Kolkata Police Exam GK MCQ 2023 : প্ৰিয় পরীক্ষার্থীরা,সামনেই রয়েছে কলকাতা পুলিশ প্রিলিমিনারী পরীক্ষা। পরীক্ষার প্রস্তুতি ইতিমধ্যেই আপনারা শুরু করে দিয়েছেন। আপনাদের প্রস্তুতি যেনো আরও ভালো হয় সেই লক্ষ্যে আজকের মোট ২০ টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়েছে। কলকাতা পুলিশ ছাড়াও আরও বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য। পরীক্ষার আগে অবশ্যই প্রশ্ন গুলি ভালোভাবে মুখস্ত করে নেবেন।

Quiz এর নিয়মাবলী
- মোট ২০ টি প্রশ্ন ও উত্তর রয়েছে।
- প্রত্যেকটি প্রশ্নের জন্য ৪ টি করে অপশন দেওয়া আছে।
- সঠিক উত্তরটির পাশে ON/OFF BUTTON এ ক্লিক করুন।
- সম্পূর্ণ উত্তর দেওয়া হয়ে গেলে FINISH এ ক্লিক করুন।
- FINISH BUTTON এ ক্লিক করলেই আপনার কুইজের স্কোর দেখতে পাবেন।
#1. পশ্চিমবঙ্গে মতো কত গুলি কর্পোরেশন আছে ?
#2. ভারতে মনসবদারী প্রথা কে চালু করেন ?
#3. 'ভারতের আইনস্টাইন' কাকে বলা হয় ?
#4. জেলা পরিষদের কার্য কাল কতো বছর ?
#5. হাজার হ্রদের দেশ বলা হয় কোন দেশকে ?
#6. ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন কে ?
#7. '' ঘনাদা '' চরিত্রের স্রষ্টা কে ?
#8. বাল্মীকি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
#9. ' যেখানে কোনো আইন নেই, সেখানে কোনো স্বাধীনতা নেই ' - উক্তিটি কার ?
#10. ২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপ কোন দেশ অনুষ্ঠিত হয়েছিল ?
#11. নিচের কোনটি সালোকসংশ্লেষের জন্য অপ্রয়োজনীয় ?
#12. হলদিঘাটের যুদ্ধ কতো সালে হয়েছিল ?
#13. ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত ?
#14. ' Wealth of Nations ' গ্রন্থটি প্রবক্তা হলেন -
#15. বায়ুর আপেক্ষিক আদ্রতা মাপার যন্ত্রের নাম কি ?
#16. '' বিশ্ব জনসংখ্যা দিবস'' কবে পালন করা হয় ?
#17. সাইমন কমিশন কত খ্রিস্টাব্দে ভারতে আসে ?
#18. রোভার্স কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
#19. সর্দার সরোবর প্রকল্প কোন নদীর উপর অবস্থিত ?
#20. ইউনিয়ন পাবলিক কমিশনের চেয়ারম্যান কে ?
হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Here |
টেলিগ্রাম চ্যানেল | Join Here |
চাকরির খবর | Click Here |