কলকাতা পুলিশ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (Set – 10) |Kolkata Police Exam Important MCQ Mock Test 2023

Kolkata Police Exam GK MCQ 2023 : প্ৰিয় পরীক্ষার্থীরা,সামনেই রয়েছে কলকাতা পুলিশ প্রিলিমিনারী পরীক্ষা। পরীক্ষার প্রস্তুতি ইতিমধ্যেই আপনারা শুরু করে দিয়েছেন। আপনাদের প্রস্তুতি যেনো আরও ভালো হয় সেই লক্ষ্যে আজকের মোট ২০ টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়েছে। কলকাতা পুলিশ ছাড়াও আরও বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য। পরীক্ষার আগে অবশ্যই প্রশ্ন গুলি ভালোভাবে মুখস্ত করে নেবেন।

Kolkata Police Exam Important MCQ Mock Test 2023

Quiz এর নিয়মাবলী

  • মোট ২০ টি প্রশ্ন ও উত্তর রয়েছে।
  • প্রত্যেকটি প্রশ্নের জন্য ৪ টি করে অপশন দেওয়া আছে।
  • সঠিক উত্তরটির পাশে ON/OFF BUTTON এ ক্লিক করুন।
  • সম্পূর্ণ উত্তর দেওয়া হয়ে গেলে FINISH এ ক্লিক করুন।
  • FINISH BUTTON এ ক্লিক করলেই আপনার কুইজের স্কোর দেখতে পাবেন।

#1. পশ্চিমবঙ্গে মতো কত গুলি কর্পোরেশন আছে ?

#2. ভারতে মনসবদারী প্রথা কে চালু করেন ?

#3. 'ভারতের আইনস্টাইন' কাকে বলা হয় ?

#4. জেলা পরিষদের কার্য কাল কতো বছর ?

#5. হাজার হ্রদের দেশ বলা হয় কোন দেশকে ?

#6. ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন কে ?

#7. '' ঘনাদা '' চরিত্রের স্রষ্টা কে ?

#8. বাল্মীকি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?

#9. ' যেখানে কোনো আইন নেই, সেখানে কোনো স্বাধীনতা নেই ' - উক্তিটি কার ?

#10. ২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপ কোন দেশ অনুষ্ঠিত হয়েছিল ?

#11. নিচের কোনটি সালোকসংশ্লেষের জন্য অপ্রয়োজনীয় ?

#12. হলদিঘাটের যুদ্ধ কতো সালে হয়েছিল ?

#13. ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত ?

#14. ' Wealth of Nations ' গ্রন্থটি প্রবক্তা হলেন -

#15. বায়ুর আপেক্ষিক আদ্রতা মাপার যন্ত্রের নাম কি ?

#16. '' বিশ্ব জনসংখ্যা দিবস'' কবে পালন করা হয় ?

#17. সাইমন কমিশন কত খ্রিস্টাব্দে ভারতে আসে ?

#18. রোভার্স কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?

#19. সর্দার সরোবর প্রকল্প কোন নদীর উপর অবস্থিত ?

#20. ইউনিয়ন পাবলিক কমিশনের চেয়ারম্যান কে ?

Finish

Results

-
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন
হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Here
টেলিগ্রাম চ্যানেলJoin Here
চাকরির খবরClick Here
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment