Kolkata Police GK MCQ SET-11 PDF (Mock Test): প্ৰিয় পরীক্ষার্থীরা, আগামী কয়েক মাস পরেই রয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারী পরীক্ষা। সেই প্রিলিমিনারী পরীক্ষায় জিকে থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন থাকবে। তাই জিকে বিষয়ে নম্বর বেশি পেলে আপনি খুব সহজেই পরীক্ষায় পাশ করে নিতে পারবেন। আজকের এই আর্টিকেলে মোট ২০ টি জিকে প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়েছে। কলকাতা পুলিশ ছাড়াও পশ্চিমবঙ্গ পুলিশ এবং আরও অন্যান্য চাকরির পরীক্ষার জন্য আজকের এই প্রশ্ন গুলি খুবই গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য। সমস্ত প্রশ্ন কুইজ আকারে দেওয়া রয়েছে।

Quiz – এর নিয়মাবলী
- মোট ২০ টি প্রশ্ন দেওয়া আছে।
- প্রত্যেকটি প্রশ্নের জন্য ১ নম্বর।
- প্রত্যেকটি প্রশ্নের জন্য ৪ টি করে অপশন দেওয়া আছে।
- সঠিক উত্তর এর পাশে on/off Button Press করুন।
- সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেলে finish button এ ক্লিক করে আপনার কুইজের স্কোর চেক করতে পারবেন।
#1. কত সালে প্রথম ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় ?
#2. কোন রাজ্যে আধুনিক পোলো খেলার উদ্ভব হয়েছিল ?
#3. বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য কোন সংস্থা 'কলিঙ্গ পুরস্কার ' প্রদান করে ?
#4. কোন দেশ নোবেল পুরস্কার প্রদান করে ?
#5. নিন্মলিখিত কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়না ?
#6. কোন দেশের জাতীয় খেলা তিরন্দাজি?
#7. গ্রহ ও নক্ষত্রদের দূরত্ব পরিমাপ করা হয় কোন এককে ?
#8. ভারতে জাতীয় ক্রিয়া দিবস কোন দিনটিতে পালন করা হয় ?
#9. প্রাণীদেহের দীর্ঘতম কোশটির নাম কি ?
#10. নিন্মলিখিত কোনটি নিউক্লিয়ায়াসের অংশ নয় ?
#11. ভারতের সবচেয়ে পুরানো ফুটবল টুর্নামেন্টের নাম কি ?
#12. সরল অনুবিক্ষণ যন্ত্র প্রথম আবিষ্কার করে -----
#13. হাইড্রোজেনে কয়টি আইসোটোপ আছে ?
#14. কোন দেশ সবচেয়ে বেশিবার বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে ?
#15. প্রথম অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
#16. কোন প্রাণীর বিজ্ঞানসম্মত নাম ইকুয়াস ক্যাবেলাস ?
#17. নিন্মের প্রাণীগুলির মধ্যে কার দেহে সর্বাপেক্ষা কম দেহখন্ড আছে ??
#18. বেগ একটি ----
#19. তুর্কির জাতীয় খেলার নাম কি ?
#20. প্রথম ভারতীয় নোবেল পুরুস্কার জয়ীর নাম কি ?
হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Here |
টেলিগ্রাম চ্যানেল | Join Here |
চাকরির খবর | Click Here |