিখ27.06.2022
স্থানকলকাতা,

Kolkata Police Constable Recruitment 2022 – বিবরণ

পদের নাম ~ এখানে যে পদে কর্মী নিয়োগ করা হবে সেটি হল কোলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে।

বেতন ~ অফিসিয়াল নোটিসে বেতনের কথা উল্লেখ করা নেই। আনুমানিক কোলকাতা পুলিশ কনস্টেবল এর বেতন প্রতিমাসে 21,498 – 23,139 টাকা দেওয়া হয়ে থাকে।

শূন্যপদ ~ এখানে সব মিলিয়ে মোট 1666 টি শূন্যপদ রয়েছে।

  • পুরুষ – 1410 টি শূন্যপদ
  • মহিলা – 256 টি শূন্যপদ

কোলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগ 2022 যোগ্যতা (Kolkata Police Constable Recruitment 2022 Qualification)

শিক্ষাগত যোগ্যতা ~এখানে আবেদন করা জন্য মাধ্যমিক পাস করে থাকলেই কোলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল চাকরি জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা ~ এখানে কোলকাতা পুলিশ কনস্টেবল চাকরি করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। বয়সে হিসেবে করতে হবে 01.01.2022 তারিখ অনুযায়ী। এছাড়াও চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী SC/ST ক্যাটাগরির চাকরি প্রার্থীরা 5 বছরের ছাড় পাবেন এবং OBC শ্রেণীর পার্থীরা 3 বছরের বয়সের ছাড় পাবে।

কোলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগ 2022 আবেদন পদ্ধতি (How To Apply Kolkata Police Constable Recruitment 2022)

West Bengal Police Recruitment Bord (WBPRB) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগ 2022 এর জন্য আবেদন করতে পারবেন। 29 সে মে থেকে আবেদন পক্রিয়া শুরু হবে। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক এবং আবেদন করার লিঙ্ক নিচে দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারেন।

আবেদন মূল্য –

  • পশ্চিমবঙ্গের ST/SC চাকরি পর্থিদের আবেদন মূল্য লাগবে 20 টাকা।
  • বাকি সকল শ্রেণীর ক্ষেত্রে আবেদন মূল্য লাগবে 170 টাকা।

কোলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগ 2022 আবেদন পদ্ধতি (How To Apply Kolkata Police Constable Recruitment 2022)

কোলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগ 2022 আবেদন পদ্ধতি (How To Apply Kolkata Police Constable Recruitment 2022)

কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল মোট 5 টি ধাপের মাধ্যমে বাছাই করে নিয়োগ করা হবে-

  1. প্রিলিমিনারি লিখিত পরীক্ষা (100 নম্বর)
  2. শারীরিক মাপের পরীক্ষা (PMT)
  3. শারীরিক দক্ষতার পরীক্ষা (PET)
  4. মেন বা ফাইনাল লিখিত পরীক্ষা (85 নম্বর)
  5. ইন্টারভিউ (15 নম্বর)

প্রিলিমিনারি লিখিত পরীক্ষা ~

বিষয়নম্বর
General Awareness and General Knowledge 40
Elementary Mathematics (Madhyamik standard) 30
Reasoning 30
মোট100

শারীরিক মাপের পরীক্ষা ~

  • পুরুষদের ক্ষেত্রে ~ গোর্খা, রাজবংশী, গাড়োয়ালী এবং ST দের ক্ষেত্রে 160 cm উচ্চতা, 53 kg ওজন, 76 cm (5 cm. ফোলানোর ক্ষমতা) বুকের মাপ। এবং বাকিদের ক্ষেত্রে 167 cm উচ্চতা, 57 kg ওজন, 78 cm (5 cm. ফোলানোর ক্ষমতা) বুকের মাপ।
  • মহিলাদের ক্ষেত্রে ~ গোর্খা, রাজবংশী, গাড়োয়ালী এবং ST দের ক্ষেত্রে 152 cm উচ্চতা এবং 45 কেজি ওজন। এবং বাকিদের ক্ষেত্রে 160 cm উচ্চতা এবং 49 কেজি ওজন।

শারীরিক দক্ষতার পরীক্ষা ~

  • কনস্টেবল ~ 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার দৌড়।
  • লেডি কনস্টেবল ~ 4 মিনিট 30 সেকেন্ড 800 মিটার দৌড়।

মেন বা ফাইনাল লিখিত পরীক্ষা ~

বিষয়নম্বর
General Awareness and General Knowledge25
English10
Elementary Mathematics (Madhyamik standard)25
Reasoning and Logical Analysis25
মোট85

গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক (Importent Dates & Links)

বিষয়তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত26.05.2022
আবেদন শুরু29.05.2022
আবেদন শেষ27.06.2022
বিষয়তারিখ
অফিসিয়াল নোটিসClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here
আবেদন লিঙ্কComing Soon
আমাদের টেলিগ্রামClick Here

আরো পড়ুন ~

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন