Kolkata Police Exam Important MCQ : প্ৰিয় পরীক্ষার্থীরা, আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করবো গুরুত্বপূর্ণ ২৫ টি জিকে প্রশ্ন ও উত্তর। যেই প্রশ্ন গুলি আগামী কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য। কলকাতা পুলিশ ছাড়াও এই প্রশ্ন গুলি বিভিন্ন চাকরির পরীক্ষায় অবশ্যই কাজে লাগবে। আগামী কয়েক মাস পরেই রয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারী পরীক্ষা। সেই পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই আপনারা আমাদের এই প্রতিদিন Kolkat Police Exam Important MCQ (Mock Test) -এ অংশগ্রহণ করবেন।কুইজ আকারে প্রশ্ন গুলো দেওয়া আছে।

Quiz – এর নিয়মাবলী
- মোট ২৫ টি জিকে প্রশ্ন ও উত্তর আছে।
- প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর।
- প্রতিটি প্রশ্নের জন্য ৪ টি করে অপশন দেওয়া রয়েছে।
- সঠিক উত্তর এর পাশের ON /OFF BUTTON প্রেস করুন।
- সম্পূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেলে FINISH এ ক্লিক করে কুইজের স্কোর চেক করতে পারবেন।
#1. 'ক্যালকাটা স্কুল বুক সোসাইটি' প্রতিষ্ঠা করেন কে ?
#2. কোন রাজ্যে প্রথম গ্রিনবেঞ্চ গঠিত হয় ?
#3. কম্পিউটার আবিষ্কার করেছিলেন কে ?
#4. 'সোমপ্রকাশ'পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
#5. চিপকো আন্দোলন কোথায় অনুষ্ঠিত হয় ?
#6. ভারতের প্রথম সংবাদপত্র হলো --
#7. নিশ্চুপ উপত্যকা কোথায় অবস্থিত ?
#8. 'হুতোম প্যাচাঁর নকশা' গ্রন্থটি রচনা করেন কে ?
#9. কোল বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয় ?
#10. নীল বিদ্রোহকে কোন পত্রিকা সমর্থন জানায় ?
#11. মিনামাটা রোগ কোথায় দেখা যায় ?
#12. সুন্দরবন ব্যাঘ্র সংরক্ষণ কোথায় অবস্থিত ?
#13. বল্লভপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
#14. সিঙ্গালীলা জাতীয় উদ্যান টি কোথায় অবস্থিত ?
#15. যৌথ বন পরিচালনা ভারতের প্রথম কোথায় শুরু হয় ?
#16. ভারতে জীব বৈচিত্র আইন কত সালে হয়েছিল ?
#17. সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত ?
#18. ভারতের প্রথম জাতীয় পত্রিকাটি হলো -
#19. কেওলাদেও ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?
#20. সেনচল অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
#21. গরুমারা জাতীয় উদ্যান টি কোথায় অবস্থিত ?
#22. পরিবেশ সুরক্ষা আইন কত সালে হয় ?
#23. সজনেখালি অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
#24. বিশনয়ী আন্দোলন কোথায় হয়েছিল ?
#25. কত সালে ভারতীয় বন সংরক্ষণ আইন চালু করা হয় ?
হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Here |
টেলিগ্রাম চ্যানেল | Join Here |
চাকরির খবর | Click Here |