কলকাতা পুলিশ জিকে প্রশ্ন ও উত্তর (Set – 14) | Kolkata Police Preliminary Exam 2023 Mock Test

Kolkata Police Preliminary Exam 2023 Mock Test: প্ৰিয় পরীক্ষার্থীরা, আজকের এই আর্টিকেলে মোট ২০ টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়েছে। প্রশ্ন গুলি আগামী কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল প্রিলিমিনারী পরীক্ষার জন্য খুবই কমনযোগ্য। প্রতিটি বিভিন্ন বই থেকে বাছাই করা এবং বিগত পরীক্ষার প্রশ্ন থেকে নেওয়া হয়েছে। কলকাতা পুলিশ ছাড়াও যেকোনো চাকরির পরীক্ষার জন্য আজকের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ।

Kolkata Police Preliminary Exam 2023 Mock Test

বিষয় সূচী ~

Quiz – এর নিয়মাবলী

  • সমস্ত প্রশ্ন কুইজ আকারে দেওয়া রয়েছে।
  • মোট ২০ টি প্রশ্ন দেওয়া আছে।
  • প্রত্যেকটি প্রশ্নের জন্য ৪ টি করে বিকল্প দেওয়া রয়েছে।
  • সঠিক বিকল্পের পাশের ON/OFF BUTTON প্রেস করুন।
  • সমস্ত ২০ টি প্রশ্নের উত্তর দেওয়া সম্পূর্ণ হলে FINISH BUTTON এ ক্লিক করুন।
  • FINISH BUTTON – এ ক্লিক করলেই আপনি কুইজের স্কোর দেখতে পাবেন।

#1. ওস্তাদ আলী খান কোন খেলার সাথে যুক্ত ?

#2. শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত ?

#3. অর্থনীতির জনক কাকে বলা হয় ?

#4. পঞ্চনদীর দেশ কাকে বলা হয় ?

#5. জাতাইপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র টি কোন রাজ্যে অবস্থিত ?

#6. পশ্চিমবঙ্গেড় কোন জেলায় নারী স্বাক্ষরতার হার সবচেয়ে কম ?

#7. ভারতীয় চলচ্চিত্র জগতে কে 'ট্র্যাজিক রাজা' নামে পরিচিত ?

#8. 'আধুনিক শিল্প দানব ' কোন শিল্প কে বলা হয় ?

#9. কোন জেলাটির ওড়িশা ও ঝাড়খন্ড এর উভয়ের সাথে সীমানা রয়েছে ?

#10. 'India Wins Freedom' বইটি কার লেখা ?

#11. জুনাগড় শহরটি কোন রাজ্যে অবস্থিত ?

#12. আইসোটোপ নেই এরূপ একটি মৌলের নাম কি ?

#13. মানবদেহের কোন গ্রন্থি কে 'অ্যাডামস অ্যাপেল' বলা হয় ?

#14. কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল ?

#15. সিমলাপাল জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত ?

#16. Elephant গুহা কোন রাজ্যে অবস্থিত ?

#17. চিপকো আন্দোলন শুরু হয় কত সালে ?

#18. থ্যালাসেমিয়া দিবস কোন দিনটি পালন করা হয় ?

#19. সবুজ সাথী প্রকল্পে কোন সুবিধা প্রদান করা হয় ?

#20. চীন সাগরের ঘুর্ণবাত কি নামে পরিচিত ?

Finish

Results

-
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

কলকাতা পুলিশ কনস্টেবল এবং অন্যান্য চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর এর পরবর্তী Set গুলি পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ফলো রাখবেন।

হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Here
টেলিগ্রাম চ্যানেলJoin Here
চাকরির খবরClick Here
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment