Kolkata Police GK Mock Test Set-8 : প্ৰিয় পরীক্ষার্থীরা, আগামী কয়েক মাস পরেই আছে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারী পরীক্ষা। সেই প্রিলিমিনারী পরীক্ষা কে টার্গেট করে আজকে এই SET – 8 MOCK TEST এ গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো। কলকাতা পুলিশ ছাড়াও আরও বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য আজকের এই প্রশ্ন গুলি খুবই গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য। পরীক্ষা আগে অবশ্যই প্রশ্ন গুলো ভালভাবে দেখে নেবেন। কুইজ আকারে আজকের সমস্ত প্রশ্ন দেওয়া রয়েছে।

Quiz – এর নিয়মাবলী
- আজকের Set এ মোট ২০ টি প্রশ্ন ও উত্তর আছে।
- প্রতি প্রশ্নের মান ১
- প্রতিটি প্রশ্নের জন্য ৪ টি করে অপশন দেওয়া আছে।
- সঠিক অপশন এর পাশে ON /OFF BUTTON প্রেস করুন।
- সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেলে আপনি FINISH BUTTON এ ক্লিক করে আপনার কুইজের রেজাল্ট চেক করতে পারবেন।
#1. ' ইনক্লাব জিন্দাবাদ' জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছেন ?
#2. মুঘল রাজবংশের সরকারি ভাষা কি ছিল ?
#3. কোন ভারতীয় রাজ্যের লোক চিত্রকলা হলো মধুমনি ?
#4. কিলোওয়াট - ঘন্টা কিসের একক ?
#5. কোন রাজ্যে ওসাং উৎসব পালিত হয় ?
#6. আনন্দমঠ উপন্যাসটি কে রচনা করেন?
#7. ' ড্রেন অফ ওয়েলথ' বইটি কার লেখা ?
#8. কিসান সূর্যোদয় যোজনা কোন রাজ্যে চালু করা হয়েছে ?
#9. পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নিত্যের উৎপত্তি হয়েছে ?
#10. 'বীরবল কার ছদ্মনাম ছিল ?
#11. দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এর নাম কি ?
#12. রাজ্যপালের কার্যকালের বয়স কত বছর ?
#13. গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত ?
#14. ক্যালসিয়াম কার্বোনেটে ক্যালসিয়ামের পরিমান কত ?
#15. লোহিত কণিকার রঙ্গক পদার্থ কোনটি ?
#16. কার্লিং কাপ কোন খেলার সাথে যুক্ত?
#17. সবুজ গ্রহ বলা হয় কোন গ্রহ কে ?
#18. নিন্মের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যাই ?
#19. SI পদ্ধতিতে তাপমাত্রার একক কি ?
#20. দীনার মুদ্রা কোন যুগে প্রচলিত হয় ?
হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Here |
টেলিগ্রাম চ্যানেল | Join Here |
চাকরির খবর | Click Here |