কলকাতা পুলিশ প্রিলিমিনারী পরীক্ষা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর পর্ব-১| Kolkata Police Important GK Questions & Answers PDF SET-1

Kolkata Police Important GK Questions & Answers PDF SET-1: প্রিয় পরীক্ষার্থীরা, আপনাদের যাঁরা আগামী কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারী পরীক্ষার জন্য প্রস্তুতি করছেন তাঁদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর নিয়ে আজকে আলোচনা করবো। যেই জিকে প্রশ্ন গুলি আগামী কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারী এবং আরও বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

Kolkata Police Important GK Questions & Answers PDF SET-1

#1. ১১) বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন কে করেছিলেন ?

#2. ১৯) রাজ তরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেন ?

#3. ১২) কোন মুঘল সম্রাট সাম্রাজ্যে নৃত্য ও সঙ্গীত নিষিদ্ধ করেছেন ?

#4. ৩) আকবরের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল ?

#5. ৭) হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

#6. ৫) দিল্লির কোন সুলতান উত্তর ভারতে বিভিন্ন শহর স্থাপন করেছেন ?

#7. ১৫) 'স্বরাজ আমার জন্মগত অধিকার' উক্তিটি কার ?

#8. ২) আলবেরুনী রচিত গ্রন্থ টির নাম কি ?

#9. ৬) মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন ?

#10. ১৮) খানুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল ?

#11. ২০) সুলতান রাজিয়া কার কন্যা ছিলেন ?

#12. ১) কার রাজত্বকালে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় আদিনা মসজিদ নির্মাণ করা হয়েছিল ?

#13. ১৩) ইন্ডিয়ান ইউনিভার্সিটি এক্ট কোন ভাইসরয়ের আমলে পাশ হয় ?

#14. ১৪) অনুশীলন সমিতি কে গঠন করেছিলেন ?

#15. ১৭) তালিকোটার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয় ?

#16. ৮) ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে গঠন করেছিলেন ?

#17. ৯) কোন সাম্রাজ্যর শাসনকালে গান্ধার শিল্প বিকশিত হয়েছিল ?

#18. ১৬) কোন সালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন ?

#19. ১০) পিটের ভারত শাসন আইন কত সালে প্রণীত হয় ?

#20. ৪) কোন লিপিতে সম্রাট অশোকের শিলা রচিত হয়েছিল ?

Finish

Results

-
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Kolkata Police Important GK Questions & Answers PDF & Free Mock Test এর মত প্রতিদিন বিনামূল্যে জিকে মক টেস্ট এর জন্য আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন।

হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Here
টেলিগ্রাম চ্যানেলJoin Here
চাকরির খবরClick Here

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment