কলকাতা পুলিশ পরীক্ষা জিকে প্রশ্ন ও উত্তর (Set – 13) |Kolkata Police Preliminary Exam 2023 MCQ Mock Test

Kolkata Police Preliminary Exam 2023 MCQ Mock Test : প্ৰিয় পরীক্ষার্থীরা, আগামী কয়েক মাস পরেই রয়েছে কলকাতা পুলিশ প্রিলিমিনারী পরীক্ষা। কাট অফ এর কথা মাথায় রেখে আপনাদের প্রস্তুতি করতে হবে। কারণ যত দিন যাবে কাট অফ বাড়তেই থাকবে। তাই আপনি যদি ভালোভাবে প্রস্তুতি না করেন তাহলে আপনি এই প্রিলিমিনারী পরীক্ষাতেই পাশ করতে পারবেন না। তো বন্ধুরা, টেনসেন এর কোনো কারণ নেই আপনারা যেনো প্রস্তুতি ভালোভাবে করতে পারেন তার জন্য নিয়মিত Set Wise GK MCQ Series শুরু করেছি। আজকে SET, – 13 নিয়ে আলোচনা করবো। মোট ২০ টি জিকে প্রশ্ন ও উত্তর রয়েছে। কলকাতা পুলিশ ছাড়াও আরও বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য আজকের এই প্রশ্ন গুলি খুবই গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য।

Kolkata Police Preliminary Exam 2023 MCQ Mock Test

বিষয় সূচী ~

Quiz – এর নিয়মাবলী

  • আজকের এই SET – এ মোট ২০ টি জিকে প্রশ্ন ও উত্তর রয়েছে।
  • প্রতিটি প্রশ্নের মান ১।
  • প্রতিটি প্রশ্নের জন্য ৪ টি করে বিকল্প দেওয়া রয়েছে।
  • সঠিক বিকল্পের পাশে ON/OFF BUTTON প্রেস করুন।
  • সম্পূর্ণ ২০ টি প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেলে FINISH BUTTON এ ক্লিক করে আপনি কুইজের স্কোর দেখতে পাবেন।

#1. ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ?

#2. মাজুলি দ্বীপ কোন নদীতে অবস্থিত ?

#3. বায়ুর চাপ পরিমাপের যন্ত্রটির নাম কি ?

#4. গরবা নাচের প্রচলন কোথায় দেখা যায় ?

#5. আফগানিস্তানের দীর্ঘতম নদীর নাম কি ?

#6. এখন পর্যন্ত ভারতের কোন রাজ্যে সর্বাধিক ভূমিধস হয়েছে ?

#7. দিল্লি কোন নদীর তীরে অবস্থিত ?

#8. সাতপুরা কোন প্রকৃতির পর্বত ?

#9. মনিকরণ উষ্ণ প্রশ্রবণ কোন রাজ্যে অবস্থিত ?

#10. ভারতে প্রথম বিমান চলাচল শুরু হয় কত সালে ?

#11. ''The Race of My Life '' বইটি কার লেখা ?

#12. ভিতরকণিকা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত ?

#13. ভারতের সর্বোচ্চ সেনা সন্মান কোনটি ?

#14. ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে নিঃসৃত হয় ?

#15. পলাশীর যুদ্ধ কাব্যগ্রন্থটি কার লেখা ?

#16. 'হকির যাদুকর' কাকে বলা হয় ?

#17. বিহু ভারতের কোন রাজ্যের নৃত্য ?

#18. ভারতের কোন রাজ্যে সবচেয়ে তপসিলি জাতির জনসংখ্যা আছে ?

#19. পেট্রোলে কোন ধাতু মিশানো হয় ?

#20. কোন দেশ রেইনবো নেশন নামে পরিচিত ?

Finish

Results

-
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন
হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Here
টেলিগ্রাম চ্যানেলJoin Here
চাকরির খবরClick Here
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment