Kolkata Police Exam Important MCQ Mock Test: প্ৰিয় পরীক্ষার্থীরা, সামনেই রয়েছে কলকাতা পুলিশ প্রিলিমিনারী পরীক্ষা। আর সেই পরীক্ষাকে টার্গেট করে আপনাদের সুবিধার্থে ২০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের এই আর্টিকেলে আলোচনা করা হয়েছে। কলকাতা পুলিশ ছাড়াও বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য আজকের SET এর প্রশ্ন গুলো খুবই কমনযোগ্য। পরীক্ষা আগের প্রশ্ন গুলি অবশ্যই ভালোভাবে দেখে নেবেন।

Quiz – এর নিয়মাবলী
- মোট ২০ টি MCQ প্রশ্ন দেওয়া আছে।
- প্রত্যেকটা প্রশ্নের জন্য ৪ টি করে অপশন দেওয়া আছে।
- সঠিক অপশন এর পাশের ON/OFF BUTTON – এ ক্লিক করুন
- সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেলে FINISH BUTTON এ ক্লিক করুন
- FINISH BUTTON এ ক্লিক করলেই আপনি আপনার কুইজের স্কোর দেখতে পাবেন।
#1. বিশ্ব জলদিবস পালন করা হয় কোন তারিখে ?
#2. The Race of my Life বইটির কার লেখা ?
#3. কালো সীসা কাকে বলা হয় ?
#4. সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যের নাম কি ?
#5. পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত ?
#6. কর্ণাটক রাজ্য কবে সৃষ্টি হয় ?
#7. ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত ?
#8. যানবাহনের ধোঁয়া থেকে নির্গত কোনটি ক্ষতিকারক ?
#9. মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি ?
#10. এঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত ?
#11. প্রথম কাগজের ব্যবহার হয় কোন দেশে ?
#12. বিশ্ব অরণ্য দদিবস পালন করা হয় কবে ?
#13. জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
#14. বাল্মীকি ব্যাগ্রো প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
#15. বিশ্বের মাখন ও ঘি উৎপাদনে কোন দেশ প্রথম ?
#16. আনন্দমঠ গ্রন্থের লেখক কে ?
#17. জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় কোন তারিখে ?
#18. সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি ?
#19. কোন বায়ু বাণিজ্যক বায়ু নামে পরিচিত ?
#20. রসায়নের জনক কাকে বলা হয় ?
হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Here |
টেলিগ্রাম চ্যানেল | Join Here |
চাকরির খবর | Click Here |