Kolkata Police Mcq Questions Mock Test Set-9: প্ৰিয় পরীক্ষার্থীরা, আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করবো মোট ২০ টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর। আপনারা যাঁরা আগামী কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারী পরীক্ষা দেবেন তাঁদের জন্য আজকের এই ২০ টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। কলকাতা পুলিশ ছাড়াও আরও বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য আজকের এই প্রশ্ন গুলি কমনযোগ্য। আপনারা প্রত্যেকেই অবশ্যই আজকের এই কুইজে অংশগ্রহণ করুন এবং আপনি পরীক্ষার জন্য কত টা প্রস্তুত সেটা যাচাই করুন।

Quiz এর নিয়মাবলী
- আজকের এই SET এ মোট ২০ টি প্রশ্ন রয়েছে।
- প্রত্যেকটি প্রশ্নের ৪ টি করে অপশন আছে।
- সঠিক অপশন এর পাশের ON /OFF BUTTON কি প্রেস করুন।
- সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া কমপ্লিট হয়ে গেলে FINISH BUTTON এ ক্লিক করে আপনার কুইজের রেজাল্ট চেক করুন।
#1. বাংলা ভাষায় রামায়ণ এর প্রথম অনুবাদক কে ?
#2. 'গীতগোবিন্দ ' কাব্যটি কে রচনা করেন ?
#3. স্বর্ণমন্দির ( Golden Temple ) কোথায় অবস্থিত ?
#4. 'হরিয়ানার হ্যারিকেন ' বলা হয় --
#5. ভীমবেটকা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
#6. দক্ষিণ ভারতের সবচেয়ে প্রাচীন ভাষা কি ?
#7. ভারতের কোন রাজ্যে খাজুরাহো মন্দির অবস্থিত ?
#8. ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি ?
#9. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা কত বছর বয়স পর্যন্ত বহাল থাকেন ?
#10. জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কবে স্থাপিত হয় ?
#11. পশ্চিমবঙ্গে কোন স্থান টুসু নৃত্যের সঙ্গে সমন্ধিত ?
#12. বেনারসের হিন্দু বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন ?
#13. বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
#14. ভারতীয় পার্লামেন্টে কোন সভার ক্ষমতা বেশি ?
#15. ভারতের অন্যতম শাস্ত্রীর নৃত্য কুচিপুড়ি কোন রাজ্যে দেখা যায়?
#16. নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ কত ?
#17. 'My Country My Life' গ্রন্থটির লেখক হলেন কে ?
#18. নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন ?
#19. কলকাতা বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল ?
#20. রাষ্ট্রপতি পদত্যাগ করলে কার কাছে পদত্যাগ পত্র প্রেরণ করবেন ?
হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Here |
টেলিগ্রাম চ্যানেল | Join Here |
চাকরির খবর | Click Here |